পুরুলিয়া, 14 ফেব্রুয়ারি: প্রেমদিবসে প্রেমিক যুগল বা স্বামী-স্ত্রীর যখন প্রেমের বন্ধনে আরও বেশি করে আবিষ্ট হচ্ছেন ঠিক তখনই প্রেম দিবসের একদিন আগে শ্বশুরবাড়িতে মারধর ও স্বামীর দ্বিতীয় বিবাহ করার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক গৃহবধূ । 2014 সালে পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রামের জবুনা মণ্ডলের বিয়ে হয় পরিতোষ মণ্ডলের সঙ্গে (Purulia News)।
বিয়ের সময় নগদ কয়েক লাখ টাকা পণ ছাড়াও নানান আসবাব দেওয়া হয়েছিল যৌতুক হিসেবে । কিন্তু তারপরেও স্বামী, শাশুড়ি ও ননদ মিলে তাঁর উপর অত্যাচার চালাত ৷ বিয়ের বছর পাঁচেকের মধ্যে পরপর দুটি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় সেই শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় বলে অভিযোগ জবুনার । এমনকি তাঁকে বাপের বাড়ি থেকে আরও এক লাখ টাকা নিয়ে আসতে বলা হয় । তা না দেওয়ার ফলে ওই তিনজন 31 জানুয়ারি রাত 12টা নাগাদ তাকে খুব মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় । বাধ্য হয়ে ওই বধূ ঝাড়খণ্ডে তাঁর মামার বাড়িতে আশ্রয় নেন । সেখানে থাকাকালীন পরে ওই বধূ খবর পান তার স্বামী গ্রামেই দ্বিতীয় বিবাহ সেরে ফেলেছে । অবশেষে তিনি সোমবার বাঘমুন্ডি থানার দ্বারস্থ হন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । নিশ্চিন্তপুরে জবুনা দেবীর নিশ্চিন্ত ঠিকানা কি আদৌ হবে ? প্রেমদিবসের দিনে এটাই এখন বড় প্রশ্ন তাঁর মনে । যদিও অভিযুক্তের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ প্রেমদিবসের সময় যখন সকলেই ভালোবাসার মানুষটিকে সযত্নে আগলে রাখার কথা ভাবছেন তখন এই ধরনের ঘটনার নিন্দা করেছেন সকলেই । যদিও অনেকে বলছেন এখন প্রকৃত ভালোবাসার বড়ই অভাব ৷ বেশিরভাগই এখন টাকার পিছনে ছোটে ৷
আরও পড়ুন : ভালোবাসার নিদর্শন ! গড়ে তুললেন স্ত্রী'র মূর্তি-সহ শিবালয়