ETV Bharat / state

কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখ চাষিরা - ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখচাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকায় চাষিদের একমাত্র ভরসা আখ চাষ ও গুড় কারখানার উপর । দীর্ঘ লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় উৎপাদিত আখ বাইরের জেলায় বা ভিন রাজ্যে পাঠাতে পারেনি চাষিরা । এমনকী সেই আখ থেকে তৈরি গুড় বিক্রি করতে পারেননি তাঁরা ।

Sugarcane
কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখচাষিরা
author img

By

Published : Jun 9, 2020, 2:51 PM IST

Updated : Jun 22, 2020, 7:05 PM IST

পুরুলিয়া, ৯ জুন : কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখচাষিরা । মুখ থুবড়ে পড়েছে কমবেশি শতাধিক গুড় তৈরির কারখানা । লকডাউন খুললেও উৎপাদিত আখ বেশি রপ্তানি হচ্ছে না ভিনরাজ্যে ও ভিনজেলায় । বর্তমানে আখের গুড়ের চাহিদাও কমেছে । ফলে আখের ফলন ভালো হলেও, উৎপাদিত এই আখ বাজারে বিক্রি করতে পারছেন না চাষিরা । এমনকী আখের গুড়ও বাইরে রপ্তানি না হওয়ায় সস্তা দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা । কেউ আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে আখ চাষ করেছেন । সেই ঋণ শোধ করবেন কিভাবে ? কিভাবে ফিরিয়ে আনবেন মূলধন ? সংসার চলবেন কী করে ? এইসব প্রশ্নে চিন্তার ভাঁজ পড়েছে জেলার আখ চাষিদের কপালে । প্রশাসনের কাছে আবেদন জানিয়ে তারা এখন তাকিয়ে সরকারি সাহায্যের দিকে ৷

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকায় আখচাষ বিখ্যাত । এলাকার বেশিরভাগ চাষিরা আখ চাষ করে থাকেন । চাষিদের একমাত্র ভরসা আখ চাষ ও গুড় কারখানার উপর । রাজ্যের বিভিন্ন জেলায় তো বটেই ভিনরাজ্যেও এই আখের চাহিদা ব্যাপক । এছাড়াও এই সিরকাবাদ এলাকাতেই রয়েছে শতাধিক গুড় তৈরির কারখানা । বাজারে উৎপাদিত আখ থেকে তৈরি হওয়া গুড়ের চাহিদাও রয়েছে ব্যাপক । কিন্তু আখের ফলন তোলার সময়ই হঠাৎ কোরোনা মোকাবিলায় জারি হয়ে যায় লকডাউন । এই দীর্ঘ লকডাউনে যানবাহন চলাচল একেবারেই বন্ধ থাকায় উৎপাদিত আখ বাইরের জেলায় বা ভিন রাজ্যে পাঠাতে পারেনি চাষিরা । এমনকী সেই আখ থেকে গুড় প্রস্তুত করে রাখলেও সেই গুড় লকডাউনের প্রভাবে বাজারে বিক্রি করতে পারেননি তাঁরা । বর্তমানে লকডাউন খুললেও উৎপাদিত সেই আখ ও গুড়ের চাহিদা নেই । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকার আখচাষিরা । ফলন ভালো হলেও আখ বিক্রি করতে না পারায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের । তাই সিরকাবাদ এলাকার আখচাষিরা এখন তাকিয়ে সরকারি সাহায্যের দিকে ।

Sugarcane farmers
আখ তোলার কাজে আখচাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকার আখ চাষি গৌরাঙ্গ রাজোয়াড়, আষাড়ি মাঝিরা বলেন,‘‘বর্তমানে কোরোনা আবহে উৎপাদিত আখ ভিন রাজ্যে বা বিভিন্ন জেলায় পাঠাতে পারছি না । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি আমরা । আবার এই আখ বাড়িতে মজুদ রাখার ব্যবস্থা নেই । তাড়াতাড়ি আখগুলো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে আখগুলি । তাই আমরা এখন কী করব ভেবে পাচ্ছি না । আমরা চাই জেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়াক । এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছি ৷’’

Sugarcane
গুড় তৈরির কারখানা

সিরকাবাদ এলাকারই গুড় কারখানার সঙ্গে যুক্ত সনাতন রাজোয়াড় বলেন, ‘‘এবছর আখের ফলন ভালো হয়েছে । সেভাবে গুড়ও প্রস্তুত করে রেখেছিলাম । কিন্তু কোরোনা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে । এ বছর গুড়ের চাহিদা নেই । একদিকে উৎপাদিত আখ মজুদ করে রাখার কোনও ব্যবস্থা নেই, অন্যদিকে আখ থেকে গুড় বানিয়ে রাখলেও সেই গুড় বাজারে বিক্রি হচ্ছে না । উৎপাদিত গুড় ভিন রাজ্যে এবং জেলায় পাঠাতেও পারছি না । তাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছি আমরা । জেলা প্রশাসনকে আবেদন যেন আমাদের পাশে দাঁড়ায় ।

কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখ চাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের BDO অমিতকুমার গায়েন বলেন, ‘‘আখ চাষিরা সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন । বিষয়টি নিয়ে কৃষি দপ্তরের সাথেও আলোচনা করা হয়েছে । এ বিষয়ে একটু সময় লাগলেও আখ চাষিদের সমস্যার সমাধান করা হবে ।’’

পুরুলিয়া, ৯ জুন : কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখচাষিরা । মুখ থুবড়ে পড়েছে কমবেশি শতাধিক গুড় তৈরির কারখানা । লকডাউন খুললেও উৎপাদিত আখ বেশি রপ্তানি হচ্ছে না ভিনরাজ্যে ও ভিনজেলায় । বর্তমানে আখের গুড়ের চাহিদাও কমেছে । ফলে আখের ফলন ভালো হলেও, উৎপাদিত এই আখ বাজারে বিক্রি করতে পারছেন না চাষিরা । এমনকী আখের গুড়ও বাইরে রপ্তানি না হওয়ায় সস্তা দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা । কেউ আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে আখ চাষ করেছেন । সেই ঋণ শোধ করবেন কিভাবে ? কিভাবে ফিরিয়ে আনবেন মূলধন ? সংসার চলবেন কী করে ? এইসব প্রশ্নে চিন্তার ভাঁজ পড়েছে জেলার আখ চাষিদের কপালে । প্রশাসনের কাছে আবেদন জানিয়ে তারা এখন তাকিয়ে সরকারি সাহায্যের দিকে ৷

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকায় আখচাষ বিখ্যাত । এলাকার বেশিরভাগ চাষিরা আখ চাষ করে থাকেন । চাষিদের একমাত্র ভরসা আখ চাষ ও গুড় কারখানার উপর । রাজ্যের বিভিন্ন জেলায় তো বটেই ভিনরাজ্যেও এই আখের চাহিদা ব্যাপক । এছাড়াও এই সিরকাবাদ এলাকাতেই রয়েছে শতাধিক গুড় তৈরির কারখানা । বাজারে উৎপাদিত আখ থেকে তৈরি হওয়া গুড়ের চাহিদাও রয়েছে ব্যাপক । কিন্তু আখের ফলন তোলার সময়ই হঠাৎ কোরোনা মোকাবিলায় জারি হয়ে যায় লকডাউন । এই দীর্ঘ লকডাউনে যানবাহন চলাচল একেবারেই বন্ধ থাকায় উৎপাদিত আখ বাইরের জেলায় বা ভিন রাজ্যে পাঠাতে পারেনি চাষিরা । এমনকী সেই আখ থেকে গুড় প্রস্তুত করে রাখলেও সেই গুড় লকডাউনের প্রভাবে বাজারে বিক্রি করতে পারেননি তাঁরা । বর্তমানে লকডাউন খুললেও উৎপাদিত সেই আখ ও গুড়ের চাহিদা নেই । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকার আখচাষিরা । ফলন ভালো হলেও আখ বিক্রি করতে না পারায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের । তাই সিরকাবাদ এলাকার আখচাষিরা এখন তাকিয়ে সরকারি সাহায্যের দিকে ।

Sugarcane farmers
আখ তোলার কাজে আখচাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ এলাকার আখ চাষি গৌরাঙ্গ রাজোয়াড়, আষাড়ি মাঝিরা বলেন,‘‘বর্তমানে কোরোনা আবহে উৎপাদিত আখ ভিন রাজ্যে বা বিভিন্ন জেলায় পাঠাতে পারছি না । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি আমরা । আবার এই আখ বাড়িতে মজুদ রাখার ব্যবস্থা নেই । তাড়াতাড়ি আখগুলো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে আখগুলি । তাই আমরা এখন কী করব ভেবে পাচ্ছি না । আমরা চাই জেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়াক । এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছি ৷’’

Sugarcane
গুড় তৈরির কারখানা

সিরকাবাদ এলাকারই গুড় কারখানার সঙ্গে যুক্ত সনাতন রাজোয়াড় বলেন, ‘‘এবছর আখের ফলন ভালো হয়েছে । সেভাবে গুড়ও প্রস্তুত করে রেখেছিলাম । কিন্তু কোরোনা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে । এ বছর গুড়ের চাহিদা নেই । একদিকে উৎপাদিত আখ মজুদ করে রাখার কোনও ব্যবস্থা নেই, অন্যদিকে আখ থেকে গুড় বানিয়ে রাখলেও সেই গুড় বাজারে বিক্রি হচ্ছে না । উৎপাদিত গুড় ভিন রাজ্যে এবং জেলায় পাঠাতেও পারছি না । তাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছি আমরা । জেলা প্রশাসনকে আবেদন যেন আমাদের পাশে দাঁড়ায় ।

কোরোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়া জেলার আখ চাষিরা

পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের BDO অমিতকুমার গায়েন বলেন, ‘‘আখ চাষিরা সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন । বিষয়টি নিয়ে কৃষি দপ্তরের সাথেও আলোচনা করা হয়েছে । এ বিষয়ে একটু সময় লাগলেও আখ চাষিদের সমস্যার সমাধান করা হবে ।’’

Last Updated : Jun 22, 2020, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.