পুরুলিয়া, 9 এপ্রিল : প্রায় 250 দুস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন স্থানীয় প্রশাসন ও পুলিশ ৷ পাশাপাশি , গ্রামের দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় স্বাস্থ্যদপ্তরের তরফে ৷ পুরুলিয়া থানার বাঘড়া এবং হাতুটাড় গ্রামের দুস্থ মানুষদের পাশে দাঁড়াল পুঞ্চা পঞ্চায়েত সমিতি ও পুঞ্চা থানার পুলিশ ৷ পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ওই গ্রামের দুস্থ পরিবারের মানুষেরা ৷
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ জরুরি ব্যবস্থা ছাড়া বন্ধ সবকিছু ৷ ফলে বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা ৷ বেশিরভাগ গ্রামের মানুষই দিন আনে দিন খায় ৷ সঞ্চয় বলতে কিছুই থাকে না ৷ এর জেরে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলির বহু দুস্থ পরিবারের দরজায় অভাব কড়া নাড়ছে ৷ কোনওরকমে দুবেলা খাবার জুটিয়ে দিনযাপন করে চলেছেন তারা ৷ যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে ৷ কিন্তু তাতেও সংসার চলছে না ৷
এবার এই সমস্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় পুলিশ প্রশাসন ৷ জেলার বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত গ্রামগুলিতে প্যাকেটজাত খাদ্যসামগ্রী তুলে দিল তারা ৷ এভাবে প্রতিদিনই তারা কোনও না কোনও গ্রামে গিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করে চলেছে ৷ পাশাপাশি, গ্রামের গরিব পরিবারদের স্বাস্থ্য পরীক্ষাও করে জেলা স্বাস্থ্যদপ্তর ৷