ETV Bharat / state

লকডাউনের দ্বিতীয় দিনে প্রভাব পুরুলিয়ায়, চলছে পুলিশি টহল - লকডাউন

লকডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া ৷ বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷

purulia
পুরুলিয়া
author img

By

Published : Mar 24, 2020, 11:19 AM IST

Updated : Mar 24, 2020, 3:07 PM IST

পুরুলিয়া, 24 মার্চ : লকডাউনের দ্বিতীয় দিনে প্রভাব পড়ল পুরুলিয়া শহরজুড়ে । সকাল থেকেই বন্ধ থাকল দোকানপাট, বন্ধ টোটো-অটো অন্যান্য চারচাকার যানবাহন চলাচল ৷ বন্ধ বেসরকারি ও সরকারি সমস্ত বাস চলাচল । পুরুলিয়া সদর থানার পুলিশের একটি দল রাস্তায় নামে । ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বাইরে ঘুরে বেরানো সাধারণ মানুষকে । সকালের দিকে হাতে গোনা কয়েকটি পানের গুমটি খোলা থাকলেও পুলিশের কড়া ধমকে সে​গুলি বন্ধ হয়ে যায় ।

প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার পরেও টনক নড়ছে না তাদের । কোরোনা সংক্রমণ রোধে রাজ্য ও কেন্দ্র সরকার জারি করেছে একাধিক নির্দেশিকা ।

কেমন আছে পুরুলিয়া লকডাউনের দ্বিতীয় দিনে ? দেখুন ভিডিয়োয়...

রাজ্য জুড়ে জারি করা হয়েছে লকডাউন । এই লকডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া শহর জুড়ে প্রভাব পড়লেও কতিপয় মানুষ কিন্তু এখনও সচেতন নয় । তবে নির্দেশিকা মেনেই বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷ বন্ধ রয়েছে যানবাহন চলাচলও । পুলিশ প্রশাসনের বিশেষ দল রাস্তায় নেমে মানুষকে বারে বারে সচেতন করছেন । পুরুলিয়া শহরের রাস্তায় নেমে বাইক আরোহী ও পথচারীদের সচেতন করতে দেখা গেল । ওষুধের দোকান, সবজি বাজার, মুদিখানা ছাড়া লক ডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া শহরে খোলা থাকলো না কিছুই।

পুরুলিয়া, 24 মার্চ : লকডাউনের দ্বিতীয় দিনে প্রভাব পড়ল পুরুলিয়া শহরজুড়ে । সকাল থেকেই বন্ধ থাকল দোকানপাট, বন্ধ টোটো-অটো অন্যান্য চারচাকার যানবাহন চলাচল ৷ বন্ধ বেসরকারি ও সরকারি সমস্ত বাস চলাচল । পুরুলিয়া সদর থানার পুলিশের একটি দল রাস্তায় নামে । ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বাইরে ঘুরে বেরানো সাধারণ মানুষকে । সকালের দিকে হাতে গোনা কয়েকটি পানের গুমটি খোলা থাকলেও পুলিশের কড়া ধমকে সে​গুলি বন্ধ হয়ে যায় ।

প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার পরেও টনক নড়ছে না তাদের । কোরোনা সংক্রমণ রোধে রাজ্য ও কেন্দ্র সরকার জারি করেছে একাধিক নির্দেশিকা ।

কেমন আছে পুরুলিয়া লকডাউনের দ্বিতীয় দিনে ? দেখুন ভিডিয়োয়...

রাজ্য জুড়ে জারি করা হয়েছে লকডাউন । এই লকডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া শহর জুড়ে প্রভাব পড়লেও কতিপয় মানুষ কিন্তু এখনও সচেতন নয় । তবে নির্দেশিকা মেনেই বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷ বন্ধ রয়েছে যানবাহন চলাচলও । পুলিশ প্রশাসনের বিশেষ দল রাস্তায় নেমে মানুষকে বারে বারে সচেতন করছেন । পুরুলিয়া শহরের রাস্তায় নেমে বাইক আরোহী ও পথচারীদের সচেতন করতে দেখা গেল । ওষুধের দোকান, সবজি বাজার, মুদিখানা ছাড়া লক ডাউনের দ্বিতীয় দিনে পুরুলিয়া শহরে খোলা থাকলো না কিছুই।

Last Updated : Mar 24, 2020, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.