ETV Bharat / state

ভাদ্র সংক্রান্তিতে পুরুলিয়ায় ছাতা উৎসবের সূচনা করেন 'একদিনের' রাজা - Chata Utsab in Prululia's Chakaltor

পেশায় সাংবাদিক, কাশীপুরের রাজপরিবারের উত্তরসূরি রাজকুমার অমিতকুমার লাল সিংদেও এই একটা দিন রাজবেশে প্রজাদের মধ্যে উপস্থিত হন ৷ বিগত 18 বছর ধরে প্রতি বছরই তিনি উৎসবের সূচনা করে আসছেন ৷ ছাতা উৎসবকে কেন্দ্র করে চাকলতোড়ে বড় মেলার আয়োজন করা হয় ৷

রাজা
author img

By

Published : Sep 18, 2019, 11:00 PM IST

Updated : Sep 18, 2019, 11:12 PM IST

পুরুলিয়া, 18 সেপ্টেম্বর : নেই রাজতন্ত্র, রাজপাট ৷ তবে আজও পুরুলিয়ায় চাকলতোড়ে রীতি মেনে ছাতা উৎসবের সূচনা করেন 'একদিনের' রাজা অমিতকুমার লাল সিংদেও ৷

Chata Parab purulia
রাজার পোশাকে অমিতকুমার লাল সিংদেও

পেশায় সাংবাদিক, কাশীপুরের রাজপরিবারের উত্তরসূরি রাজকুমার অমিতকুমার লাল সিংদেও এই একটা দিন রাজবেশে প্রজাদের মধ্যে উপস্থিত হন ৷ বিগত 18 বছর ধরে প্রতিবারই তিনি উৎসবের সূচনা করে আসছেন ৷ ছাতা উৎসবকে কেন্দ্র করে চাকলতোড়ে বড় মেলার আয়োজন করা হয় ৷

Chata Parab purulia
এই সেই ছাতা যা তুলে রাজা ছাতা উৎসবের সূচনা করেন

প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে শুরু হয় উৎসব ৷ কপালে তিলক, কোমরে তরবারি নিয়ে রাজবেশে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন তিনি ৷ তাঁকে দেখতে শুধু পুরুলিয়া নয় আশপাশের জেলা থেকেও ভিড় জমান সাধারণ মানুষ ৷ এমনকী প্রতিবেশী রাজ্য ওড়িশা, বিহার, ছত্তিশগড় থেকেও মানুষ মেলায় আসেন ৷ আদিবাসী সম্প্রদায়ের কাছে খুব জনপ্রিয় এই লোক উৎসব ৷ এ বিষয়ে অমিতকুমার বলেন, "এটা পরম্পরা মেনে চলে আসছে ৷ প্রচুর মানুষ আসেন ৷ বেশ ভালো লাগে ৷ "

দেখুন ভিডিয়ো...

পুরুলিয়া, 18 সেপ্টেম্বর : নেই রাজতন্ত্র, রাজপাট ৷ তবে আজও পুরুলিয়ায় চাকলতোড়ে রীতি মেনে ছাতা উৎসবের সূচনা করেন 'একদিনের' রাজা অমিতকুমার লাল সিংদেও ৷

Chata Parab purulia
রাজার পোশাকে অমিতকুমার লাল সিংদেও

পেশায় সাংবাদিক, কাশীপুরের রাজপরিবারের উত্তরসূরি রাজকুমার অমিতকুমার লাল সিংদেও এই একটা দিন রাজবেশে প্রজাদের মধ্যে উপস্থিত হন ৷ বিগত 18 বছর ধরে প্রতিবারই তিনি উৎসবের সূচনা করে আসছেন ৷ ছাতা উৎসবকে কেন্দ্র করে চাকলতোড়ে বড় মেলার আয়োজন করা হয় ৷

