ETV Bharat / state

গ্রাম্য বিবাদের জেরে প্রতিবেশীর মুন্ডু কেটে কুয়োয় ফেলল ব্যক্তি - গ্রাম্য বিবাদের জেরে প্রতিবেশীর মুন্ড কাটে কুয়োয় ফেললেন ব্যক্তি

বিবাদ ও পরে খুনের খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে অভিযুক্ত দুবরাজ মাহাতোকে গ্রেফতার করে । তবে এতেও শান্ত হয়নি গ্রামবাসীরা ৷ পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ তাঁদের দাবি অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে ৷

প্রতিবেশীর মুন্ড কাটে কুয়োয় ফেললেন ব্যক্তি
প্রতিবেশীর মুন্ড কাটে কুয়োয় ফেললেন ব্যক্তি
author img

By

Published : Apr 16, 2021, 11:01 PM IST

পুরুলিয়া, 16 এপ্রিল : গ্রাম্য বিবাদের জেরে এক ব্যক্তির মাথা কেটে কুয়োয় ফেলে দিল আরেক ব্যক্তি । আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার ঘাঘরজুড়ি গ্রামে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

বিবাদ ও পরে খুনের খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে অভিযুক্ত দুবরাজ মাহাতোকে গ্রেফতার করে । তবে এতেও শান্ত হয়নি গ্রামবাসীরা ৷ পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ তাঁদের দাবি অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে ৷ পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুড় করে উত্তেজিত গ্রামবাসীরা ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ফোন কি ট্যাপ করে বিজেপি ? অডিয়ো রেকর্ডিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

খুনের ঘটনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয় গ্রামে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ৷ নামানো হয় ব়্যাফ ৷ আসনে দমকল বিভাগের লোকজনও । তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির মাথা কুয়ো থেকে উদ্ধার করা যায়নি ৷ মৃত ওই ব্যক্তির নাম ভবতারণ মাহাতো ।

পুরুলিয়া, 16 এপ্রিল : গ্রাম্য বিবাদের জেরে এক ব্যক্তির মাথা কেটে কুয়োয় ফেলে দিল আরেক ব্যক্তি । আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার ঘাঘরজুড়ি গ্রামে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

বিবাদ ও পরে খুনের খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে অভিযুক্ত দুবরাজ মাহাতোকে গ্রেফতার করে । তবে এতেও শান্ত হয়নি গ্রামবাসীরা ৷ পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ তাঁদের দাবি অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে ৷ পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুড় করে উত্তেজিত গ্রামবাসীরা ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ফোন কি ট্যাপ করে বিজেপি ? অডিয়ো রেকর্ডিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

খুনের ঘটনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয় গ্রামে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ৷ নামানো হয় ব়্যাফ ৷ আসনে দমকল বিভাগের লোকজনও । তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির মাথা কুয়ো থেকে উদ্ধার করা যায়নি ৷ মৃত ওই ব্যক্তির নাম ভবতারণ মাহাতো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.