ETV Bharat / state

নতুন থানা পেল পুরুলিয়া, উদ্বোধনে জেলা পুলিশ সুপার

পুরুলিয়া-টাটা রোডের টামনা এলাকায় টামনা ফাঁড়িকে আজ থানতে রূপান্তরিত করা হল ৷ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, মন্ত্রী শান্তরাম মাহাত ও জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় ৷

টামনা থানা
টামনা থানা
author img

By

Published : Jul 4, 2020, 7:58 PM IST

পুরুলিয়া, 4 জুলাই : আরও একটি নতুন পেল পুরুলিয়া জেলা ৷ 2007 সালে পুরুলিয়া মফস্বল থানার অতিরিক্ত চাপ সামলাতে পুরুলিয়া-টাটা রোডের টামনা এলাকায় তৈরি হয়েছিল টামনা ফাঁড়ি ৷ আজ সেই ফাঁড়িকে থানা হিসেবে রূপান্তর করা হল জেলা পুলিশের তরফে ৷

পুরুলিয়ায় এর আগে থানার সংখ্যা ছিল 24টি ৷ যার মধ্যে মহিলা থানা রয়েছে দু'টি ৷ বর্তমানে জেলায় মোট থানার সংখ্যা 25টি ৷ আজ আনুষ্ঠানিকভাবে এই টামনা থানার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, মন্ত্রী শান্তরাম মাহাত ও জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় ৷

টামনা ফাঁড়ির অন্তর্গত রয়েছে কেন্দা থানার দুই গ্রাম পঞ্চায়েত এলাকা ও পুরুলিয়া মফস্বল থানার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ টামনা থানায় পোস্টিং রয়েছে OC-সহ 26জন পুলিশ কর্মী ৷ কোনও জরুরিকালীন পরিস্থিতিতে 15 কিলোমিটার দূরে পুরুলিয়া মফস্বল থানায় যেতে অসুবিধায় পড়তে হত সাধারণ মানুষকে ৷ তাই ফাঁড়িকে থানায় রূপান্তর করার আবেদন ছিল বহুদিনের ৷

পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "এলাকার মানুষের দাবি মতো মুখ্যমন্ত্রীর কাছে টামনা ফাঁড়িকে টামনা থানা হিসেবে পরিবর্তন করার আবেদন জানানো হয় ৷ মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিয়েছেন ৷ তাই আজ থেকে এই টামনা ফাঁড়িকে থানা হিসেবে পরিবর্তন করা হল এবং আজ থেকেই থানার কাজ শুরু করা হল ৷"

পুরুলিয়া, 4 জুলাই : আরও একটি নতুন পেল পুরুলিয়া জেলা ৷ 2007 সালে পুরুলিয়া মফস্বল থানার অতিরিক্ত চাপ সামলাতে পুরুলিয়া-টাটা রোডের টামনা এলাকায় তৈরি হয়েছিল টামনা ফাঁড়ি ৷ আজ সেই ফাঁড়িকে থানা হিসেবে রূপান্তর করা হল জেলা পুলিশের তরফে ৷

পুরুলিয়ায় এর আগে থানার সংখ্যা ছিল 24টি ৷ যার মধ্যে মহিলা থানা রয়েছে দু'টি ৷ বর্তমানে জেলায় মোট থানার সংখ্যা 25টি ৷ আজ আনুষ্ঠানিকভাবে এই টামনা থানার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, মন্ত্রী শান্তরাম মাহাত ও জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় ৷

টামনা ফাঁড়ির অন্তর্গত রয়েছে কেন্দা থানার দুই গ্রাম পঞ্চায়েত এলাকা ও পুরুলিয়া মফস্বল থানার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ টামনা থানায় পোস্টিং রয়েছে OC-সহ 26জন পুলিশ কর্মী ৷ কোনও জরুরিকালীন পরিস্থিতিতে 15 কিলোমিটার দূরে পুরুলিয়া মফস্বল থানায় যেতে অসুবিধায় পড়তে হত সাধারণ মানুষকে ৷ তাই ফাঁড়িকে থানায় রূপান্তর করার আবেদন ছিল বহুদিনের ৷

পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "এলাকার মানুষের দাবি মতো মুখ্যমন্ত্রীর কাছে টামনা ফাঁড়িকে টামনা থানা হিসেবে পরিবর্তন করার আবেদন জানানো হয় ৷ মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিয়েছেন ৷ তাই আজ থেকে এই টামনা ফাঁড়িকে থানা হিসেবে পরিবর্তন করা হল এবং আজ থেকেই থানার কাজ শুরু করা হল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.