ETV Bharat / state

Ramanita Shabar: স্নাতকোত্তর হয়ে ইতিহাস শবর কন্যার, রমনিতার সাফল্যে উচ্ছ্বসিত 'শবর পিতা' অরূপ - Ramanita Shabar from Shabar Tribe scripts history as she completes her Post Graduation

পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেন ফুলঝোর গ্রামের রমনিতা শবর । কিন্তু তিনি থেমে থাকতে নারাজ । আগামিদিনে আরও পড়াশোনা চালিয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং সমাজের মুখ উজ্জ্বল করতে চান শবর কন্যা (Ramanita Shabar from Shabar Tribe scripts history) ।

Ramanita Shabar News
ইতিহাসে স্নাতকোত্তর হয়ে ইতিহাস গড়লেন শবর কন্যা রমনিতা
author img

By

Published : Jul 24, 2022, 7:09 PM IST

পুরুলিয়া, 24 জুলাই: জঙ্গলমহলের শবর জনজাতির মধ্যে প্রথম মহিলা হিসেবে স্নাতকোত্তর হলেন রমনিতা শবর । খেড়িয়া শবর জনজাতির মধ্যে তিনিই প্রথম স্নাতক হয়েছিলেন । এবার পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করলেন তিনি । এই খবরে খুশির আমেজ দেখা দিয়েছে শবর জনজাতিভুক্ত সম্প্রদায়ের মধ্যে (Ramanita Shabar from Shabar Tribe scripts history) ।

পুরুলিয়ার বরাবাজার থানার ফুলঝোর গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে রমনিতা শবর । পরিবার বলতে বাবা-মা ও দুই ভাইবোন । বাবা মহাদেব শবর কৃষিকর্মের সঙ্গে যুক্ত । মা বেহুলা শবর গৃহবধূ । ছোট থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর । সমস্ত বাধা-বিপত্তিকে পিছনে ফেলে পাশ করেন মাধ্যমিক পাশ ।

ইতিহাসে স্নাতকোত্তর হয়ে ইতিহাস শবর কন্যার

এরপর পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর রমনিতা ঝাড়খন্ডের পটমদা কলেজ থেকে স্নাতক পাশ করেন । এরপরই সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর পাশ করলেন । কিন্তু এখানেই থেমে থাকতে নারাজ । আগামিদিনে আরও পড়াশোনা চালিয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং সমাজের মুখ উজ্জ্বল করতে চান শবর কন্যা রমনিতা ।

আরও পড়ুন: স্নাতকোত্তর পাঠ ছেড়ে চাষ করে এখন 'আইকন' মৌসুমী

প্রায় একা হাতে পুরুলিয়ার পুঞ্চায় শবর শিশুদের জন্য একটি অবৈতনিক বিদ্যালয় গড়ে তুলেছেন অরূপ মুখোপাধ্যায় । কলকাতা ট্রাফিক গার্ডের সামান্য চাকরিতেও জীবনের রঙ মাখাচ্ছেন অন্ধকারে থাকা লোকগুলির শরীরে । রমনিতার সাফল্যে উচ্ছ্বসিত শবর পিতাও ।

পুরুলিয়া, 24 জুলাই: জঙ্গলমহলের শবর জনজাতির মধ্যে প্রথম মহিলা হিসেবে স্নাতকোত্তর হলেন রমনিতা শবর । খেড়িয়া শবর জনজাতির মধ্যে তিনিই প্রথম স্নাতক হয়েছিলেন । এবার পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করলেন তিনি । এই খবরে খুশির আমেজ দেখা দিয়েছে শবর জনজাতিভুক্ত সম্প্রদায়ের মধ্যে (Ramanita Shabar from Shabar Tribe scripts history) ।

পুরুলিয়ার বরাবাজার থানার ফুলঝোর গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে রমনিতা শবর । পরিবার বলতে বাবা-মা ও দুই ভাইবোন । বাবা মহাদেব শবর কৃষিকর্মের সঙ্গে যুক্ত । মা বেহুলা শবর গৃহবধূ । ছোট থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর । সমস্ত বাধা-বিপত্তিকে পিছনে ফেলে পাশ করেন মাধ্যমিক পাশ ।

ইতিহাসে স্নাতকোত্তর হয়ে ইতিহাস শবর কন্যার

এরপর পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর রমনিতা ঝাড়খন্ডের পটমদা কলেজ থেকে স্নাতক পাশ করেন । এরপরই সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর পাশ করলেন । কিন্তু এখানেই থেমে থাকতে নারাজ । আগামিদিনে আরও পড়াশোনা চালিয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং সমাজের মুখ উজ্জ্বল করতে চান শবর কন্যা রমনিতা ।

আরও পড়ুন: স্নাতকোত্তর পাঠ ছেড়ে চাষ করে এখন 'আইকন' মৌসুমী

প্রায় একা হাতে পুরুলিয়ার পুঞ্চায় শবর শিশুদের জন্য একটি অবৈতনিক বিদ্যালয় গড়ে তুলেছেন অরূপ মুখোপাধ্যায় । কলকাতা ট্রাফিক গার্ডের সামান্য চাকরিতেও জীবনের রঙ মাখাচ্ছেন অন্ধকারে থাকা লোকগুলির শরীরে । রমনিতার সাফল্যে উচ্ছ্বসিত শবর পিতাও ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.