ETV Bharat / state

পুরুলিয়ায় 11 কেজি আফিমসহ গ্রেপ্তার মহিলা

পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে আফিম পাচারের উদ্দেশ্য ছিল । মাঝপথে পুরুলিয়া স্টেশনে নেমে পড়ায় পুরুলিয়া GRP আটক করে তল্লাশি চালায় । উদ্ধার হয় আফিম, গ্রেপ্তার করা হয় নবজ্যোৎ কউর নামে এক মহিলাকে ।

গ্রেপ্তার
author img

By

Published : Oct 22, 2019, 1:39 PM IST

পুরুলিয়া, 22 অক্টোবর : 11 কেজি আফিমসহ রেল পুলিশের হাতে ধৃত এক মহিলা । নাম নবজ্যোৎ কউর । বাড়ি জামশেদপুরের ডিমনা রোডে । তার কাছ থেকে 11 কেজি আফিম উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য 6 লাখ টাকা ।

জানা গেছে, পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ওই আফিম পাচারের উদ্দেশ্য ছিল মহিলার । টাটা- অমৃতসর এক্সপ্রেস (18103) ট্রেনটিতে করে জামশেদপুর থেকে জালিয়ানওয়ালাবাগে যাচ্ছিলেন । পুলিশ কিছু সন্দেহ করেছে এমন আঁচ পেয়ে আজ সকালে মাঝপথে পুরুলিয়া স্টেশনে নেমে পড়ে সে । তখনই পুরুলিয়া GRP তাকে আটক করে তল্লাশি চালায় । উদ্ধার হয় আফিম, গ্রেপ্তার করা হয় মহিলাকে ।

তাকে তদন্ত করে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি জালিয়ানওয়ালাবাদে কার কাছে ওই আফিম পাচার করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।

arrest
উদ্ধার হওয়া আফিম

পুরুলিয়া, 22 অক্টোবর : 11 কেজি আফিমসহ রেল পুলিশের হাতে ধৃত এক মহিলা । নাম নবজ্যোৎ কউর । বাড়ি জামশেদপুরের ডিমনা রোডে । তার কাছ থেকে 11 কেজি আফিম উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য 6 লাখ টাকা ।

জানা গেছে, পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ওই আফিম পাচারের উদ্দেশ্য ছিল মহিলার । টাটা- অমৃতসর এক্সপ্রেস (18103) ট্রেনটিতে করে জামশেদপুর থেকে জালিয়ানওয়ালাবাগে যাচ্ছিলেন । পুলিশ কিছু সন্দেহ করেছে এমন আঁচ পেয়ে আজ সকালে মাঝপথে পুরুলিয়া স্টেশনে নেমে পড়ে সে । তখনই পুরুলিয়া GRP তাকে আটক করে তল্লাশি চালায় । উদ্ধার হয় আফিম, গ্রেপ্তার করা হয় মহিলাকে ।

তাকে তদন্ত করে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি জালিয়ানওয়ালাবাদে কার কাছে ওই আফিম পাচার করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।

arrest
উদ্ধার হওয়া আফিম
Intro:পুরুলিয়া : 11 কেজি আফিম সহ রেল পুলিশের হাতে ধৃত এক মহিলা l ধৃতের নাম নবজোত কৌর l তার বাড়ি জামশেদপুরের ডিমনা রোডে l ধৃতের কাছ ঠেকে উদ্ধার হয়েছে প্লাস্টিক বন্দি 11 কেজি আফিম l যার আনুমানিক বাজার মূল্য 6 লক্ষ টাকা l টাটা- অমৃতসর এক্সপ্রেস (18103) ট্রেনটিতে জামশেদপুর থেকে জালিয়ানওয়ালাবাগে ওই বিপুল পরিমান আফিম পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ওই মহিলা l রেল পুলিশের সন্দেহ হওয়ায় আজ সকালে পুলিশের নজর এড়াতে মাঝপথে পুরুলিয়া স্টেশনে নেমে পড়েন তিনি l কিন্তু পুরুলিয়া জিআরপি পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে তল্লাশি চালাতেই মহিলার কাছ থেকে উদ্ধার হয় ওই আফিম l গ্রেফতার করা হয় তাকে lBody:রেল পুলিশ সূত্রে খবর, "এদিন টাটা- জালিয়ানওয়ালাবাগ-অমৃতসর এক্সপ্রেস (18103) ট্রেনে উঠতেই ভাবভঙ্গি দেখে সন্দেহ হয় রেল পুলিশের l ফলে সেখান থেকেই ওই মহিলার পিছু ধাওয়া করে পুলিশ l ট্রেনটি পুরুলিয়া পৌঁছাতেই রেল পুলিশের নজর এড়াতে পুরুলিয়া স্টেশনে নেমে পড়ে ওই মহিলা l রেল পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে তার জিনিসপত্র তল্লাশি চালাতেই প্লাস্টিকে বন্দি 11 কেজি আফিম উদ্ধার হয় l সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুরুলিয়া জিআরপি l জানা গেছে, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ওই বিপুল পরিমান আফিম নিয়ে যাওয়ার কথা ছিল মহিলার l তবে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.