পুরুলিয়া, 19 জানুয়ারি : আজ হাসপাতালের শৌচালয়ের মধ্যে ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার হয় ব্যাগবন্দী এক সদ্যোজাত । ঘটনার পর আটক করা হয়েছে নবজাতকের মায়ের এক আত্মীয়াকে । হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন নবজাতকের মা ।
নবজাতকের মা উদয়পুরের বাসিন্দা । পরিবার সূত্রে জানা যায়, কুমারী মায়ের সম্মান বাঁচাতেই এমন কাজ করেছেন ওই আত্মীয়া । সদ্যোজাত শিশুপুত্রকে ফেলে দেয় আত্মীয়া । হাসপাতাল সূত্রের খবর, ওই শিশুর জন্ম হয়েছে বাইরে ।
ওই আত্মীয়ার সঙ্গে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন প্রসূতি । পেটে ব্যথা ও রক্তাল্পতা নিয়ে হাসপাতালে ভরতি হন । সেই সময় আত্মীয়া ব্যাগের মধ্যে করে নবজাতককে নিয়ে শৌচালয়ে যান । সেখানে ডাস্টবিনে ফেলে রেখে চলে আসেন ।
তারপর নবজাতকের কান্নার আওয়াজ শুনে হাসপাতালের কর্মীরা শৌচালয় থেকে উদ্ধার করে সদ্যোজাতকে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের শিশু বিভাগে ভরতি করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুরুলিয়া সদর থানায় খবর দেওয়া হয় । পুলিশ প্রসূতির আত্মীয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।