ETV Bharat / state

পুরুলিয়া সদর হাসপাতালের শৌচালয়ে সদ্যোজাত - rescued a new born baby in a dustbin

ব্যাগের মধ্যে সদ্যোজাত । পুরুলিয়া সদর হাসপাতালের ঘটনা । সদ্যোজাতর মায়ের আত্মীয়াকে আটক করেছে পুরুলিয়া পুলিশ ।

rescued a new born baby
শৌচালয় থেকে উদ্ধার বস্তাবন্দী নবজাতক
author img

By

Published : Jan 19, 2020, 10:34 PM IST

পুরুলিয়া, 19 জানুয়ারি : আজ হাসপাতালের শৌচালয়ের মধ্যে ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার হয় ব্যাগবন্দী এক সদ্যোজাত । ঘটনার পর আটক করা হয়েছে নবজাতকের মায়ের এক আত্মীয়াকে । হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন নবজাতকের মা ।

নবজাতকের মা উদয়পুরের বাসিন্দা । পরিবার সূত্রে জানা যায়, কুমারী মায়ের সম্মান বাঁচাতেই এমন কাজ করেছেন ওই আত্মীয়া । সদ্যোজাত শিশুপুত্রকে ফেলে দেয় আত্মীয়া । হাসপাতাল সূত্রের খবর, ওই শিশুর জন্ম হয়েছে বাইরে ।

ওই আত্মীয়ার সঙ্গে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন প্রসূতি । পেটে ব্যথা ও রক্তাল্পতা নিয়ে হাসপাতালে ভরতি হন । সেই সময় আত্মীয়া ব্যাগের মধ্যে করে নবজাতককে নিয়ে শৌচালয়ে যান । সেখানে ডাস্টবিনে ফেলে রেখে চলে আসেন ।

তারপর নবজাতকের কান্নার আওয়াজ শুনে হাসপাতালের কর্মীরা শৌচালয় থেকে উদ্ধার করে সদ্যোজাতকে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের শিশু বিভাগে ভরতি করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুরুলিয়া সদর থানায় খবর দেওয়া হয় । পুলিশ প্রসূতির আত্মীয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুরুলিয়া, 19 জানুয়ারি : আজ হাসপাতালের শৌচালয়ের মধ্যে ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার হয় ব্যাগবন্দী এক সদ্যোজাত । ঘটনার পর আটক করা হয়েছে নবজাতকের মায়ের এক আত্মীয়াকে । হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন নবজাতকের মা ।

নবজাতকের মা উদয়পুরের বাসিন্দা । পরিবার সূত্রে জানা যায়, কুমারী মায়ের সম্মান বাঁচাতেই এমন কাজ করেছেন ওই আত্মীয়া । সদ্যোজাত শিশুপুত্রকে ফেলে দেয় আত্মীয়া । হাসপাতাল সূত্রের খবর, ওই শিশুর জন্ম হয়েছে বাইরে ।

ওই আত্মীয়ার সঙ্গে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন প্রসূতি । পেটে ব্যথা ও রক্তাল্পতা নিয়ে হাসপাতালে ভরতি হন । সেই সময় আত্মীয়া ব্যাগের মধ্যে করে নবজাতককে নিয়ে শৌচালয়ে যান । সেখানে ডাস্টবিনে ফেলে রেখে চলে আসেন ।

তারপর নবজাতকের কান্নার আওয়াজ শুনে হাসপাতালের কর্মীরা শৌচালয় থেকে উদ্ধার করে সদ্যোজাতকে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের শিশু বিভাগে ভরতি করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুরুলিয়া সদর থানায় খবর দেওয়া হয় । পুলিশ প্রসূতির আত্মীয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Intro:পুরুলিয়া : হাসপাতালে শৌচালয়ের ডাস্টবিন থেকে বস্তাবন্দী নবজাতক শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে l ঘটনার পরই আটক প্রসূতি মায়ের এক আত্মীয় l কুমারী মায়ের সম্মান বাঁচাতেই শৌচালয়ের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে ওই শিশুপুত্রটিকে, বলে হাসপাতাল সূত্রে খবর l এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন নবজাতক শিশুপুত্রের মা-ও, বলে জানান আটক আত্মীয় lBody:জানা যায়, "এদিন বেলার দিকে জয়পুর থানার উদয়পুর গ্রামের বাসিন্দা কুমারী সুমিতা মুর্মু ও তার এক আত্মীয় তয়ারি মাঝি একটি ব্যাগ নিয়ে সদর হাসপাতালে আসেন l পেট ব্যাথা ও রক্তাল্পতা নিয়ে হাসপাতালে ভর্তি হন l তার পরই সুমিতা মুর্মু ও তার আত্মীয় হাসপাতালের মহিলা বিভাগের শৌচালয়ের ডাস্টবিনে ফেলে দেয় l এরপরই হাসপাতালের ওই শৌচালয় থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া l তিনি ভেতরে গিয়ে দেখতে পান এক নবজাতক শিশুপুত্র হাসপাতালের ডাস্টবিনে পড়ে রয়েছে l সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয় l খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুরুলিয়া সদর থানার পুলিশকে l হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত করে ওই নবজাতকের মা ও আত্মীয়কে ধরে ফেলে l কুমারী প্রসূতি মা অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, পাশাপাশি কুমারী প্রসূতি মায়ের আত্মীয় তয়ারি মাঝিকে আটক করেছে পুলিশ l গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ l

বাইট : 1) দেবজিৎ মুখার্জী (কোয়ালিটি ম্যানেজার পুরুলিয়া সদর হাসপাতাল), 2) কল্যাণী প্রামানিক (হাসপাতালের আয়া) 3) তয়ারি মাঝি (আটক প্রসূতি মায়ের আত্মীয়)Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.