পুরুলিয়া, 18 অক্টোবর: মাঝে মধ্যেই তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে লজেন্স দেওয়ার নাম করে নিজের কক্ষে ডেকে পাঠাতেন প্রধান শিক্ষক ৷ সোমবারও ক্লাস চলাকালীন একইভাবে লজেন্স দেওয়ার নাম করে নিজের কক্ষে ডেকে খুদে পড়ুয়াকে যৌন নির্যাতন করেন প্রধান শিক্ষক স্বপন দাস(Head Master Arrested of Sexually Abusing a Student of Class 3)৷ এমনটাই অভিযোগ স্থানীয়দের ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে(Crime in Purulia)৷
এরপর ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ ৷ এরপর দিন ওই শিক্ষক স্কুলে আসতেই তাঁকে পিছ মোড়া করে বেঁধে জুতোর মালা পরিয়ে দেন তাঁরা । পরে বিদ্যালয় পরিদর্শকের কাছে খবর পেয়ে কোটশিলা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে । মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে থানার আবেদন অনুযায়ী পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । একইসঙ্গে এদিনই ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : খেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে খুদে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, বিক্ষোভ মালদার স্কুলে