ETV Bharat / state

পুরুলিয়ায় জন-ধন যোজনার টাকা তুলতে লাইন ভোর থেকেই

author img

By

Published : Apr 18, 2020, 4:27 PM IST

হাজারো সমস্যা হলেও টাকা তো জরুরি ৷ তাই চড়া রোদকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব মেনেই প্রধানমন্ত্রী জন-ধন যোজনার 500 টাকা তুলতে লাইনে দাঁড়িয়ে তাঁরা ৷ তবে সামাজিক দূরত্ব মেনে ৷

hundreds of people stood in que to get 500 rupees from jan dhan yojna in purulia
পুরুলিয়ায় জন - ধন যোজনার টাকা তুলতে লাইন কয়েক'শ মানুষের

পুরুলিয়া, 18 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে দিন আনা, দিন খাওয়া মানুষদের জন্য সবথেকে বিপদের সময় ৷ কোরোনায় না মারার গেলেও না খেতে পেয়ে মারা যেতেন পারে তাঁরা ৷ এই আশঙ্কাই দিন রাত কাটছে তাঁদের অনেকেরই ৷ যেমনটা দেখা গেল আজ ৷ 500 টাকা তুলতে লাইনে কয়েক'শ মানুষ ৷ প্রধানমন্ত্রী জন-ধন যোজনার 500 টাকা তুলতে কেউ ভোর 3টে, কেউ ভোর 5 টা থেকেই লাইন দিয়েছেন পুরুলিয়ার ব্যাঙ্ক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে ৷

কেউ বাড়ি থেকে মুড়ি, জল নিয়ে এসেছেন ৷ কেউ বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছেন ৷ কেউ বা রুটি, তরকারি টিফিন নিয়ে এসে লাইন দিচ্ছেন ৷ হাজারো সমস্যা হলেও টাকা তো জরুরি ৷ তাই চড়া রোদকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়িয়ে টাকা তুলছেন তাঁরা ৷ পুলিশ প্রশাসনের সচেতনতার বার্তাও বেশ কাজে এসেছে ৷ তা বোঝা যাচ্ছিল ব্যাঙ্ক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ব মেনে দাড়িয়ে থাকা মহিলাদের দেখলে ৷ মোতায়েন ছিল পুলিশও ৷ লকডাউনে কাজ বন্ধ ৷ তাই এই মুহূর্তে সেই টাকা পরিবারের অনেকটা কাজে আসবে বলে জানান তাঁরা ৷

hundreds of people stood in que to get 500 rupees from jan dhan yojna in purulia
জন-ধন-যোজনার টাকা তুলতে গ্রাহক পরিষেবা কেন্দ্রের ভোরবেলা থেকেই উপচে পড়ছে ভিড়

পুরুলিয়া শহরের বাসিন্দা অঞ্জনা পরামানিক, হেমাবতী কুমাররা বলেন, " কেন্দ্র সরকারের জন-ধন যোজনায় 500 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে এসেছে ৷ সেই টাকা তুলতে ভোরবেলা থেকে গ্রাহক পরিষেবা কেন্দ্রে এসেছি ৷ এই মুহূর্তে 500 টাকা পরিবারের খুবই কাজে লাগবে ৷ তবে ব্যাঙ্ক বা পরিষেবা কেন্দ্রগুলিতে প্রচুর ভিড় থাকায় একটু সমস্যা হচ্ছে ৷ খাওয়া দাওয়াও করতে পারিনি ৷ বাড়ির লোকেরা জল ও বিস্কিটের প্যাকেট এনে দিয়েছে ৷ তাই খেয়ে লাইনে দাঁড়িয়ে আছি ৷ "

কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন ৷ আজ 25তম দিন ৷ বহু পরিবারে দেখা দিয়েছে অভাব ৷ হাতে কাজও নেই, আর টাকাও নেই ৷ তাই এই মুহূর্তে কেন্দ্র সরকারের দেওয়া 500 টাকা কিছুটা হলেও অভাব মেটাবে ৷ তাই সব ভুলে ভোর থেকে সারাদিন চড়া রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে তাঁরা ৷ তবে প্রশাসনের নিয়ম অনুযায়ী মেনেছেন সামাজিক দূরত্বও ৷ প্রায় কয়েক'শ মানুষের লাইন পড়ায় হিমশিম খেতে হচ্ছে ব্যাঙ্ক কর্মচারী থেকে গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীদের ৷ তবে লকডাউনের সময়ে কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী ৷

