পুরুলিয়া, ৯ জুন : কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখচাষিরা । মুখ থুবড়ে পড়েছে কমবেশি শতাধিক গুড় তৈরির কারখানা । লকডাউন খুললেও উৎপাদিত আখ বেশি রপ্তানি হচ্ছে না ভিনরাজ্যে ও ভিনজেলায় । বর্তমানে আখের গুড়ের চাহিদাও কমেছে । ফলে আখের ফলন ভালো হলেও, উৎপাদিত এই আখ বাজারে বিক্রি করতে পারছেন না চাষিরা । এমনকী আখের গুড়ও বাইরে রপ্তানি না হওয়ায় সস্তা দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা । কেউ আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে আখ চাষ করেছেন । সেই ঋণ শোধ করবেন কিভাবে ? কিভাবে ফিরিয়ে আনবেন মূলধন ? সংসার চলবেন কী করে ? এইসব প্রশ্নে চিন্তার ভাঁজ পড়েছে জেলার আখ চাষিদের কপালে । প্রশাসনের কাছে আবেদন জানিয়ে তারা এখন তাকিয়ে সরকারি সাহায্যের দিকে ৷
পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকায় আখচাষ বিখ্যাত । এলাকার বেশিরভাগ চাষিরা আখ চাষ করে থাকেন । চাষিদের একমাত্র ভরসা আখ চাষ ও গুড় কারখানার উপর । রাজ্যের বিভিন্ন জেলায় তো বটেই ভিনরাজ্যেও এই আখের চাহিদা ব্যাপক । এছাড়াও এই সিরকাবাদ এলাকাতেই রয়েছে শতাধিক গুড় তৈরির কারখানা । বাজারে উৎপাদিত আখ থেকে তৈরি হওয়া গুড়ের চাহিদাও রয়েছে ব্যাপক । কিন্তু আখের ফলন তোলার সময়ই হঠাৎ কোরোনা মোকাবিলায় জারি হয়ে যায় লকডাউন । এই দীর্ঘ লকডাউনে যানবাহন চলাচল একেবারেই বন্ধ থাকায় উৎপাদিত আখ বাইরের জেলায় বা ভিন রাজ্যে পাঠাতে পারেনি চাষিরা । এমনকী সেই আখ থেকে গুড় প্রস্তুত করে রাখলেও সেই গুড় লকডাউনের প্রভাবে বাজারে বিক্রি করতে পারেননি তাঁরা । বর্তমানে লকডাউন খুললেও উৎপাদিত সেই আখ ও গুড়ের চাহিদা নেই । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকার আখচাষিরা । ফলন ভালো হলেও আখ বিক্রি করতে না পারায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের । তাই সিরকাবাদ এলাকার আখচাষিরা এখন তাকিয়ে সরকারি সাহায্যের দিকে ।
পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকার আখ চাষি গৌরাঙ্গ রাজোয়াড়, আষাড়ি মাঝিরা বলেন,‘‘বর্তমানে কোরোনা আবহে উৎপাদিত আখ ভিন রাজ্যে বা বিভিন্ন জেলায় পাঠাতে পারছি না । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি আমরা । আবার এই আখ বাড়িতে মজুদ রাখার ব্যবস্থা নেই । তাড়াতাড়ি আখগুলো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে আখগুলি । তাই আমরা এখন কী করব ভেবে পাচ্ছি না । আমরা চাই জেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়াক । এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছি ৷’’
সিরকাবাদ এলাকারই গুড় কারখানার সঙ্গে যুক্ত সনাতন রাজোয়াড় বলেন, ‘‘এবছর আখের ফলন ভালো হয়েছে । সেভাবে গুড়ও প্রস্তুত করে রেখেছিলাম । কিন্তু কোরোনা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে । এ বছর গুড়ের চাহিদা নেই । একদিকে উৎপাদিত আখ মজুদ করে রাখার কোনও ব্যবস্থা নেই, অন্যদিকে আখ থেকে গুড় বানিয়ে রাখলেও সেই গুড় বাজারে বিক্রি হচ্ছে না । উৎপাদিত গুড় ভিন রাজ্যে এবং জেলায় পাঠাতেও পারছি না । তাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছি আমরা । জেলা প্রশাসনকে আবেদন যেন আমাদের পাশে দাঁড়ায় ।
পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের BDO অমিতকুমার গায়েন বলেন, ‘‘আখ চাষিরা সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন । বিষয়টি নিয়ে কৃষি দপ্তরের সাথেও আলোচনা করা হয়েছে । এ বিষয়ে একটু সময় লাগলেও আখ চাষিদের সমস্যার সমাধান করা হবে ।’’