ETV Bharat / state

14 বছর পর রেনিরোড প্রাথমিক বিদ্যালয়ে ফের চালু মিড ডে মিল - মিডডেমিল

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেনিরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের তরফে জানা যায়, 14 বছর আগে এই স্কুলে মিড ডে মিল চালু ছিল । স্কুলে রান্নাঘর ছিল না । পাশের একটি মন্দিরে রান্নাবান্না হত । তাতে আপত্তি জানায় এলাকার লোকজন । যার জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিল ।

মিডেমিল
author img

By

Published : Sep 13, 2019, 9:02 PM IST

পুরুলিয়া , 13 সেপ্টেম্বর : দীর্ঘ 14 বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের মিড ডে মিল চালু হল পুরুলিয়া শহরের রেনিরোড প্রাথমিক বিদ্যালয়ে । গত 29 আগস্ট এই স্কুলে মিড ডে মিল বন্ধ থাকার খবর সামনে আসে । তার জেরে নড়েচড়ে বসে পুরুলিয়া জেলা প্রশাসন । মিড ডে মিল দ্রুত চালুর আশ্বাস দেওয়া হয় । তারপর জেলাশাসক রাহুল মজুমদারে উদ্যোগে আজ থেকে চালু হয় মিড ডে মিল । মিড ডে মিল চালু হওয়ায় খুশি শিক্ষক ও পড়ুয়ারা ।

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেনিরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের তরফে জানা যায়, 14 বছর আগে এই স্কুলে মিড ডে মিল চালু ছিল । স্কুলে রান্নাঘর ছিল না । পাশের একটি মন্দিরে রান্নাবান্না হত । তাতে আপত্তি জানায় এলাকার লোকজন । যার জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিল । রাজ্যের অন্য সব সরকারি স্কুলে মিড ডে মিল চালু থাকলেও বছরের পর বছর রেনিরোড প্রাথচমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বঞ্চিত হয় । সম্প্রতি সেই খবর সামনে আসে ।

তবে শুধু মিড ডে মিল নয়, স্কুলের চারপাশের অবস্থাও ভালো নয় । জমেছে নোংরা । স্কুলে একটি নলকূপ থাকলেও তার জল পানের অযোগ্য ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি চৌধুরিও স্বীকার করেন সমস্যার কথা ৷ তবে, এখানেই শেষ নয় ৷ স্কুল ছুটির পর সেখানে মদ ও জুয়ার আড্ডা বসত বলে অভিযোগ । এইসব অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক । তারপর থেকেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ধীরে ধীরে বদলাতে শুরু করে স্কুলের ছবি । বন্ধ হয়ে যায় স্থানীয়দের তাস আর মদের আসর ।

আজকে প্রথমবার মিড ডে মিলের আয়োজন করতে পেরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথি চৌধুরি বলেন, "আজ মোট 41 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 35 জন উপস্থিত ছিল । তারা সকলেই মিড ডে মিল খেয়েছে । মেনু ছিল ডাল, ভাত ও কুমড়ো-আলুর তরকারি । তবে এখনও যেহেতু স্কুলের রান্নাঘর তৈরি হয়নি, তাই স্কুলের বারান্দাতেই মিড ডে মিল রান্নার ব্যবস্থা করা হয়েছে । "

দেখুন ভিডিয়োয়

পড়ুয়া অনন্যা মুখার্জি জানায়, "প্রথমবার মিড ডে মিল রান্না খেলাম । খুবই ভালো লাগল । এবার থেকে প্রতিদিন স্কুলে আসব ও মিড ডে মিল খাব ।"

পুরুলিয়া , 13 সেপ্টেম্বর : দীর্ঘ 14 বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের মিড ডে মিল চালু হল পুরুলিয়া শহরের রেনিরোড প্রাথমিক বিদ্যালয়ে । গত 29 আগস্ট এই স্কুলে মিড ডে মিল বন্ধ থাকার খবর সামনে আসে । তার জেরে নড়েচড়ে বসে পুরুলিয়া জেলা প্রশাসন । মিড ডে মিল দ্রুত চালুর আশ্বাস দেওয়া হয় । তারপর জেলাশাসক রাহুল মজুমদারে উদ্যোগে আজ থেকে চালু হয় মিড ডে মিল । মিড ডে মিল চালু হওয়ায় খুশি শিক্ষক ও পড়ুয়ারা ।

