ETV Bharat / state

Poisonous Potato : বিষাক্ত বুনো আলু খেয়ে মৃত্যু পুরুলিয়ার রানিপুরে

আত্মীয়ের বাড়ি থেকে মেটে আলু জাতীয় কিছু এনে রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়ে আদিবাসী পরিবার ৷ বিষক্রিয়ায় মারা যান পরিবারের প্রৌঢ় সদস্য ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রানিপুরে ৷

বিষাক্ত আলু খেয়ে মৃত্যু পুরুলিয়ায়
বিষাক্ত আলু খেয়ে মৃত্যু পুরুলিয়ায়
author img

By

Published : Nov 20, 2021, 8:19 AM IST

Updated : Nov 20, 2021, 10:38 AM IST

পুরুলিয়া, 20 নভেম্বর : মেটে আলু জাতীয় এক ধরনের আলু খেয়ে মারা গেলেন আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি ৷ হাসপাতালে ভর্তি পরিবারের আরও 4 সদস্য ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-1 ব্লকের রানিপুর গ্রামে ৷

জানা গিয়েছে, পুরুলিয়া-1 নম্বর ব্লকের রানিপুর গ্রামের বাসিন্দা বীর সিং সোরেন (85) এই আলু গত বৃহস্পতিবার এক আত্মীয়ের বাড়ি থেকে নিয়ে আসেন ৷ তারপর রান্না করে খান পরিবারের সবাই ৷ এরপরই বাড়িসুদ্ধু লোক অসুস্থ বোধ করেন ৷

আরও পড়ুন : Purulia : বিষাক্ত ফল খেয়ে মৃত্যু শবর বৃদ্ধের, এক শিশু-সহ অসুস্থ আরও 4

তাঁদের সবাইকে সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । গতকাল হাসপাতালেই বীর সিং সোরেন মারা যান ৷ বাকিরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ বাকিদের মাথার যন্ত্রণা ছাড়া অন্য কোনও অসুবিধে নেই । ঘটনার খবর পেয়ে দ্রুত তাঁদের বাড়ি যান পুরুলিয়া-1 নম্বর ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষ । তিনি পরিবারটির পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

এর আগে অক্টোবরের শেষের দিকে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নির্ভয়পুর গ্রামেও বিষাক্ত মূল জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছিলেন শবর জনজাতির জলধর শবর (62) ৷ বারবার এমন ঘটনার পিছনে বিষাক্ত উদ্ভিদ চিনতে না পারাই কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে ৷

পুরুলিয়া, 20 নভেম্বর : মেটে আলু জাতীয় এক ধরনের আলু খেয়ে মারা গেলেন আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি ৷ হাসপাতালে ভর্তি পরিবারের আরও 4 সদস্য ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-1 ব্লকের রানিপুর গ্রামে ৷

জানা গিয়েছে, পুরুলিয়া-1 নম্বর ব্লকের রানিপুর গ্রামের বাসিন্দা বীর সিং সোরেন (85) এই আলু গত বৃহস্পতিবার এক আত্মীয়ের বাড়ি থেকে নিয়ে আসেন ৷ তারপর রান্না করে খান পরিবারের সবাই ৷ এরপরই বাড়িসুদ্ধু লোক অসুস্থ বোধ করেন ৷

আরও পড়ুন : Purulia : বিষাক্ত ফল খেয়ে মৃত্যু শবর বৃদ্ধের, এক শিশু-সহ অসুস্থ আরও 4

তাঁদের সবাইকে সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । গতকাল হাসপাতালেই বীর সিং সোরেন মারা যান ৷ বাকিরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ বাকিদের মাথার যন্ত্রণা ছাড়া অন্য কোনও অসুবিধে নেই । ঘটনার খবর পেয়ে দ্রুত তাঁদের বাড়ি যান পুরুলিয়া-1 নম্বর ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষ । তিনি পরিবারটির পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

এর আগে অক্টোবরের শেষের দিকে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের নির্ভয়পুর গ্রামেও বিষাক্ত মূল জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছিলেন শবর জনজাতির জলধর শবর (62) ৷ বারবার এমন ঘটনার পিছনে বিষাক্ত উদ্ভিদ চিনতে না পারাই কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Nov 20, 2021, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.