ETV Bharat / state

SPG-পুলিশের হয়রানি, অভিষেকের পদযাত্রা ছেড়ে বেরোলেন তৃণমূল কর্মীরা - purulia

আজ পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা থেকে বেরিয়ে গেল তৃণমূল কর্মীদের একাংশ । পদযাত্রায় অভিষেকের নিরাপত্তায় থাকা SPG ও পুলিশ কর্মীদের কাছ থেকে একপ্রকার ঘাড় ধাক্কা খেতে হয় তৃণমূল কর্মীদের একাংশকে । তাই ক্ষুব্ধ হয়ে পদযাত্রা থেকে বেরিয়ে যায় তারা ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 10, 2019, 7:51 PM IST

Updated : May 10, 2019, 9:44 PM IST

পুরুলিয়া, 10 মে : SPG ও পুলিশের হয়রানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা থেকে বেরিয়ে গেল তৃণমূল কর্মীদের একাংশ । আজ পুরুলিয়া শহরে দলীয় প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে একটি পদযাত্রায় অংশ নেন অভিষেক বন্দোপাধ্যায় ।

ভিডিয়োয় দেখুন তৃণমূলের পদযাত্রা

বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রোডে থেকে শুরু হয় পদযাত্রা । অভিষেকের আশপাশে ছিল SPG ও পুলিশে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় । পদযাত্রা শুরু হওয়ার পর থেকে অভিষেকের নিরাপত্তায় থাকা SPG ও পুলিশ কর্মীদের কাছ থেকে একপ্রকার ঘাড় ধাক্কা খেতে হয় তৃণমূল কর্মীদের একাংশকে । পদযাত্রা যত এগোতে থাকে SPG ও পুলিশের ঘাড় ধাক্কার পরিমাণও তত বেড়ে যায় । এরফলেই ক্ষুব্ধ হয়ে পদযাত্রা ছেড়ে বেরিয়ে যান একাধিক তৃণমূল কর্মী ।

পুরুলিয়া, 10 মে : SPG ও পুলিশের হয়রানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা থেকে বেরিয়ে গেল তৃণমূল কর্মীদের একাংশ । আজ পুরুলিয়া শহরে দলীয় প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে একটি পদযাত্রায় অংশ নেন অভিষেক বন্দোপাধ্যায় ।

ভিডিয়োয় দেখুন তৃণমূলের পদযাত্রা

বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রোডে থেকে শুরু হয় পদযাত্রা । অভিষেকের আশপাশে ছিল SPG ও পুলিশে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় । পদযাত্রা শুরু হওয়ার পর থেকে অভিষেকের নিরাপত্তায় থাকা SPG ও পুলিশ কর্মীদের কাছ থেকে একপ্রকার ঘাড় ধাক্কা খেতে হয় তৃণমূল কর্মীদের একাংশকে । পদযাত্রা যত এগোতে থাকে SPG ও পুলিশের ঘাড় ধাক্কার পরিমাণও তত বেড়ে যায় । এরফলেই ক্ষুব্ধ হয়ে পদযাত্রা ছেড়ে বেরিয়ে যান একাধিক তৃণমূল কর্মী ।

Intro:পুরুলিয়া : SPG আর পুলিশের দৌরাত্মে পুরুলিয়ায় অভিষেকের পদযাত্রা থেকেই সরে গেলেন কর্মীদের একাংশ l শুক্রবার ওই পদযাত্রায় অংশ নেওয়া ওই কর্মীরা বার বার হয়রানি হতে থাকেন SPG ও পুলিশের কাছে l নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে থাকা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় পুরুলিয়া শহরে দলীয় প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে একটি পদযাত্রায় অংশ নেন l বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রোডে ওই পদযাত্রার সূচনা হয় l শেষ হয় রথতলা মোড়ে l সূচনার পর থেকেই অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও SPG-র একপ্রকার ঘাড়ধাক্কা খেতে হয় তৃণমূলের একাংশকে l বিশৃঙ্খলার মধ্যেই শুরু হয় মিছিল l মিছিল যত এগোতে থাকে ওই একই কারণে তৃণমূল কর্মীদের ক্ষোভ চরমে ওঠে l প্রচন্ড রোদ্গরমে পুলিশ ও SPG-র ব্যবহারে মিছিল থেকে বেরিয়ে যান অনেকেই l Body:এদিন হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছাতেই ব্যাপক যানজট দেখা দেয় পুরুলিয়া শহরের ব্যস্ততম মেইন রোডের সামনে সংযোগকারী বিভিন্ন মোড়ে l রাজনৈতিক ভোট প্রচারের হেপা পোহাতে হয়ে পথচারীদের l ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে l সেই সময় জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা VVIP-র সুরক্ষা ব্যবস্থাতেই নিজেদের নিয়োগ করেছিলেন lConclusion:পুরুলিয়া
Last Updated : May 10, 2019, 9:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.