ETV Bharat / state

Madhyamik Result 2023: মেধাতালিকার প্রথম দশে পুরুলিয়ার একই স্কুলের 6 পড়ুয়া - মাধ্যমিক রেজাল্ট 2023

পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে এবার 6 জন পড়ুয়া প্রথম দশে স্থান করে নিয়েছে ৷ কে কোন স্থানে রয়েছে দেখে নিন ৷

ETV Bharat
মেধাতালিকার প্রথম দশে পুরুলিয়ার একই স্কুলের 6 পড়ুয়া
author img

By

Published : May 19, 2023, 11:03 PM IST

পুরুলিয়া, 19 মে: এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজরকাড়া সাফল্য পেল পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ । মেধাতালিকায় থাকা প্রথম দশের মধ্যে 6 জন পড়ুয়ায় এই বিদ্যালয়ের । এখানকার ছাত্র অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করেছে । তাদের প্রাপ্ত নম্বর 688 । সৌম্যদীপ দাস ও সৌম্যদীপ নায়ক যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে । তাদের প্রাপ্ত নম্বর 687 । শুভ্রম হাজরা সপ্তম স্থান অধিকার করেছে । তার প্রাপ্ত নম্বর 686 । অর্পণ সেন বর্মন অষ্টম স্থান অধিকার করেছে ৷ তার প্রাপ্ত নম্বর 685 ।

শুভজিৎ ছাড়া বাকি সকলেই বড় হয়ে ডাক্তার হতে চায় । শুভজিৎ হতে চায় ইঞ্জিনিয়ার । দুর্গাপুরের বাসিন্দা অরিজিৎ মণ্ডল তার এই ফলাফলের কৃতিত্ব দিয়েছে পরিবার ও স্কুলের শিক্ষকদের । বেলঘরিয়ার শুভজিৎও এই সাফল্যের পিছনে বাবা মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে । সৌম্যদীপ দাসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় । তার মা গৃহবধূ ও বাবা ব্যবসায়ী । বড় হয়ে সে ডাক্তার হতে চায় ।

সৌম্যদীপ নায়কের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় । এই ফলাফলে সে খুশি বলে জানিয়েছে । শুভ্রম হাজরার বাড়িও পশ্চিম মেদিনীপুরে । সে ফুটবল খেলতে ভালোবাসে । বড় হয়ে ডাক্তার হতে চায় । অর্পণ সেন বর্মনের বাড়ি রাজারহাটে । তার মা শিক্ষিকা এবং বাবা অধ্যাপক । বড় হয়ে সে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে ।

শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই জেলার দাপট দেখা গিয়েছে ৷ এবার মেধাতালিকায় জায়গা করতে পারেনি কলকাতা ৷ আর মেধাতালিকার নিরিখে জেলায় এগিয়ে রয়েছে মালদা ৷ এই জেলার 21 জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছে ৷ এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ৷

আরও পড়ুন : মেধাতালিকায় 21 জন মালদার, জেলা কি এগোচ্ছে ? কী ভাবছেন শিক্ষাবিদরা ?

পুরুলিয়া, 19 মে: এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজরকাড়া সাফল্য পেল পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ । মেধাতালিকায় থাকা প্রথম দশের মধ্যে 6 জন পড়ুয়ায় এই বিদ্যালয়ের । এখানকার ছাত্র অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করেছে । তাদের প্রাপ্ত নম্বর 688 । সৌম্যদীপ দাস ও সৌম্যদীপ নায়ক যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে । তাদের প্রাপ্ত নম্বর 687 । শুভ্রম হাজরা সপ্তম স্থান অধিকার করেছে । তার প্রাপ্ত নম্বর 686 । অর্পণ সেন বর্মন অষ্টম স্থান অধিকার করেছে ৷ তার প্রাপ্ত নম্বর 685 ।

শুভজিৎ ছাড়া বাকি সকলেই বড় হয়ে ডাক্তার হতে চায় । শুভজিৎ হতে চায় ইঞ্জিনিয়ার । দুর্গাপুরের বাসিন্দা অরিজিৎ মণ্ডল তার এই ফলাফলের কৃতিত্ব দিয়েছে পরিবার ও স্কুলের শিক্ষকদের । বেলঘরিয়ার শুভজিৎও এই সাফল্যের পিছনে বাবা মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে । সৌম্যদীপ দাসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় । তার মা গৃহবধূ ও বাবা ব্যবসায়ী । বড় হয়ে সে ডাক্তার হতে চায় ।

সৌম্যদীপ নায়কের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় । এই ফলাফলে সে খুশি বলে জানিয়েছে । শুভ্রম হাজরার বাড়িও পশ্চিম মেদিনীপুরে । সে ফুটবল খেলতে ভালোবাসে । বড় হয়ে ডাক্তার হতে চায় । অর্পণ সেন বর্মনের বাড়ি রাজারহাটে । তার মা শিক্ষিকা এবং বাবা অধ্যাপক । বড় হয়ে সে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে ।

শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই জেলার দাপট দেখা গিয়েছে ৷ এবার মেধাতালিকায় জায়গা করতে পারেনি কলকাতা ৷ আর মেধাতালিকার নিরিখে জেলায় এগিয়ে রয়েছে মালদা ৷ এই জেলার 21 জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছে ৷ এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ৷

আরও পড়ুন : মেধাতালিকায় 21 জন মালদার, জেলা কি এগোচ্ছে ? কী ভাবছেন শিক্ষাবিদরা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.