ETV Bharat / state

অবৈধ চোলাই মদের কারবার রুখতে অভিযান ঝালদা থানার পুলিশের - Jhalda police to stop illegal liquor business

আজ ভোর 5 টা নাগাদ ঝালদা থানার মাঠারি-খামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুহুরা জঙ্গলের প্রায় 4 কিমি ভিতরে অভিযান চালায় পুলিশ । সেখানেই বেশ কয়েক লিটার দেশি চোলাই মদ নষ্ট করা হয় এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় ।

অবৈধ চোলাই মদের কারবার রুখতে অভিযান ঝালদা থানার পুলিশের
অবৈধ চোলাই মদের কারবার রুখতে অভিযান ঝালদা থানার পুলিশের
author img

By

Published : May 13, 2021, 2:21 PM IST

পুরুলিয়া, 13 মে : করোনা আবহে পুরুলিয়ায় রমরমিয়ে চলছে অবৈধ চোলাই মদের কারবার । বিশেষ করে জেলার প্রান্তিক ঝাড়খন্ড ঘেঁষা ঝালদা এলাকায় জঙ্গলের ভিতর এই অবৈধ চোলাই মদের কারবার চলছে যত্রতত্র । তাই এবার এইসব অবৈধ চোলাই মদের কারবার বন্ধ করতে অভিযান শুরু করল ঝালদা থানার পুলিশ ।

আজ ভোর 5 টা নাগাদ ঝালদা থানার মাঠারি-খামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুহুরা জঙ্গলের প্রায় 4 কিমি ভিতরে অভিযান চালায় পুলিশ । সেখানেই বেশ কয়েক লিটার দেশি চোলাই মদ নষ্ট করা হয় এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় ।

কয়েকদিন ধরেই ঝালদা থানার বেশ কয়েকটি জায়গা থেকেই চোলাই মদ তৈরির কারবার রমরমিয়ে চলার খবর আসছিল পুলিশের কাছে । গতকাল থেকেই এই অভিযান শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি ঝালদা থানার পুলিশ । আগামীদিনে এই অভিযান লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে খবর ।

পুরুলিয়া, 13 মে : করোনা আবহে পুরুলিয়ায় রমরমিয়ে চলছে অবৈধ চোলাই মদের কারবার । বিশেষ করে জেলার প্রান্তিক ঝাড়খন্ড ঘেঁষা ঝালদা এলাকায় জঙ্গলের ভিতর এই অবৈধ চোলাই মদের কারবার চলছে যত্রতত্র । তাই এবার এইসব অবৈধ চোলাই মদের কারবার বন্ধ করতে অভিযান শুরু করল ঝালদা থানার পুলিশ ।

আজ ভোর 5 টা নাগাদ ঝালদা থানার মাঠারি-খামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুহুরা জঙ্গলের প্রায় 4 কিমি ভিতরে অভিযান চালায় পুলিশ । সেখানেই বেশ কয়েক লিটার দেশি চোলাই মদ নষ্ট করা হয় এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় ।

কয়েকদিন ধরেই ঝালদা থানার বেশ কয়েকটি জায়গা থেকেই চোলাই মদ তৈরির কারবার রমরমিয়ে চলার খবর আসছিল পুলিশের কাছে । গতকাল থেকেই এই অভিযান শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি ঝালদা থানার পুলিশ । আগামীদিনে এই অভিযান লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.