পুরুলিয়া, 22 জুলাই : কাটমানির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মীরা । আজ সকাল থেকে দফায় দফায় অবরোধ চালায় তারা । পুরুলিয়ার মানবাজার থানার পায়রাচালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা । পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় BJP-র কর্মীরা । অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যাত্রীবাহী ও মালবাহী গাড়ি । অবশেষে দু'ঘণ্টা পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় BJP কর্মীরা ।
পায়রাচালি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে BJP-র কর্মীরা । 100 দিনের কাজ থেকে শুরু করে, আবাস যোজনায় বাড়ি তৈরি, রাস্তা-ঘাট নির্মাণ, গাছ লাগানো প্রভৃতি একাধিক বিষয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে BJP । এবিষেয় BDO অফিসে ও থানাতে অভিযোগ জানালেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেয়নি বলে জানায় BJP-র কর্মীরা । তাই আজ পথ অবরোধ করে কাটমানি নেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায় BJP কর্মীরা । বিক্ষোভে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার, মণ্ডলের সহ সভাপতি বুদ্ধদেব প্রামাণিক, BJP নেতা প্রদীপ মাহাত সহ অন্যরা ।
বিক্ষোভকারীরা বলেন, "পুলিশ 15 দিনের মধ্যে কাটমানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় । তারপর আমরা অবরোধ তুলে নেই ।"