পুরুলিয়া, 24 মার্চ : লকডাউনের দ্বিতীয় দিনে প্রভাব পড়ল পুরুলিয়া শহরজুড়ে । সকাল থেকেই বন্ধ থাকল দোকানপাট, বন্ধ টোটো-অটো অন্যান্য চারচাকার যানবাহন চলাচল ৷ বন্ধ বেসরকারি ও সরকারি সমস্ত বাস চলাচল । পুরুলিয়া সদর থানার পুলিশের একটি দল রাস্তায় নামে । ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বাইরে ঘুরে বেরানো সাধারণ মানুষকে । সকালের দিকে হাতে গোনা কয়েকটি পানের গুমটি খোলা থাকলেও পুলিশের কড়া ধমকে সেগুলি বন্ধ হয়ে যায় ।
প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার পরেও টনক নড়ছে না তাদের । কোরোনা সংক্রমণ রোধে রাজ্য ও কেন্দ্র সরকার জারি করেছে একাধিক নির্দেশিকা ।
রাজ্য জুড়ে জারি করা হয়েছে লকডাউন । এই লকডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া শহর জুড়ে প্রভাব পড়লেও কতিপয় মানুষ কিন্তু এখনও সচেতন নয় । তবে নির্দেশিকা মেনেই বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷ বন্ধ রয়েছে যানবাহন চলাচলও । পুলিশ প্রশাসনের বিশেষ দল রাস্তায় নেমে মানুষকে বারে বারে সচেতন করছেন । পুরুলিয়া শহরের রাস্তায় নেমে বাইক আরোহী ও পথচারীদের সচেতন করতে দেখা গেল । ওষুধের দোকান, সবজি বাজার, মুদিখানা ছাড়া লক ডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া শহরে খোলা থাকলো না কিছুই।