ETV Bharat / state

Purulia TMC: মঞ্চে নেই দলীয় প্রতীক, তৃণমূলের বিজয়া সম্মেলনে গোষ্ঠী বিভাজনের আঁচ দেখছে বিরোধীরা - no party symbol in Tmc bijaya Sammilani in purulia

দলীয় প্রতীক নেই, মঞ্চে উপস্থিত নেই বেশ কয়েকজন প্রথম সারির নেতা(Purulia TMC)৷ এভাবেই পুরুলিয়ার পুঞ্চা কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয়া সম্মেলন ৷ তবে কি গোষ্ঠীকোন্দলের ইঙ্গিত ?

Etv Bharat
তৃণমূলের বিজয়া সম্মেলনে গোষ্ঠী বিভাজনের আঁচ দেখছে বিরোধীরা
author img

By

Published : Oct 19, 2022, 8:28 PM IST

পুরুলিয়া, 19 অক্টোবর: অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মেলন ৷ তবে মঞ্চ বা তার আশেপাশে কোথাও নেই দলীয় প্রতীক(No Party Symbol in TMC Bijaya Sammilani in Purulia)৷ মঞ্চে ব্যবহৃত ব্যানারে কেবল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দুর্গা মায়ের ছবি। মঞ্চে দেখা গেল না জেলা তৃণমূল সভাপতি, এলাকার বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানি টুডু বা অন্যান্য প্রথম সারির তৃণমূল নেতাদের । শুধুমাত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্টজন এবং তৃণমূলের নিচুতলার কর্মী এবং এলাকার প্রধান-উপ-প্রধানদের নিয়েই পুঞ্চা কিষাণ মান্ডিতে বিজয়া সম্মেলন সারলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । তবে কী গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ?

খোদ জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে আয়োজন করা বিজয়া সম্মেলনে কেন উপস্থিত থাকলেন না এলাকার বিধায়ক বা মন্ত্রী বা উচ্চ পদস্থ তৃণমূল নেতৃত্বরা ? মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মেলন অনুষ্ঠান । বিশেষ করে এই সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ সারছে তৃণমূল । কিন্তু পুঞ্চার ক্ষেত্রে দেখা গেল বিজয়া সম্মেলনে অনুপস্থিত জেলা তৃণমূল সভাপতি বা মন্ত্রী বা উচ্চপদস্থ তৃণমূল নেতৃত্ব ।

তৃণমূলের বিজয়া সম্মেলনে গোষ্ঠী বিভাজনের আঁচ দেখছে বিরোধীরা

যদিও এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দলের সমস্যা রয়েছে বলে স্বীকার করেছেন । তিনি বলেন, "দলের গোষ্ঠী বিভাজন রয়েছ । তবে একসঙ্গে বসে খোলাখুলি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে হবে । পঞ্চায়েত নির্বাচনে মোকাবিলা করতে হলে নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না ।"

আরও পড়ুন : বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

পুরুলিয়া, 19 অক্টোবর: অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মেলন ৷ তবে মঞ্চ বা তার আশেপাশে কোথাও নেই দলীয় প্রতীক(No Party Symbol in TMC Bijaya Sammilani in Purulia)৷ মঞ্চে ব্যবহৃত ব্যানারে কেবল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দুর্গা মায়ের ছবি। মঞ্চে দেখা গেল না জেলা তৃণমূল সভাপতি, এলাকার বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানি টুডু বা অন্যান্য প্রথম সারির তৃণমূল নেতাদের । শুধুমাত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্টজন এবং তৃণমূলের নিচুতলার কর্মী এবং এলাকার প্রধান-উপ-প্রধানদের নিয়েই পুঞ্চা কিষাণ মান্ডিতে বিজয়া সম্মেলন সারলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । তবে কী গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ?

খোদ জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে আয়োজন করা বিজয়া সম্মেলনে কেন উপস্থিত থাকলেন না এলাকার বিধায়ক বা মন্ত্রী বা উচ্চ পদস্থ তৃণমূল নেতৃত্বরা ? মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মেলন অনুষ্ঠান । বিশেষ করে এই সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ সারছে তৃণমূল । কিন্তু পুঞ্চার ক্ষেত্রে দেখা গেল বিজয়া সম্মেলনে অনুপস্থিত জেলা তৃণমূল সভাপতি বা মন্ত্রী বা উচ্চপদস্থ তৃণমূল নেতৃত্ব ।

তৃণমূলের বিজয়া সম্মেলনে গোষ্ঠী বিভাজনের আঁচ দেখছে বিরোধীরা

যদিও এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দলের সমস্যা রয়েছে বলে স্বীকার করেছেন । তিনি বলেন, "দলের গোষ্ঠী বিভাজন রয়েছ । তবে একসঙ্গে বসে খোলাখুলি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে হবে । পঞ্চায়েত নির্বাচনে মোকাবিলা করতে হলে নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না ।"

আরও পড়ুন : বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.