ETV Bharat / state

পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়ায় কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ - পুরুলিয়ায় কংগ্রেসের প্রতিবাদ

পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ l কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যানার হাতে প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরাl

Purulia Cong leaders Protest against increase of petrol and diesel price
Purulia Cong leaders Protest against increase of petrol and diesel price
author img

By

Published : Jun 29, 2020, 5:03 PM IST

পুরুলিয়া, 29 জুন : পেট্রল-ডিজে্লের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ পুরুলিয়া জেলা কংগ্রেসের l আজ পুরুলিয়া শহরের জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতা-কর্মীরা l কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা l উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি, জেলা কংগ্রেসের সহ সভাপতি উত্তম ব্যানার্জি সহ অন্যরা l

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত বলেন, "পেট্রল ডিজ়েলের দাম আজ আকাশ ছোঁয়া l পেট্রোপণ্যের এই দাম বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে আমরা তা জানতে চাই l ভারতবর্ষের ইতিহাসে এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এতটা হয়নি l একদিকে মানুষের রোজগার বন্ধ, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি l এরই ফলে মানুষ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত l BJP সরকারের আমলেই এইসব ঘটনা ঘটে ঘটেছে l এরই প্রতিবাদে আজ গোটা দেশজুড়ে একযোগে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে l পুরুলিয়াতেও এর প্রতিবাদ জানানো হচ্ছে l"

দেশে লকডাউন শিথিল হতেই বাড়তে শুরু করে পেট্রল-ডিজ়েলের দাম l টানা 21 দিন মূল্যবৃদ্ধি হয় পেট্রল-ডিজ়েলের l রবিবার 22তম দিন পেট্রল-ডিজে্লের দাম অপরিবর্তিত থাকলেও সোমবার ফের দাম বৃদ্ধি পায়l সোমবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে 82.10 টাকাl ডিজে্লের দাম বেড়ে দাঁড়িয়েছে 75.64 টাকা l

বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমছে তখন দেশে পর পর দাম বৃদ্ধি পাওয়ায় বিরোধীদের নিশানায় কেন্দ্র সরকারl কংগ্রেস-সহ বিরোধী দলগুলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেl

পুরুলিয়া, 29 জুন : পেট্রল-ডিজে্লের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ পুরুলিয়া জেলা কংগ্রেসের l আজ পুরুলিয়া শহরের জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতা-কর্মীরা l কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা l উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি, জেলা কংগ্রেসের সহ সভাপতি উত্তম ব্যানার্জি সহ অন্যরা l

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত বলেন, "পেট্রল ডিজ়েলের দাম আজ আকাশ ছোঁয়া l পেট্রোপণ্যের এই দাম বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে আমরা তা জানতে চাই l ভারতবর্ষের ইতিহাসে এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এতটা হয়নি l একদিকে মানুষের রোজগার বন্ধ, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি l এরই ফলে মানুষ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত l BJP সরকারের আমলেই এইসব ঘটনা ঘটে ঘটেছে l এরই প্রতিবাদে আজ গোটা দেশজুড়ে একযোগে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে l পুরুলিয়াতেও এর প্রতিবাদ জানানো হচ্ছে l"

দেশে লকডাউন শিথিল হতেই বাড়তে শুরু করে পেট্রল-ডিজ়েলের দাম l টানা 21 দিন মূল্যবৃদ্ধি হয় পেট্রল-ডিজ়েলের l রবিবার 22তম দিন পেট্রল-ডিজে্লের দাম অপরিবর্তিত থাকলেও সোমবার ফের দাম বৃদ্ধি পায়l সোমবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে 82.10 টাকাl ডিজে্লের দাম বেড়ে দাঁড়িয়েছে 75.64 টাকা l

বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমছে তখন দেশে পর পর দাম বৃদ্ধি পাওয়ায় বিরোধীদের নিশানায় কেন্দ্র সরকারl কংগ্রেস-সহ বিরোধী দলগুলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেl

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.