ETV Bharat / state

BJP Leader Death: পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের রহস্যজনক মৃত্যু - রহস্যজনক মৃত্যু

বিজেপির পঞ্চায়েত সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় (BJP Leader Death) ৷ গেরুয়া শিবির মৃত্যুর ঘটনায় আঙুল তুলেছে শাসকদলের দিকে ৷

BJP Leader dies
রহস্যজনক মৃত্যু
author img

By

Published : Feb 1, 2023, 8:24 PM IST

পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের রহস্যজনক মৃত্যু

পুরুলিয়া, 1 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু (Mysterious death of BJP panchayat member) ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায় । মঙ্গলবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা-চাণ্ডিল শাখার উরমা রেলস্টেশনের অদূরে ড্রেনের মধ্যে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় । মৃত ব্যক্তির নাম বানেশ্বর হেমব্রম (32)। বাড়ি বলরামপুর থানার কুমারডি সংসদের রঘুনাথডি টোলায় । বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েতের কুমারডি 2 নম্বর পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি । আজ বুধবার দেহটি ময়নাতদন্ত করা হবে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

ঘটনার পরে মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া । মৃত বিজেপি পঞ্চায়েত সদস্যের স্ত্রী সাম্বরি হেমব্রম বলেন, "গত রবিবার থেকে নিখোঁজ হয়ে যান বানেশ্বর হেমব্রম । তারপর দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি । গতকাল বিকেলে খবর আসে তাঁর দেহ পাওয়া গিয়েছে রেল লাইনের ধারে । কীভাবে এই ঘটনা ঘটলো কিছু জানি না ।" জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা এবং বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতোর আভিযোগ, খুন করা হয়েছে ওই বিজেপি সদস্যকে । এর জন্য শাসকদল দায়ী। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে শাসক দল । বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন বানেশ্বর হেমব্রম । কোন সন্ত্রাসের মধ্য দিয়ে পঞ্চায়েত দখল করার চেষ্টা চালানো হচ্ছে । তাই বিজেপির পঞ্চায়েত সদস্যের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চাইছে তাঁরা ।"

যদিও শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া । পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে দাবি তাঁর । এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যুর ঘটনা বলে আমার অনুমান । পুলিশ তদন্ত শুরু করেছে । অবশ্যই এই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে । এটা নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে ।"

আরও পড়ুন: টাকির গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের রহস্যজনক মৃত্যু

পুরুলিয়া, 1 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু (Mysterious death of BJP panchayat member) ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায় । মঙ্গলবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা-চাণ্ডিল শাখার উরমা রেলস্টেশনের অদূরে ড্রেনের মধ্যে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় । মৃত ব্যক্তির নাম বানেশ্বর হেমব্রম (32)। বাড়ি বলরামপুর থানার কুমারডি সংসদের রঘুনাথডি টোলায় । বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েতের কুমারডি 2 নম্বর পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি । আজ বুধবার দেহটি ময়নাতদন্ত করা হবে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

ঘটনার পরে মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া । মৃত বিজেপি পঞ্চায়েত সদস্যের স্ত্রী সাম্বরি হেমব্রম বলেন, "গত রবিবার থেকে নিখোঁজ হয়ে যান বানেশ্বর হেমব্রম । তারপর দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি । গতকাল বিকেলে খবর আসে তাঁর দেহ পাওয়া গিয়েছে রেল লাইনের ধারে । কীভাবে এই ঘটনা ঘটলো কিছু জানি না ।" জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা এবং বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতোর আভিযোগ, খুন করা হয়েছে ওই বিজেপি সদস্যকে । এর জন্য শাসকদল দায়ী। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে শাসক দল । বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন বানেশ্বর হেমব্রম । কোন সন্ত্রাসের মধ্য দিয়ে পঞ্চায়েত দখল করার চেষ্টা চালানো হচ্ছে । তাই বিজেপির পঞ্চায়েত সদস্যের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চাইছে তাঁরা ।"

যদিও শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া । পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে দাবি তাঁর । এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যুর ঘটনা বলে আমার অনুমান । পুলিশ তদন্ত শুরু করেছে । অবশ্যই এই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে । এটা নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে ।"

আরও পড়ুন: টাকির গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.