ETV Bharat / state

Jhalda IC Transferred: বদলি হলেন ঝালদা থানার বিতর্কিত আইসি, বদল আরও বেশকিছু থানায় - Tapan Kandu

পুরুলিয়ার পুলিশে একাধিক রদবদল করল স্বরাষ্ট্র দফতর ৷ তার মধ্যে অন্যতম ঝালদা থানার বিতর্কিত আইসি সঞ্জীব ঘোষ ৷ বদলির তালিকায় তাঁর নাম সবার উপরে রয়েছে ৷ তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এ পাঠানো হয়েছে ৷

Jhalda IC Transfer ETV BHARAT
Jhalda IC Transfer
author img

By

Published : May 10, 2023, 8:42 PM IST

ঝালদা, 10 মে: বদলি করে দেওয়া হল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে ৷ ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অডিয়ো ভাইরাল হওয়ার পর ঘটনায় বিতর্কের কেন্দ্রে ছিলেন এই আইসি ৷ কংগ্রেস নেতা নেপাল মাহাত থেকে শুরু করে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সকলেই মুখ খুলেছিলেন আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে ৷

যে কোনওদিন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন ৷ তাই তার আগে বদলি করে দেওয়া হল অডিয়ো বিতর্কে জড়ানো ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে ৷ একইসঙ্গে পুরুলিয়া জেলার আরও কয়েকটি থানার আইসিও বদল করা হয়েছে ৷ তবে, বদলি হওয়া পুলিশ আধিকারিকদের তালিকার শীর্ষে রয়েছে ঝালদা থানার আইসি-র নাম ৷

এক নজর দেখে নেওয়া যাক কোন থানার আইসি কোথায় বদলি হলেন ? একইসঙ্গে সেই থানার নতুন আইসি কে হলেন ?

1. ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ-এ ৷ তাঁর জায়গায় ঝালদা থানার নতুন আইসি পদে এসেছে শিব শঙ্কর সিং ৷

2. জয়পুর থানার আইসি মহাকাশ চৌধুরীকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৷

3. জয়পুর থানার আইসি হয়েছেন লিটন রক্ষিত ৷ তিনি রানাঘাটে পোস্টিং ছিলেন ৷

4. পুরুলিয়া মফস্বল থানার আইসি সঞ্জয় কুমার চক্রবর্তীকে পাঠানো হয়েছে শিয়ালদা জিআরপি-র ইন্সপেক্টর ইনচার্জ পদে ৷ তাঁর জায়গায় মফস্বল থানার আইসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে সৌম্য চট্টোপাধ্যায়কে ৷ তিনি রাজ্য পুলিশের এসটিএফে কর্তব্যরত ছিলেন ৷

আরও পড়ুন: চার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের ঝালদা থানায়

5. সাঁওতালডিহি থানার আইসি প্রসেনজিৎ দাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে ৷ তাঁর জায়গায় সাঁওতালডিহি থানার নতুন আইসি পদে সুদীপ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তিনি শিলিগুড়ির জিআরপি-র ইন্সপেক্টর পদে বহাল ছিলেন ৷

6. মানবাজারের সার্কেল ইন্সপেক্টর হয়ে আসছেন কাজল বন্দ্যোপাধ্যায় ৷

ঝালদা, 10 মে: বদলি করে দেওয়া হল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে ৷ ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অডিয়ো ভাইরাল হওয়ার পর ঘটনায় বিতর্কের কেন্দ্রে ছিলেন এই আইসি ৷ কংগ্রেস নেতা নেপাল মাহাত থেকে শুরু করে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সকলেই মুখ খুলেছিলেন আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে ৷

যে কোনওদিন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন ৷ তাই তার আগে বদলি করে দেওয়া হল অডিয়ো বিতর্কে জড়ানো ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে ৷ একইসঙ্গে পুরুলিয়া জেলার আরও কয়েকটি থানার আইসিও বদল করা হয়েছে ৷ তবে, বদলি হওয়া পুলিশ আধিকারিকদের তালিকার শীর্ষে রয়েছে ঝালদা থানার আইসি-র নাম ৷

এক নজর দেখে নেওয়া যাক কোন থানার আইসি কোথায় বদলি হলেন ? একইসঙ্গে সেই থানার নতুন আইসি কে হলেন ?

1. ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ-এ ৷ তাঁর জায়গায় ঝালদা থানার নতুন আইসি পদে এসেছে শিব শঙ্কর সিং ৷

2. জয়পুর থানার আইসি মহাকাশ চৌধুরীকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৷

3. জয়পুর থানার আইসি হয়েছেন লিটন রক্ষিত ৷ তিনি রানাঘাটে পোস্টিং ছিলেন ৷

4. পুরুলিয়া মফস্বল থানার আইসি সঞ্জয় কুমার চক্রবর্তীকে পাঠানো হয়েছে শিয়ালদা জিআরপি-র ইন্সপেক্টর ইনচার্জ পদে ৷ তাঁর জায়গায় মফস্বল থানার আইসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে সৌম্য চট্টোপাধ্যায়কে ৷ তিনি রাজ্য পুলিশের এসটিএফে কর্তব্যরত ছিলেন ৷

আরও পড়ুন: চার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের ঝালদা থানায়

5. সাঁওতালডিহি থানার আইসি প্রসেনজিৎ দাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে ৷ তাঁর জায়গায় সাঁওতালডিহি থানার নতুন আইসি পদে সুদীপ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তিনি শিলিগুড়ির জিআরপি-র ইন্সপেক্টর পদে বহাল ছিলেন ৷

6. মানবাজারের সার্কেল ইন্সপেক্টর হয়ে আসছেন কাজল বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.