ETV Bharat / state

School Closed মনসা পুজো ও জন্মাষ্টমী উপলক্ষে টানা ছুটি ঘিরে বিতর্ক পুরুলিয়ায় - Janmashtami

মনসা পুজো তারপর জন্মাষ্টমী সেই সুবাদে টানা পাঁচদিন বিদ্যালয় বন্ধ (School Closed for Puja) পুরুলিয়ায় ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

Schools closed for five consecutive days in Purulia
Schools closed for five consecutive days in Purulia
author img

By

Published : Aug 20, 2022, 10:08 PM IST

Updated : Aug 20, 2022, 10:39 PM IST

পুরুলিয়া, 20 অগস্ট: পুরুলিয়া জেলায় মনসা পুজো (Mansa Puja) ছিল বুধবার ৷ বৃহস্পতিবার ছিল পান্না ৷ সেই মতো ওই দিন প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির কথা ঘোষণা করেছিলেন বিধায়ক রাজিব লোচন সোরেন । আর শুক্রবার ছিল জন্মাষ্টমী (Janmashtami) সেই দিন ছিল সরকারি ছুটি । সেই সুবাদে শনিবারও পুরুলিয়ায় বন্ধ থাকল বহু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৷ টানা পাঁচদিন বিদ্যালয় বন্ধ থাকল (Schools closed for five consecutive days) ।

বন্ধ ছিল শ্যামপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়, শাকড়া প্রাথমিক বিদ্যালয়, বড় মুক্রু প্রাথমিক বিদ্যালয়-সহ পুরুলিয়া-1 ব্লকের বেশ কিছু উচ্চ বিদ্যালয় ৷ এছাড়াও জেলার মফস্বল এলাকায় বহু বিদ্যালয় এদিন থাকল তালাবন্দ । আজ স্কুল ছুটি থাকার কথা ছিল না, তা স্বীকার করে নেন পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজিব লোচন সোরেন ৷ তিনি বলেন, "বিদ্যালয় পরিদর্শকদের খোঁজ নিয়ে রিপোর্ট দিতে বলছি কোন কোন বিদ্যালয় বন্ধ ছিল ।"

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল । বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে ।" এসইউসিআই-এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভগীরথ মাহাতো বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চায় মনে হয়, কারণ লেখা পড়া হচ্ছে কি না, তা এদের দেখার দরকার নেই ৷ মিড ডে মিল হচ্ছে কি না, এরা শুধু ওটাই দেখেন ।"

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন , "কোনও কোনও বিদ্যালয় বন্ধ ছিল তা দেখে ব্যবস্থা নিতে বলব ৷ তবে বিজেপির বাজার গরম করা কথার কোনও দাম নেই ৷ উত্তরপ্রদেশ-সহ যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেগুলির চেয়ে আমাদের রাজ্যের নারী শিক্ষা-সহ শিক্ষার মান যথেষ্ট ভালো।"

আরও পড়ুন: মনসা পুজো উপলক্ষে হাঁস কেনার হিড়িক পুরুলিয়ায়

তবে জেলায় যেমন বেশ কিছু বিদ্যালয় বন্ধ ছিল তেমনই কিছু খোলাও ছিল । তেমনই পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "বাৎসরিক 65টি ছুটির মধ্যে কিছু ছুটি প্রধান শিক্ষক আঞ্চলিক উৎসব হিসাবে হয়ত দিয়েছেন ৷ এই নিয়ে অযথা বিতর্ক করে লাভ নেই ।"

পুরুলিয়া, 20 অগস্ট: পুরুলিয়া জেলায় মনসা পুজো (Mansa Puja) ছিল বুধবার ৷ বৃহস্পতিবার ছিল পান্না ৷ সেই মতো ওই দিন প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির কথা ঘোষণা করেছিলেন বিধায়ক রাজিব লোচন সোরেন । আর শুক্রবার ছিল জন্মাষ্টমী (Janmashtami) সেই দিন ছিল সরকারি ছুটি । সেই সুবাদে শনিবারও পুরুলিয়ায় বন্ধ থাকল বহু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৷ টানা পাঁচদিন বিদ্যালয় বন্ধ থাকল (Schools closed for five consecutive days) ।

বন্ধ ছিল শ্যামপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়, শাকড়া প্রাথমিক বিদ্যালয়, বড় মুক্রু প্রাথমিক বিদ্যালয়-সহ পুরুলিয়া-1 ব্লকের বেশ কিছু উচ্চ বিদ্যালয় ৷ এছাড়াও জেলার মফস্বল এলাকায় বহু বিদ্যালয় এদিন থাকল তালাবন্দ । আজ স্কুল ছুটি থাকার কথা ছিল না, তা স্বীকার করে নেন পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজিব লোচন সোরেন ৷ তিনি বলেন, "বিদ্যালয় পরিদর্শকদের খোঁজ নিয়ে রিপোর্ট দিতে বলছি কোন কোন বিদ্যালয় বন্ধ ছিল ।"

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল । বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে ।" এসইউসিআই-এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভগীরথ মাহাতো বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চায় মনে হয়, কারণ লেখা পড়া হচ্ছে কি না, তা এদের দেখার দরকার নেই ৷ মিড ডে মিল হচ্ছে কি না, এরা শুধু ওটাই দেখেন ।"

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন , "কোনও কোনও বিদ্যালয় বন্ধ ছিল তা দেখে ব্যবস্থা নিতে বলব ৷ তবে বিজেপির বাজার গরম করা কথার কোনও দাম নেই ৷ উত্তরপ্রদেশ-সহ যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেগুলির চেয়ে আমাদের রাজ্যের নারী শিক্ষা-সহ শিক্ষার মান যথেষ্ট ভালো।"

আরও পড়ুন: মনসা পুজো উপলক্ষে হাঁস কেনার হিড়িক পুরুলিয়ায়

তবে জেলায় যেমন বেশ কিছু বিদ্যালয় বন্ধ ছিল তেমনই কিছু খোলাও ছিল । তেমনই পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "বাৎসরিক 65টি ছুটির মধ্যে কিছু ছুটি প্রধান শিক্ষক আঞ্চলিক উৎসব হিসাবে হয়ত দিয়েছেন ৷ এই নিয়ে অযথা বিতর্ক করে লাভ নেই ।"

Last Updated : Aug 20, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.