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেনিরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের তরফে জানা যায়, 14 বছর আগে এই স্কুলে মিড ডে মিল চালু ছিল । স্কুলে রান্নাঘর ছিল না । পাশের একটি মন্দিরে রান্নাবান্না হত । তাতে আপত্তি জানায় এলাকার লোকজন । যার জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিল । রাজ্যের অন্য সব সরকারি স্কুলে মিড ডে মিল চালু থাকলেও বছরের পর বছর রেনিরোড প্রাথচমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বঞ্চিত হয় । সম্প্রতি সেই খবর সামনে আসে ।

তবে শুধু মিড ডে মিল নয়, স্কুলের চারপাশের অবস্থাও ভালো নয় । জমেছে নোংরা । স্কুলে একটি নলকূপ থাকলেও তার জল পানের অযোগ্য ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি চৌধুরিও স্বীকার করেন সমস্যার কথা ৷ তবে, এখানেই শেষ নয় ৷ স্কুল ছুটির পর সেখানে মদ ও জুয়ার আড্ডা বসত বলে অভিযোগ । এইসব অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক । তারপর থেকেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ধীরে ধীরে বদলাতে শুরু করে স্কুলের ছবি । বন্ধ হয়ে যায় স্থানীয়দের তাস আর মদের আসর ।

আজকে প্রথমবার মিড ডে মিলের আয়োজন করতে পেরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথি চৌধুরি বলেন, "আজ মোট 41 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 35 জন উপস্থিত ছিল । তারা সকলেই মিড ডে মিল খেয়েছে । মেনু ছিল ডাল, ভাত ও কুমড়ো-আলুর তরকারি । তবে এখনও যেহেতু স্কুলের রান্নাঘর তৈরি হয়নি, তাই স্কুলের বারান্দাতেই মিড ডে মিল রান্নার ব্যবস্থা করা হয়েছে । "

দেখুন ভিডিয়োয়

পড়ুয়া অনন্যা মুখার্জি জানায়, "প্রথমবার মিড ডে মিল রান্না খেলাম । খুবই ভালো লাগল । এবার থেকে প্রতিদিন স্কুলে আসব ও মিড ডে মিল খাব ।"

Intro:পুরুলিয়া : দীর্ঘ 14 বছর বন্ধ থাকার পর শুক্রবার মিডডেমিল চালু হল পুরুলিয়া শহরের রেনীরোড প্রাথমিক বিদ্যালয়ে l গত 29 আগস্ট ইটিভি ভারতে প্রকাশিত এই সংবাদ প্রসঙ্গে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার কথা দিয়েছিলেন তিনি বিষয়টি দেখবেন l তারপরই প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে চালু হল মিডডেমিল l খুশি শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা l Body:স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথী চৌধুরী জানিয়েছেন, "এদিন মোট 41 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 35 জন স্কুলে উপস্থিত ছিল l তারা সকলেই মিডডেমিল খেয়েছে l মেনু ছিল ডাল, ভাত ও কুমড়ো-আলুর তরকারি l তবে এখনও যেহেতু স্কুলের রান্নাঘর তৈরী হয়নি, তাই স্কুলের বারান্দাতেই মিডডেমিল রান্নার ব্যবস্থা করা হয়েছে l" প্রধান শিক্ষক বলেন, "পুরসভা স্কুলের কিচেন সেড বানানোর আশ্বাস দিয়েছে l" অন্যদিকে প্রথমবার স্কুলে মিডডেমিল রান্না খেয়ে খুদে পড়ুয়া অনন্যা মুখাৰ্জী জানায়, "প্রথমবার মিডডেমিল রান্না খেলাম l খুবই ভালো লাগলো l এবার থেকে প্রতিদিন স্কুলে আসবো এবং মিডডেমিল খাবো l"Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.