পুরুলিয়া, 18 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে দিন আনা, দিন খাওয়া মানুষদের জন্য সবথেকে বিপদের সময় ৷ কোরোনায় না মারার গেলেও না খেতে পেয়ে মারা যেতেন পারে তাঁরা ৷ এই আশঙ্কাই দিন রাত কাটছে তাঁদের অনেকেরই ৷ যেমনটা দেখা গেল আজ ৷ 500 টাকা তুলতে লাইনে কয়েক'শ মানুষ ৷ প্রধানমন্ত্রী জন-ধন যোজনার 500 টাকা তুলতে কেউ ভোর 3টে, কেউ ভোর 5 টা থেকেই লাইন দিয়েছেন পুরুলিয়ার ব্যাঙ্ক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে ৷

কেউ বাড়ি থেকে মুড়ি, জল নিয়ে এসেছেন ৷ কেউ বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছেন ৷ কেউ বা রুটি, তরকারি টিফিন নিয়ে এসে লাইন দিচ্ছেন ৷ হাজারো সমস্যা হলেও টাকা তো জরুরি ৷ তাই চড়া রোদকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়িয়ে টাকা তুলছেন তাঁরা ৷ পুলিশ প্রশাসনের সচেতনতার বার্তাও বেশ কাজে এসেছে ৷ তা বোঝা যাচ্ছিল ব্যাঙ্ক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ব মেনে দাড়িয়ে থাকা মহিলাদের দেখলে ৷ মোতায়েন ছিল পুলিশও ৷ লকডাউনে কাজ বন্ধ ৷ তাই এই মুহূর্তে সেই টাকা পরিবারের অনেকটা কাজে আসবে বলে জানান তাঁরা ৷

hundreds of people stood in que to get 500 rupees from jan dhan yojna in purulia
জন-ধন-যোজনার টাকা তুলতে গ্রাহক পরিষেবা কেন্দ্রের ভোরবেলা থেকেই উপচে পড়ছে ভিড়

পুরুলিয়া শহরের বাসিন্দা অঞ্জনা পরামানিক, হেমাবতী কুমাররা বলেন, " কেন্দ্র সরকারের জন-ধন যোজনায় 500 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে এসেছে ৷ সেই টাকা তুলতে ভোরবেলা থেকে গ্রাহক পরিষেবা কেন্দ্রে এসেছি ৷ এই মুহূর্তে 500 টাকা পরিবারের খুবই কাজে লাগবে ৷ তবে ব্যাঙ্ক বা পরিষেবা কেন্দ্রগুলিতে প্রচুর ভিড় থাকায় একটু সমস্যা হচ্ছে ৷ খাওয়া দাওয়াও করতে পারিনি ৷ বাড়ির লোকেরা জল ও বিস্কিটের প্যাকেট এনে দিয়েছে ৷ তাই খেয়ে লাইনে দাঁড়িয়ে আছি ৷ "

কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন ৷ আজ 25তম দিন ৷ বহু পরিবারে দেখা দিয়েছে অভাব ৷ হাতে কাজও নেই, আর টাকাও নেই ৷ তাই এই মুহূর্তে কেন্দ্র সরকারের দেওয়া 500 টাকা কিছুটা হলেও অভাব মেটাবে ৷ তাই সব ভুলে ভোর থেকে সারাদিন চড়া রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে তাঁরা ৷ তবে প্রশাসনের নিয়ম অনুযায়ী মেনেছেন সামাজিক দূরত্বও ৷ প্রায় কয়েক'শ মানুষের লাইন পড়ায় হিমশিম খেতে হচ্ছে ব্যাঙ্ক কর্মচারী থেকে গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীদের ৷ তবে লকডাউনের সময়ে কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.