ETV Bharat / state

Purulia Accident Death : পথ দুর্ঘটনায় বরযাত্রীর গাড়ি, মৃত 1

বুধবার ভোরে পুরুলিয়ার লালপুর-পুঞ্চা রোডের নপাড়া গ্রামের কাছে বরযাত্রী ভর্তি একটি বোলেরো গাড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক নালিকার এবং আহত 4 জন (Bolero Car accident death in Purulia) ৷

Purulia Bolero Car accident news
পথ দুর্ঘটনায় বরযাত্রীর বোলেরো গাড়ি
author img

By

Published : May 4, 2022, 2:07 PM IST

পুরুলিয়া, 4 মে : বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ল বরযাত্রী ভর্তি বোলেরো গাড়ি (Bolero Car accident death in Purulia) । বুধবার ঘটনাটি ঘটেছে লালপুর-পুঞ্চা রোডের ন'পাড়া গ্রামের কাছে । এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

জানা গিয়েছে, বুধবার ভোরে পুরুলিয়ার হাতুয়াড়া থেকে বোলেরো গাড়িতে করে ফিরছিলেন চালক-সহ প্রায় 10 জন বরযাত্রী । মাঝপথে পুঞ্চা থানার ন'পাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ছাতিম গাছে ধাক্কা মারে গাড়িটি । ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বোলেরো । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালিকার । গুরুতর জখম 4 জন বরযাত্রী ।

পথ দুর্ঘটনায় কবলে বরযাত্রীর গাড়ি

আরও পড়ুন : মন্দিরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ ৷ সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।

পুরুলিয়া, 4 মে : বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ল বরযাত্রী ভর্তি বোলেরো গাড়ি (Bolero Car accident death in Purulia) । বুধবার ঘটনাটি ঘটেছে লালপুর-পুঞ্চা রোডের ন'পাড়া গ্রামের কাছে । এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

জানা গিয়েছে, বুধবার ভোরে পুরুলিয়ার হাতুয়াড়া থেকে বোলেরো গাড়িতে করে ফিরছিলেন চালক-সহ প্রায় 10 জন বরযাত্রী । মাঝপথে পুঞ্চা থানার ন'পাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ছাতিম গাছে ধাক্কা মারে গাড়িটি । ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বোলেরো । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালিকার । গুরুতর জখম 4 জন বরযাত্রী ।

পথ দুর্ঘটনায় কবলে বরযাত্রীর গাড়ি

আরও পড়ুন : মন্দিরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে তনুশ্রী দত্ত

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ ৷ সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.