ETV Bharat / state

Man Kills Wife: হাত-পা বেঁধে স্ত্রী'কে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী

হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়া ৷ জঙ্গলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে স্ত্রীকে বিবস্ত্র করে পুড়িয়ে মারার অভিযোগ (Man Kills Wife) ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে ৷

Crime against woman
প্রতীকী চিত্র
author img

By

Published : Dec 20, 2022, 6:44 PM IST

পুরুলিয়া, 20 ডিসেম্বর: ফের নৃশংসতার ছবি এল সামনে ৷ জঙ্গলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামীকে (Man arrested in allegation of killing wife) ৷

জানা গিয়েছে, বছর সাতেক আগে পুরুলিয়ার পাড়া থানা এলাকার বাসিন্দা নিতু মুদির সঙ্গে বিয়ে হয় হুড়া থানা এলাকার মহুলবেড়া গ্রামের প্রফুল্ল মুদির । তাদের দুটি ছোট ছোট সন্তানও রয়েছে । গৃহবধূর বাবা সত্যেন মুদির অভিযোগ, বিয়ের পর থেকেই প্রফুল্ল তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত (Crime against woman) ।

পরিবার সূত্রে খবর, গত 14 ডিসেম্বর সকালে নিতুকে ভুল বুঝিয়ে জঙ্গলে নিয়ে যায় স্বামী ৷ তারপর তাঁর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় প্রফুল্ল । নিতু প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করতে শুরু করেন ৷ তিনি চিৎকার করে জল চাইছিলেন ৷ তখন তাঁর চিৎকার শুনে স্থানীয় নদীতে বালি উত্তোলন করতে যাওয়া ট্রাক্টরের শ্রমিকরা ৷ তাঁরা গামছা দিয়ে ওই যুবতীর লজ্জা নিবারণ করে তাঁকে জল দেন । পরে তারাই সিভিক কর্মীকে খবর দেন ৷ ঘটনাস্থলে আসে হুড়া থানার পুলিশ ৷ তারা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।

আরও পড়ুন: ধারাল অস্ত্র ও পিস্তল-সহ ছিনতাইবাজকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা

পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে (Deben Mahato Sadar Hospital) ভর্তি ছিলেন গৃহবধূ ৷ সোমবার ভোরে নিতু মুদির মৃত্যু হয়েছে। পুলিশ দেহটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বধূর স্বামী প্রফুল্ল মুদিকে 15 ডিসেম্বর গ্রেফতার করেছে । বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে । নিতুর পরিবার অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছেন ।

পুরুলিয়া, 20 ডিসেম্বর: ফের নৃশংসতার ছবি এল সামনে ৷ জঙ্গলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামীকে (Man arrested in allegation of killing wife) ৷

জানা গিয়েছে, বছর সাতেক আগে পুরুলিয়ার পাড়া থানা এলাকার বাসিন্দা নিতু মুদির সঙ্গে বিয়ে হয় হুড়া থানা এলাকার মহুলবেড়া গ্রামের প্রফুল্ল মুদির । তাদের দুটি ছোট ছোট সন্তানও রয়েছে । গৃহবধূর বাবা সত্যেন মুদির অভিযোগ, বিয়ের পর থেকেই প্রফুল্ল তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত (Crime against woman) ।

পরিবার সূত্রে খবর, গত 14 ডিসেম্বর সকালে নিতুকে ভুল বুঝিয়ে জঙ্গলে নিয়ে যায় স্বামী ৷ তারপর তাঁর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় প্রফুল্ল । নিতু প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করতে শুরু করেন ৷ তিনি চিৎকার করে জল চাইছিলেন ৷ তখন তাঁর চিৎকার শুনে স্থানীয় নদীতে বালি উত্তোলন করতে যাওয়া ট্রাক্টরের শ্রমিকরা ৷ তাঁরা গামছা দিয়ে ওই যুবতীর লজ্জা নিবারণ করে তাঁকে জল দেন । পরে তারাই সিভিক কর্মীকে খবর দেন ৷ ঘটনাস্থলে আসে হুড়া থানার পুলিশ ৷ তারা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।

আরও পড়ুন: ধারাল অস্ত্র ও পিস্তল-সহ ছিনতাইবাজকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা

পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে (Deben Mahato Sadar Hospital) ভর্তি ছিলেন গৃহবধূ ৷ সোমবার ভোরে নিতু মুদির মৃত্যু হয়েছে। পুলিশ দেহটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বধূর স্বামী প্রফুল্ল মুদিকে 15 ডিসেম্বর গ্রেফতার করেছে । বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে । নিতুর পরিবার অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.