ETV Bharat / state

Purulia hunting festival: শিকারে না, বৌদ্ধ পূর্ণিমা উৎসবে বন্যপ্রাণ রক্ষার প্রচারে বনদফতর - শিকার উৎসব

শিকারে নিষেধাজ্ঞা জারি হয়েছে আগেই (Purulia hunting festival)৷ বৌদ্ধ পূর্ণিমা উৎসবে বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে প্রচার চালাচ্ছে পুরুলিয়ার বন বিভাগ (Purulia forest department)৷

forest-department-trying-to-save-wildlife-in-hunting-festival
শিকার নয়, বৌদ্ধ পূর্ণিমা উৎসবে বন্যপ্রাণ রক্ষার বার্তা বনদফতরের
author img

By

Published : May 15, 2022, 3:01 PM IST

পুরুলিয়া, 15 মে: শিকার নয়, বরং বন্যপ্রাণ রক্ষা করতে পথনাটক, দেওয়াল লিখনের মাধ্যমে উৎসব পালনের বার্তা দিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে বন দফতর (Purulia hunting festival)। তৎপর রয়েছে পুলিশও । জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার রাত থেকেই রাস্তায় রাস্তায় চালানো হচ্ছে নাকা তল্লাশি । বাইরে থেকে শিকারিরা যাতে কোনও অস্ত্র নিয়ে শিকার উৎসবে যেতে না পারে, তার জন্য প্রতিটি গাড়ি খতিয়ে দেখা হচ্ছে (save wildlife)।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রতি বছরই বৌদ্ধ পূর্ণিমায় শিকার উৎসব পালিত হয় । হাজার হাজার বছর ধরে চলে আসা এই শিকার উৎসবের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে আদিবাসীদের । উৎসবের দিন বন্য জীবজন্তুর শিকার করে উৎসবে সামিল হন আদিবাসীরা । এটাই তাঁদের প্রাচীন রীতি (Purulia forest department)।

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমায় শিকার উৎসব বন্ধের সিদ্ধান্ত আদিবাসী সংগঠনের

কিন্তু এ বার উৎসবের আগে বন্যপ্রাণী হত্যা বন্ধে নির্দেশিকা জারি করেছে বন দফতর । দেওয়াল লিখন থেকে নাটক, রোড শো করে সচেতনতা চালানো হচ্ছে বনদফতরের পক্ষ থেকে । আদিবাসী জনজাতির মানুষজনকে মাঠে নামিয়ে প্রচার চালানো হচ্ছে পাহাড়ের আদিবাসী অধ্যুষিত এলাকায় । বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে প্রচারপত্র ।

বন্যপ্রাণ রক্ষার বার্তা বনদফতরের

কোভিড পরিস্থিতিতে গত বছর শিকার উৎসবে মানুষ সে রকম ভাবে সামিল হতে না পারলেও, মনে করা হচ্ছে এ বছর ভিড় হবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবে ৷ এ বার উৎসবে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দফতর ।

পুরুলিয়া, 15 মে: শিকার নয়, বরং বন্যপ্রাণ রক্ষা করতে পথনাটক, দেওয়াল লিখনের মাধ্যমে উৎসব পালনের বার্তা দিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে বন দফতর (Purulia hunting festival)। তৎপর রয়েছে পুলিশও । জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার রাত থেকেই রাস্তায় রাস্তায় চালানো হচ্ছে নাকা তল্লাশি । বাইরে থেকে শিকারিরা যাতে কোনও অস্ত্র নিয়ে শিকার উৎসবে যেতে না পারে, তার জন্য প্রতিটি গাড়ি খতিয়ে দেখা হচ্ছে (save wildlife)।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রতি বছরই বৌদ্ধ পূর্ণিমায় শিকার উৎসব পালিত হয় । হাজার হাজার বছর ধরে চলে আসা এই শিকার উৎসবের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে আদিবাসীদের । উৎসবের দিন বন্য জীবজন্তুর শিকার করে উৎসবে সামিল হন আদিবাসীরা । এটাই তাঁদের প্রাচীন রীতি (Purulia forest department)।

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমায় শিকার উৎসব বন্ধের সিদ্ধান্ত আদিবাসী সংগঠনের

কিন্তু এ বার উৎসবের আগে বন্যপ্রাণী হত্যা বন্ধে নির্দেশিকা জারি করেছে বন দফতর । দেওয়াল লিখন থেকে নাটক, রোড শো করে সচেতনতা চালানো হচ্ছে বনদফতরের পক্ষ থেকে । আদিবাসী জনজাতির মানুষজনকে মাঠে নামিয়ে প্রচার চালানো হচ্ছে পাহাড়ের আদিবাসী অধ্যুষিত এলাকায় । বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে প্রচারপত্র ।

বন্যপ্রাণ রক্ষার বার্তা বনদফতরের

কোভিড পরিস্থিতিতে গত বছর শিকার উৎসবে মানুষ সে রকম ভাবে সামিল হতে না পারলেও, মনে করা হচ্ছে এ বছর ভিড় হবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবে ৷ এ বার উৎসবে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.