ETV Bharat / state

প্রধানমন্ত্রীর তহবিলে এক মাসের বেতন দান পুরুলিয়ার সাংসদের - mp jyotirmoy singh mahato donated 1 crore for corona relief fund

পুরুলিয়ায় সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা ও এক মাসের বেতন অনুদান করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷

mp-jyotirmoy-singh-mahato-donated-1-crore-for-corona-relief-fund
কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি ও এক মাসের বেতন দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো
author img

By

Published : Mar 30, 2020, 11:54 PM IST

পুরুলিয়া, 30 মার্চ : বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ কোরোনা সংক্রমণ মোকাবিলায় গোটা দেশ তৎপর ৷ খোলা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ৷ এবার পুরুলিয়ায় সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা ও এক মাসের বেতন দান করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷

এবিষয়ে জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী BJP-এর সকল সাংসদদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছিলেন ৷ সেই মতো সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা এবং নিজের এক মাসের মানধন ( বেতন ) প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্য করলাম ৷ কোরোনা আক্রান্তের সংখ্যা দেশজুড়ে যেভাবে দিন দিন বেড়ে চলেছে, তা মোকাবিলায় সকল দেশবাসীকে এক হওয়া দরকার ৷ সকলেরই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার ৷ "

mp jyotirmoy singh mahato donated 1 crore for corona relief fund
কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি ও এক মাসের বেতন দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো

প্রসঙ্গত, কয়েকদিন আগেও কোরোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে পুরুলিয়া জেলা প্রশাসনের হাতে 50 লাখ টাকা দেওয়া হয় ৷ এছাড়াও এই পরিস্থিতিতে কাজ করার জন্য এর আগে পুরুলিয়া জেলার সাংবাদিকদের স্পেশাল ড্রেস ও মেডিকিটের জন্য জেলাশাসকের হাতে 2 লাখ টাকা অনুদান দিয়েছিলেন জ্যোতির্ময়বাবু ৷

পুরুলিয়া, 30 মার্চ : বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ কোরোনা সংক্রমণ মোকাবিলায় গোটা দেশ তৎপর ৷ খোলা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ৷ এবার পুরুলিয়ায় সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা ও এক মাসের বেতন দান করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷

এবিষয়ে জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী BJP-এর সকল সাংসদদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছিলেন ৷ সেই মতো সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা এবং নিজের এক মাসের মানধন ( বেতন ) প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্য করলাম ৷ কোরোনা আক্রান্তের সংখ্যা দেশজুড়ে যেভাবে দিন দিন বেড়ে চলেছে, তা মোকাবিলায় সকল দেশবাসীকে এক হওয়া দরকার ৷ সকলেরই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার ৷ "

mp jyotirmoy singh mahato donated 1 crore for corona relief fund
কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি ও এক মাসের বেতন দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো

প্রসঙ্গত, কয়েকদিন আগেও কোরোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে পুরুলিয়া জেলা প্রশাসনের হাতে 50 লাখ টাকা দেওয়া হয় ৷ এছাড়াও এই পরিস্থিতিতে কাজ করার জন্য এর আগে পুরুলিয়া জেলার সাংবাদিকদের স্পেশাল ড্রেস ও মেডিকিটের জন্য জেলাশাসকের হাতে 2 লাখ টাকা অনুদান দিয়েছিলেন জ্যোতির্ময়বাবু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.