পুরুলিয়া, 1 ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে রবিবার সন্ধ্যায় শ্যামপুর গ্রামে বাজছিল ডিজে ৷ তার প্রবল আওয়াজে প্রতিমা মাহাতো নামে বছর পনেরোর এক কিশোরী অজ্ঞান হয়ে পড়ে । মা ললিতা মাহাতো ডিজের প্রচণ্ড শব্দের তীব্রতা কম করার জন্য স্থানীয় যুবকদের কাছে আবেদন নিবেদন করেও কোনও ফল তো হয়ইনি বরং তাঁকে অপমানিত হয়ে ফিরে আসতে হয় । এরপরই যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতোর কাছে ঘটনার খবর যায় । তিনি স্থানীয় থানায় খবর দিলে সিভিক কর্মী ডিজের সাউন্ড বন্ধ করতে বলেন ওই যুবকদের ।
এই ঘটনায় মঙ্গলবার একদল যুবক চড়াও হয় ললিতা মাহাতোর বাড়িতে এবং দাবি করে ডিজের বুকিং বাবদ 7 হাজার টাকা দিতে হবে । বাধ্য হয়ে বুধবার টাকা তুলে নিয়ে আসেন ললিতা মাহাতোর শাশুড়ি ৷ এদিন বিকেলে সেই টাকা দেওয়ার কথা ছিল । এই খবর শোনার পর ফের পদক্ষেপ নেয় যুক্তিবাদী সমিতি । ঘটনার কথা স্থানীয় থানায় জানানোর পাশাপাশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ করে । এরপরই গ্রামে যায় মফঃস্বল থানার পুলিশ (Purulia News)৷
অভিযোগকারীদের বলেন থানায় গিয়ে দেখা করতে । ঘটনার পর থমথমে অবস্থা গ্রামের । গ্রামের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় সিভিক পুলিশকে । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ললিতা মাহাতো বলেন, "আমার মেয়ের শরীর দুর্বল ৷ গত বছরও সরস্বতী পুজোর সময় ডিজের উৎপাতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল ৷ তারপর থেকে পুরুলিয়া, বোকারো বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি এখনও চিকিৎসার জন্য ওকে নিয়ে গিয়েছে কাকু গৌতম মাহাত । আমি ডিজে বন্ধ করতে বলেছিলাম আমার মেয়ে অসুস্থ বলে ৷ যতই হোক আমি তো মা । তা না করে ডিজের বুকিং বাবদ টাকাটা আমাদেরকে দিতে হবে বলে হুমকি দিচ্ছে । আমরা ভয়ে ভয়ে আছি । পুলিশ আসার পরও আমাদের হুমকি দেওয়া হয়েছে কেন পুলিশকে খবর দিয়েছি বলে ৷ অথচ আমরা পুলিশকে জানায়নি ।" কথাগুলি বলার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি ।
প্রতিমা মাহাতোর দিদিমা চেপি মাহাতো ভয়ে সিঁটিয়ে রয়েছেন । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, ওই পরিবারটি যদিও কোনও অভিযোগ করেননি তবু ঘটনার কথা জানার পর পুরুলিয়া মফস্বল থানার পুলিশ গ্রামে গিয়ে কথা বলে অভিযোগ লিপিবদ্ধ করেছেন । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ এই ঘটনায় ভগবান মাহাতো, সুজিত সহিস ও সুনীল সিং নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ।
আরও পড়ুন : দেখতে 'খারাপ', স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন স্বামী