ETV Bharat / state

উন্নয়নেই সাহেব বাঁধ থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা - saheb bandh

প্রতিবার শীতের শুরুতে সুদূর সাইবেরিয়া থেকে এই ঝিলে আসে তারা ৷ তবে, এবার সেভাবে নজরে এল না তারা ৷ সাহেববাঁধ ঝিল থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা ৷

পরিযায়ী পাখি
পরিযায়ী পাখি
author img

By

Published : Dec 14, 2019, 9:17 AM IST

Updated : Dec 19, 2019, 7:10 PM IST

পুরুলিয়া, 14 ডিসেম্বর : উন্নয়নের ফলে নষ্ট হয়েছে ঝিলের প্রাকৃতিক পরিবেশ ৷ আর তাই জেলার সাহেব বাঁধ ঝিল থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা ৷ প্রতিবার শীতের শুরুতে সুদূর সাইবেরিয়া থেকে এই ঝিলে আসে তারা ৷ তবে, এবার সেভাবে নজরে এল না তারা ৷ রেড ক্রাস্টেড পচার, গার্ডওয়াল, নর্দান সিলভারের দেখা মিললেও সংখ্যাটা খুবই কম ৷

migrant birds
ঝিলে পর্যটকদের শিকারা ভ্রমণ

পুরুলিয়ার নিবারণ সাহেব ঝিল বা সাহেববাঁধ ঝিলের উন্নয়নের ফলে নষ্ট হয়েছে প্রাকৃতিক পরিবেশ ৷ ঝিলের ধারে লাগানো নিয়ন আলো ৷ ঝিলে চলছে শিকারা ভ্রমণ ৷ বাঁধের পাড়ে গড়ে উঠেছে বহুতল, গ্যারাজ ৷ আর এই উন্নয়নের জন্য কেটে ফেলা হয়েছে অনেক বড় বড় গাছ ৷ এসব কারণেই কমেছে পরিযায়ী পাখির আসা ৷ আগে সাহেব বাঁধে 40টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি আসত ৷ কার্তিক-অগ্রহায়ণ মাসে এসে শীতের শেষ পর্যন্ত থাকত তারা ৷ পাখি চিনতে ও দেখতে তৈরি হয়েছিল ওয়াচ টাওয়ারও ৷ তবে এখন পরিযায়ীদের সংখ্যা কমে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে আছে ওয়াচ টাওয়ারও ৷

migrant birds
সাহেব বাঁধ ঝিলের গেট

শিক্ষিকা মল্লিকা মাহাত বলেন, "দিন দিন সাহেববাঁধ ঝিলের পাড়ে গড়ে উঠেছে বহুতল ৷ গাড়ির আওয়াজ, কোলাহল পরিবেশের কারণে পাখিদের আনাগোনা খুবই কমেছে ৷ আগে এই ঝিলের পাড়ে দেখা মিলত বহু প্রজাতির পরিযায়ী পাখির ৷ কিন্তু, বর্তমানে পাখিদের উপস্থিতি নগন্য ৷ তার উপর ঝিলে শিকারা চলার কারণে পাখিদের অসুবিধা হচ্ছে ৷ ফলে সৌন্দর্যও কমছে ঝিলের ৷"

migrant birds
ঝিলে পরিযায়ী পাখিরা

এবিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, "সাহেব বাঁধ ঝিলের চারপাশে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে পড়েছে ৷ চারপাশে রেস্তরাঁ, আলো, কোলাহল, গাড়ির হর্ন সবকিছুতেই অস্বস্তি বোধ করে পাখিরা ৷ সকলের উচিত প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা ৷ ঝিলের চারপাশে গাছ লাগিয়ে পাখিদের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা উচিত ৷ তাহলেই পাখিদের আনাগোনা বাড়বে ৷ নাহলে, এরপর পরিযায়ীদের আনাগোনাই বন্ধ হয়ে যাবে ৷"

দেখুন ভিডিয়ো

পুরুলিয়া, 14 ডিসেম্বর : উন্নয়নের ফলে নষ্ট হয়েছে ঝিলের প্রাকৃতিক পরিবেশ ৷ আর তাই জেলার সাহেব বাঁধ ঝিল থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা ৷ প্রতিবার শীতের শুরুতে সুদূর সাইবেরিয়া থেকে এই ঝিলে আসে তারা ৷ তবে, এবার সেভাবে নজরে এল না তারা ৷ রেড ক্রাস্টেড পচার, গার্ডওয়াল, নর্দান সিলভারের দেখা মিললেও সংখ্যাটা খুবই কম ৷

migrant birds
ঝিলে পর্যটকদের শিকারা ভ্রমণ

পুরুলিয়ার নিবারণ সাহেব ঝিল বা সাহেববাঁধ ঝিলের উন্নয়নের ফলে নষ্ট হয়েছে প্রাকৃতিক পরিবেশ ৷ ঝিলের ধারে লাগানো নিয়ন আলো ৷ ঝিলে চলছে শিকারা ভ্রমণ ৷ বাঁধের পাড়ে গড়ে উঠেছে বহুতল, গ্যারাজ ৷ আর এই উন্নয়নের জন্য কেটে ফেলা হয়েছে অনেক বড় বড় গাছ ৷ এসব কারণেই কমেছে পরিযায়ী পাখির আসা ৷ আগে সাহেব বাঁধে 40টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি আসত ৷ কার্তিক-অগ্রহায়ণ মাসে এসে শীতের শেষ পর্যন্ত থাকত তারা ৷ পাখি চিনতে ও দেখতে তৈরি হয়েছিল ওয়াচ টাওয়ারও ৷ তবে এখন পরিযায়ীদের সংখ্যা কমে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে আছে ওয়াচ টাওয়ারও ৷

