পুরুলিয়া, 20 এপ্রিল : লকডাউন শিথিল হতেই আজ থেকে পুরুলিয়ায় শুরু হল 100 দিনের কাজ ৷ গুরুত্ব দেওয়া হচ্ছে পুকুর সংস্কার, চারাবাড়ি তৈরি প্রভৃতি কাজকে ৷ প্রথম দিনই এই 100 দিনের কাজে যোগ দিয়েছে প্রচুর মানুষ ৷ তবে মুখে মাস্ক বা কাপড় জড়িয়ে কাজে যোগ দেওয়া এবং সামাজিক দূরত্ব মেনে কাজ করার নির্দেশ রয়েছে জেলা প্রশাসনের তরফে ৷ গত বছর পুরুলিয়ায় 100 দিনের কাজে লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি 20 লাখ শ্রমদিবস ৷ মার্চ মাস অবধি পুরুলিয়ায় হয়েছে 1 কোটি 17 লাখ শ্রমদিবসের কাজ ৷ লকডাউনের জেরে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ৷ তাই এবার প্রথম থেকেই লক্ষ্যমাত্রা পূরণে কোমর বেঁধে নেমে পড়ল পুরুলিয়া জেলা প্রশাসন ৷
জেলায় কোনও কোরোনা আক্রান্তের খোঁজ এখনও মেলেনি ৷ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে ৷ কিন্তু এই লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় বহু পরিবারে অভাব দেখা দিয়েছে ৷ যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে 2 লাখ দুস্থ মানুষকে ফুড কুপন ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ৷ এছাড়া পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এলাকার সহৃদয় ব্যক্তিরাও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন ৷ তবুও মানুষের টাকার প্রয়োজন ৷ তাই আজ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি ব্লকে 100 দিনের কাজের ঘোষণা হতেই বহু মানুষ কাজে যোগ দিয়েছে ৷ প্রথমদিকে পুকুর সংস্কার, চারা রোপনের কাজেই গুরুত্ব দিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন ৷ পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক বা কাপড় জড়িয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ সেই নিয়ম মেনেই কাজ করতে দেখা গেল শ্রমিকদের ৷ লকডাউনের মধ্যে কাজ পেয়ে খুশি তারাও ৷
জেলাশাসক রাহুল মজুমদার জানান, "আজ থেকে জেলার প্রতিটি ব্লকে 100 দিনের কাজ শুরু হল ৷ প্রথম দিনেই প্রচুর মানুষ কাজে যোগ দিয়েছে ৷ তবে সকলকেই মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে ৷ সেই কাজ দেখাশোনার জন্য এলাকার প্রশাসনিক আধিকারিকরাও নজরদারি চালাবেন ৷"