Chata Parab purulia
এই সেই ছাতা যা তুলে রাজা ছাতা উৎসবের সূচনা করেন

প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে শুরু হয় উৎসব ৷ কপালে তিলক, কোমরে তরবারি নিয়ে রাজবেশে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হন তিনি ৷ তাঁকে দেখতে শুধু পুরুলিয়া নয় আশপাশের জেলা থেকেও ভিড় জমান সাধারণ মানুষ ৷ এমনকী প্রতিবেশী রাজ্য ওড়িশা, বিহার, ছত্তিশগড় থেকেও মানুষ মেলায় আসেন ৷ আদিবাসী সম্প্রদায়ের কাছে খুব জনপ্রিয় এই লোক উৎসব ৷ এ বিষয়ে অমিতকুমার বলেন, "এটা পরম্পরা মেনে চলে আসছে ৷ প্রচুর মানুষ আসেন ৷ বেশ ভালো লাগে ৷ "

দেখুন ভিডিয়ো...
Intro:পুরুলিয়া : নেই রাজতন্ত্র-নেই রাজার শাসন, তবে গণতন্ত্রের যুগেও একদিনের রাজার শাসন চলে পুরুলিয়ার চাকলতোড়ে l তবে এই রাজার আগমন ঘোড়ায় চেপে নয়, হাজার হাজার প্রজাদের সঙ্গে নিয়ে রাজা আসেন চার চাকার গাড়িতে l সেই রাজ তিলক, রাজপোশাক, রাজ তারওয়ারি, হাজার হাজার প্রজাদের সঙ্গে নিয়ে ঘটে এই রাজার আগমন l পূর্বদিনের সেই রাজার শাসনই চলে এই একটা এদিন l ফি বছর ভাদ্র মাসের সংক্রান্তির দিন অনুষ্ঠিত পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ ছাতা উৎসবের মধ্য দিয়ে ঘটে এই রাজার আগমন l এই রাজা আর কেউ নয়, পুরুলিয়া জেলার কাশিপুর রাজবংশের চাকলতোড়ের বাসিন্দা অমিত লাল সিংদেও l এনিয়ে দীর্ঘ 18 বছর ধরে রাজার পোশাকে হাজার হাজার প্রজাদের সঙ্গে নিয়ে ছাতা তুলে মেলার সূচনা করে আসছেন তিনি l তবে এই মেলা কয়েক শতাধিক বছরেরও পুরোনো l পুরুলিয়া শহর থেকে 15 কিমি দূরে অনুষ্ঠিত এই ছাতা উতসবকে কেন্দ্র করে বসে বিশাল মেলা l এই মেলাকে আদিবাসীদের মিলন মেলাও বলা হয় l মেলায় হাজার হাজার মানুষের আগমনও ঘটে l Body:কথিত আছে, চুয়াড় বিদ্রোহের সময় আদিবাসীদের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এখানকার তৎকালীন রাজা l সেই লড়াই চলে দীর্ঘদিন l এরপরই তৎকালীন রাজা যুদ্ধে জয়লাভ করেন সেই খবর এসে পৌঁছায় রাজ পরিবারে l যুদ্ধ জয়ের বার্তা আসতেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে জেলায় l সেই সময়ই খুশির আনন্দে রাজা এক মেলার আয়োজন করেন l এই মেলাতেই এক ছাতার নিচের তলায় আসেন রাজা-প্রজা l আর এটাই সেই ছাতার তোলার রেওয়াজ l পূর্ব পুরুষের নিয়ম অনুযায়ী রাজপরিবারের সদস্যরাই আজও এই ছাতা তুলে মেলার সূচনা করেন l এই মেলাতে শুধু জেলা নয় ওড়িষা, বিহার ছত্তিসগড় থেকেও বহু উৎসাহী মানুষ ভিড় জমান l নাচ গানের মধ্য দিয়েই মেলা জমে ওঠে এখানে l বছরের 364 দিন পেশায় সাংবাদিক অমিত লাল সিংদেও আজ জেলার রাজা l পরনে রাজপোশাক, হাতে তারওয়ারি, হাজার হাজার প্রজাদের নিয়ে ছাতা উৎসবের সূচনা করে আসছেন তিনি lConclusion:পুরুলিয়া
Last Updated : Sep 18, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.