migrant birds
সাহেব বাঁধ ঝিলের গেট

শিক্ষিকা মল্লিকা মাহাত বলেন, "দিন দিন সাহেববাঁধ ঝিলের পাড়ে গড়ে উঠেছে বহুতল ৷ গাড়ির আওয়াজ, কোলাহল পরিবেশের কারণে পাখিদের আনাগোনা খুবই কমেছে ৷ আগে এই ঝিলের পাড়ে দেখা মিলত বহু প্রজাতির পরিযায়ী পাখির ৷ কিন্তু, বর্তমানে পাখিদের উপস্থিতি নগন্য ৷ তার উপর ঝিলে শিকারা চলার কারণে পাখিদের অসুবিধা হচ্ছে ৷ ফলে সৌন্দর্যও কমছে ঝিলের ৷"

migrant birds
ঝিলে পরিযায়ী পাখিরা

এবিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, "সাহেব বাঁধ ঝিলের চারপাশে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে পড়েছে ৷ চারপাশে রেস্তরাঁ, আলো, কোলাহল, গাড়ির হর্ন সবকিছুতেই অস্বস্তি বোধ করে পাখিরা ৷ সকলের উচিত প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা ৷ ঝিলের চারপাশে গাছ লাগিয়ে পাখিদের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা উচিত ৷ তাহলেই পাখিদের আনাগোনা বাড়বে ৷ নাহলে, এরপর পরিযায়ীদের আনাগোনাই বন্ধ হয়ে যাবে ৷"

দেখুন ভিডিয়ো
Intro:পুরুলিয়া : বিনোদনের চাকচিক্যে পুরুলিয়া "সাহেববাঁধ" ঝিল থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা l শীতের শুরুতে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা পরিযায়ীরা ডানা ঝাপটে মুখর করে তুলত "সাহেববাঁধ" ঝিলকে l সেই দৃশ্য দেখতে না পেয়ে এখন আফসোস করছেন পক্ষীপ্রেমী মানুষ l এবছর শহরে রেড ক্রাস্টেড পচার, গার্ডওয়াল, নর্থান সিলভারের মতো পরিযায়ী পাখিদের দেখা মিললেও সংখ্যাটা খুবই নগন্য l এছাড়াও আরও অন্যান্য প্রজাতির পরিযায়ী অতিথিদের দেখা মেলেনি এখনও lBody:আসলে পুরুলিয়া "নিবারণ সাহেব" ঝিল বা "সাহেববাঁধ" ঝিল ঘিরে প্রকৃতিক পরিবেশ বজায় রেখে কোন উন্নয়ন ঘটানো হয়নি l সাহেব বাঁধের নিয়ন আলোর মনোরম ঝলকানিতে চক্কর দিতে থাকে ভ্রমণবিলাসীদের শিকারা ভ্রমণ, বাঁধের পাড়ে গড়ে উঠেছে বহুতল, গাড়ির গ্যারেজ, বড়ো বড়ো গাছ অনেক গুলিই কেটে ফেলা হয়েছে l এই কোলাহলের মধ্যেই কোনোদিনই থাকতে পছন্দ করেনা পরিযায়ীর দল l আগে সাহেব বাঁধে 40 টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি আসত কার্তিক অগ্রহায়ণ মাসে l শীতের শেষ অবধি তারা থাকতো বাঁধের জলে l পাখি চেনা এবং দেখার জন্য একটি ওয়াচ টাওয়ারও গড়ে দিয়েছিলো l সেখানে সংরক্ষিত ছিল পরিযায়ী পাখিদের তালিকা l এখন পাখি আসে কম তাই ওয়াচ টাওয়ারটিও বন্ধ l

শিক্ষক দিপাশি ওঝা ও শিক্ষিকা মল্লিকা মাহাতোরা জানান, "দিনে দিনে সাহেব বাঁধ ঝিলের পাড়ে গড়ে উঠছে বহুতল, গাড়ির আওয়াজ, কোলাহল পরিবেশে পাখিদের আনাগোনা খুবই কমেছে l আগে এই ঝিলের পাড়ে দেখা মিলত বহু প্রজাতির পরিযায়ী পাখিদের l কিন্তু বর্তমানে পাখিদের উপস্থিতি নগন্য l তার উপর ঝিলের মধ্যে 24 ঘন্টা শিকারা বিহারের পাখিদের চরণে অসুবিধা হচ্ছে l তাই পাখিদের আনাগোনা কমেছে l ফলে সৌন্দর্যও কমেছে সাহেব বাঁধের l"
Conclusion:এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, "সাহেব বাঁধ ঝিলের চারপাশে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে পড়েছে l চারিপাশে রেস্তোরাঁ, লাইট, কোলাহল, গাড়ির হর্নের আওয়াজ সবকিছুতে অশ্বস্তি বোধ করে পক্ষিকুল l এছাড়াও এই সময় বিয়ের মরশুম, তাই রাত দিন বাজি পড়ানোর ফলে ঝিলে আসা পাখিরা অন্যত্র পাড়ি দিচ্ছে এবং অন্যান্য পাখিদের আনাগোনা খুবই কমেছে l তাই সকলের উচিত প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা, শহরের গাড়ির হর্ন না বাজানো, বাজিপটকা না পোড়ানো l বিশেষ করে সাহেব বাঁধ ঝিলের চারপাশে গাছ লাগিয়ে পাখিদের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা উচিত l তাহলেই হয়তো পাখিদের আনাগোনা বাড়বে l আর তা নাহলে ভবিষ্যতে আর দেখা মিলবে না পরিযায়ীদের l"
Last Updated : Dec 19, 2019, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.