ETV Bharat / state

Fake IAS Officer: 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে', ভুয়ো আইএএস পরিচয়ে যুবতীকে বিয়ে করে গ্রেফতার যুবক ! - আইএএস অফিসার পরিচয় দিয়ে যুবতীকে বিয়ে

আইএএস অফিসার পরিচয় দিয়ে যুবতীকে বিয়ে ৷ ধৃত অভিযুক্ত যুবক ৷ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 12, 2023, 4:24 PM IST

পুরুলিয়া, 12 জুন: ভুয়ো আইএএস অফিসার সেজে যুবতীর সঙ্গে সম্পর্ক ৷ এরপর বিয়ে করে শ্বশুড়বাড়ি যেতেই প্রকাশ্যে এল যুবকের পরিচয় ৷ যুবতীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুরুলিয়া মফঃস্বল থানা ৷ রবিবার পুরুলিয়ার গোপালপুর এলাকার ঘটনায় ধৃতের নাম রিকো মাহাতো ৷

অভিযুক্ত ওই যুবক পুরুলিয়া মফঃস্বল থানা এলাকার গোপালপুর গ্রামের বাসিন্দা । অভিযোগ, ওই যুবক 2019 সাল থেকে নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচিয় দিয়ে আসে ৷ শুধু তাই নয় এই পরিচয়েই একাধিক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। প্রতারণায় সিদ্ধহস্ত এই ভুয়ো আইএএস যুবকের 'টার্গেট' থাকত মূলত ধনী ঘরের মেয়েরাই ৷ ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে আর্থিকভাবে স্বচ্ছল যুবতীকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত ৷

সেইরকমই, 2019 সাল পুরুলিয়া মফঃস্বল থানার বুড়দা গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রিকোর ৷ নিজেকে আইএএস অফিসার পরিচয় দেয় সে ৷ ওই যুবতীকে রেজিস্ট্রি করে বিয়ে করেন অভিযুক্ত ৷ বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে ওই যুবতীর সন্দেহ হয় ৷ তিনি জানতে পারেন যে তার স্বামী আইএএস অফিসার নন । প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন ওই যুবতী ৷

আরও পড়ুন: খাস কলকাতায় ফের হদিশ ভুয়ো আইএএস অফিসার

যুবতী বিচ্ছেদ চাইলে মোটা অঙ্কের টাকা দাবি করে ওই যুবক । আর তারপরই প্রতারিত যুবতী তাঁর মা'কে সমস্ত বিষয়টি জানান ৷ ওই মহিলার মা পুরুলিয়া মফঃস্বল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতেও পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করে । রবিবার মফঃস্বল থানার চাষ রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ । সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন ।

পুরুলিয়া, 12 জুন: ভুয়ো আইএএস অফিসার সেজে যুবতীর সঙ্গে সম্পর্ক ৷ এরপর বিয়ে করে শ্বশুড়বাড়ি যেতেই প্রকাশ্যে এল যুবকের পরিচয় ৷ যুবতীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুরুলিয়া মফঃস্বল থানা ৷ রবিবার পুরুলিয়ার গোপালপুর এলাকার ঘটনায় ধৃতের নাম রিকো মাহাতো ৷

অভিযুক্ত ওই যুবক পুরুলিয়া মফঃস্বল থানা এলাকার গোপালপুর গ্রামের বাসিন্দা । অভিযোগ, ওই যুবক 2019 সাল থেকে নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচিয় দিয়ে আসে ৷ শুধু তাই নয় এই পরিচয়েই একাধিক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। প্রতারণায় সিদ্ধহস্ত এই ভুয়ো আইএএস যুবকের 'টার্গেট' থাকত মূলত ধনী ঘরের মেয়েরাই ৷ ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে আর্থিকভাবে স্বচ্ছল যুবতীকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত ৷

সেইরকমই, 2019 সাল পুরুলিয়া মফঃস্বল থানার বুড়দা গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রিকোর ৷ নিজেকে আইএএস অফিসার পরিচয় দেয় সে ৷ ওই যুবতীকে রেজিস্ট্রি করে বিয়ে করেন অভিযুক্ত ৷ বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে ওই যুবতীর সন্দেহ হয় ৷ তিনি জানতে পারেন যে তার স্বামী আইএএস অফিসার নন । প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন ওই যুবতী ৷

আরও পড়ুন: খাস কলকাতায় ফের হদিশ ভুয়ো আইএএস অফিসার

যুবতী বিচ্ছেদ চাইলে মোটা অঙ্কের টাকা দাবি করে ওই যুবক । আর তারপরই প্রতারিত যুবতী তাঁর মা'কে সমস্ত বিষয়টি জানান ৷ ওই মহিলার মা পুরুলিয়া মফঃস্বল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতেও পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করে । রবিবার মফঃস্বল থানার চাষ রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ । সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.