ETV Bharat / state

বধূ হত্যার অভিযোগে ঘটনার পুনর্নির্মাণ ঝালদা থানার পুলিশের - পুরুলিয়া

বধূ হত্যার মামলায় ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ৷ পুরুলিয়ার ঝালদা থানা এলাকার ঘটনা ৷ মৃত বধূর নাম অসীমা মাহাত ৷ খুনের অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে ৷

Police  reconstructed the incident on house wife murder case in Purulia
বধূ হত্যার অভিযোগে ঘটনার পুনর্নির্মাণ ঝালদা থানার পুলিশের
author img

By

Published : Jun 26, 2021, 8:03 PM IST

পুরুলিয়া, 26 জুন : গৃহবধূকে খুন এবং দেহ লোপাটের অভিযোগের তদন্তে নেমে ঘটনার পুর্নির্মাণ করল পুলিশ ৷ ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়ার ঝালদা থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বধূর নাম অসীমা মাহাত ৷ বয়স 22 বছর ৷

অসীমার বাবা বাসুদেব মাহাতর অভিযোগ ছিল, তাঁর মেয়েকে খুন করেছে জামাই ও তার পরিবারের সদস্যরা ৷ অপরাধ লুকোতেই অসীমার দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি ৷ সেই ঘটনার তদন্তে শনিবার ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যেখানে অসীমার দেহ দাহ করা হয়েছিল, সেখানে তাঁর স্বামী, ধৃত দামোদর মাহাতকে নিয়ে আসা হয় ৷ এরপর পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয় ৷

আরও পড়ুন : ঝালদায় গৃহবধূকে খুন করে দেহ দাহ, গ্রেফতার স্বামী-সহ 3

উল্লেখ্য, শুক্রবার এই ঘটনাতেই পুরুলিয়া জেলা আদালত মূল অভিযুক্ত দামোদরকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় ৷ পাশাপাশি, দামোদরের বাবা ঝগরু মাহাত ও মা বিন্দু মাহাতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেবের কাছ থেকে খুন ও দেহ লোপাটের অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামা হয় ৷ গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে ৷ শুক্রবার তাদের আদালতে পেশ করা হয় ৷

পুরুলিয়া, 26 জুন : গৃহবধূকে খুন এবং দেহ লোপাটের অভিযোগের তদন্তে নেমে ঘটনার পুর্নির্মাণ করল পুলিশ ৷ ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়ার ঝালদা থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বধূর নাম অসীমা মাহাত ৷ বয়স 22 বছর ৷

অসীমার বাবা বাসুদেব মাহাতর অভিযোগ ছিল, তাঁর মেয়েকে খুন করেছে জামাই ও তার পরিবারের সদস্যরা ৷ অপরাধ লুকোতেই অসীমার দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি ৷ সেই ঘটনার তদন্তে শনিবার ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যেখানে অসীমার দেহ দাহ করা হয়েছিল, সেখানে তাঁর স্বামী, ধৃত দামোদর মাহাতকে নিয়ে আসা হয় ৷ এরপর পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয় ৷

আরও পড়ুন : ঝালদায় গৃহবধূকে খুন করে দেহ দাহ, গ্রেফতার স্বামী-সহ 3

উল্লেখ্য, শুক্রবার এই ঘটনাতেই পুরুলিয়া জেলা আদালত মূল অভিযুক্ত দামোদরকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় ৷ পাশাপাশি, দামোদরের বাবা ঝগরু মাহাত ও মা বিন্দু মাহাতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেবের কাছ থেকে খুন ও দেহ লোপাটের অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামা হয় ৷ গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে ৷ শুক্রবার তাদের আদালতে পেশ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.