ETV Bharat / state

আবর্জনায় বুজে গিয়েছে নর্দমা, নাজেহাল শহরবাসী

নিয়মিত সাফাইয়ের অভাবে ডাস্টবিন থেকে উপচে পড়ছে আবর্জনা l সামনেই পৌরসভা নির্বাচন l আর পৌর নির্বাচনের এই সময়টিতে পুরুলিয়া পৌরসভার পরিষেবা নিয়ে অখুশি পুরুলিয়া শহরবাসী l

আবর্জনায় বুজে গিয়েছে নর্দমা
আবর্জনায় বুজে গিয়েছে নর্দমা
author img

By

Published : Mar 16, 2020, 8:45 PM IST

Updated : Mar 16, 2020, 9:29 PM IST

পুরুলিয়া, 16 মার্চ : আবর্জনায় পরিপূর্ণ নর্দমা । পৌরসভার মূল গেটের বাইরে উপচে পড়ছে আবর্জনা । নজর নেই প্রশাসনের । শহরাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তুপ । রাস্তার উপর উপচে পড়ছে ড্রেনের জল, আবর্জনায় ভরতি জলাশয়, প্লাস্টিকের ক্যারিব্যাগ, ফলের খোসা । নিয়মিত সাফাইয়ের অভাবে ডাস্টবিন থেকে উপচে পড়ছে আবর্জনা । সামনেই পৌরসভা নির্বাচন । আর পৌর নির্বাচনের এই সময়টিতে পুরুলিয়া পৌরসভার পরিষেবা নিয়ে অখুশি পুরুলিয়া শহরবাসী । সাফাই নিয়ে অভিযোগ বিস্তর l আর এই পরিস্থিতিটাকে হাতিয়ার করে পুরো ভোটের ময়দানে নামতে চলেছে BJP ।

পুরুলিয়া পৌরবাসীর অভিযোগ, "নিয়মিত সাফাই হয় না নর্দমাগুলি l যার ফলে আবর্জনায় ভরে গিয়েছে l কোথাও আবার নর্দমা ভাঙা l শহরের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক l নিয়মিত সাফাইয়ের অভাবে স্তুপ থেকে রাস্তায় উপচে পড়ছে আবর্জনা l এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি l

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান স্বীকার করে নিয়েছেন এই অভিযোগের কথা l তিনি বলেন পুরুলিয়া পৌরসভা এলাকায় উন্নয়ন হলেও অনেকটা পিছিয়ে রয়েছে সাফাইয়ের দিক থেকে । 35 থেকে 40 শতাংশ সাফাইয়ের কাজ আমরা করে উঠতে পারছি না । সাধারণ কর্মচারীদের দিয়ে ড্রেন এবং আবর্জনা পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ছে । তাই পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে মেশিনের মাধ্যমে আবর্জনা পরিষ্কার করা হবে l পৌর দপ্তরে এই নিয়ে আবেদনে জানানো হয়েছে অনেক আগেই । আশা করা যায় এই মাসের মধ্যেই ড্রেন ও নর্দমা পরিষ্কারের মেশিন পৌঁছে যাবে পুরুলিয়া পৌরসভায় l তারপরই মেশিন ও সাফাইকর্মীর সহযোগিতায় আবর্জনা মুক্ত করা হবে পুরুলিয়া পৌরসভাকে l আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য আবর্জনা মুক্ত শহর । পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারীর অভিযোগ, "বিগত দিনে লোক দেখানো সাফাই করেছে পুরুলিয়া পৌরসভা কাজের কাজ কিছুই হয়নি । নর্দমা গুলি নিয়মিত সাফাইয়ের অভাবে আবর্জনায় বুজে গিয়েছে । গোটা পুরুলিয়া পৌরসভা এলাকা আবর্জনার স্তুপে পরিপূর্ণ । আগামী পৌরসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে ।

পুরুলিয়া, 16 মার্চ : আবর্জনায় পরিপূর্ণ নর্দমা । পৌরসভার মূল গেটের বাইরে উপচে পড়ছে আবর্জনা । নজর নেই প্রশাসনের । শহরাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তুপ । রাস্তার উপর উপচে পড়ছে ড্রেনের জল, আবর্জনায় ভরতি জলাশয়, প্লাস্টিকের ক্যারিব্যাগ, ফলের খোসা । নিয়মিত সাফাইয়ের অভাবে ডাস্টবিন থেকে উপচে পড়ছে আবর্জনা । সামনেই পৌরসভা নির্বাচন । আর পৌর নির্বাচনের এই সময়টিতে পুরুলিয়া পৌরসভার পরিষেবা নিয়ে অখুশি পুরুলিয়া শহরবাসী । সাফাই নিয়ে অভিযোগ বিস্তর l আর এই পরিস্থিতিটাকে হাতিয়ার করে পুরো ভোটের ময়দানে নামতে চলেছে BJP ।

পুরুলিয়া পৌরবাসীর অভিযোগ, "নিয়মিত সাফাই হয় না নর্দমাগুলি l যার ফলে আবর্জনায় ভরে গিয়েছে l কোথাও আবার নর্দমা ভাঙা l শহরের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক l নিয়মিত সাফাইয়ের অভাবে স্তুপ থেকে রাস্তায় উপচে পড়ছে আবর্জনা l এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি l

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান স্বীকার করে নিয়েছেন এই অভিযোগের কথা l তিনি বলেন পুরুলিয়া পৌরসভা এলাকায় উন্নয়ন হলেও অনেকটা পিছিয়ে রয়েছে সাফাইয়ের দিক থেকে । 35 থেকে 40 শতাংশ সাফাইয়ের কাজ আমরা করে উঠতে পারছি না । সাধারণ কর্মচারীদের দিয়ে ড্রেন এবং আবর্জনা পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ছে । তাই পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে মেশিনের মাধ্যমে আবর্জনা পরিষ্কার করা হবে l পৌর দপ্তরে এই নিয়ে আবেদনে জানানো হয়েছে অনেক আগেই । আশা করা যায় এই মাসের মধ্যেই ড্রেন ও নর্দমা পরিষ্কারের মেশিন পৌঁছে যাবে পুরুলিয়া পৌরসভায় l তারপরই মেশিন ও সাফাইকর্মীর সহযোগিতায় আবর্জনা মুক্ত করা হবে পুরুলিয়া পৌরসভাকে l আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য আবর্জনা মুক্ত শহর । পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারীর অভিযোগ, "বিগত দিনে লোক দেখানো সাফাই করেছে পুরুলিয়া পৌরসভা কাজের কাজ কিছুই হয়নি । নর্দমা গুলি নিয়মিত সাফাইয়ের অভাবে আবর্জনায় বুজে গিয়েছে । গোটা পুরুলিয়া পৌরসভা এলাকা আবর্জনার স্তুপে পরিপূর্ণ । আগামী পৌরসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে ।

Last Updated : Mar 16, 2020, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.