পুরুলিয়া, 6 অগস্ট: টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে ভেঙে পড়েছে কাঁচা বাড়ি । একেবারে আশ্রয়হীন হয়ে পড়েছেন খোদ পুরুলিয়ার সাতুড়ি ব্লকের বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা বুলটি বাউরির পরিবার ও তার আত্মীয়স্বজনরা । বাধ্য হয়ে মাথা গোঁজার জন্য আশ্রয় নিয়েছেন স্থানীয় সুনুড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে । বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছোট ছেলে-মেয়ে, গবাধি পশু ও বাড়ির জিনিসপত্র নিয়ে বিদ্যালয়ের কক্ষেই বসবাস ওই বিজেপি সদস্যার পরিবার ও আত্মীয়স্বজন সহ প্রায় 19 জনের ।
অথচ স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এতদিন কোনও সহযোগিতাই মেলেনি বলে অভিযোগ তাদের । তাই ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার । হাতজোড় করে সাহায্যের আর্জি জানাচ্ছে তারা । অভিযোগ, বিজেপি সমর্থিত হওয়ায় মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি । তাই দীর্ঘদিন ধরে কাঁচা মাটির বাড়িতেই বসবাস তাদের । গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে ভেঙে গিয়েছে সেই বাড়িও । আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রায় অনেকেই ।
আরও পড়ুন: পুরুলিয়ায় চাকরি পেল 19 প্রাক্তন মাওবাদী, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়
এই খবর পেয়েই সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "খবর পাওয়ার পরই তৃণমূল ব্লক সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের ওই বিজেপি সদস্যার সঙ্গে দেখা করতে বলা হয়েছে এবং কাগজপত্র খতিয়ে দেখতে বলা হয়েছে । সভাধিপতির কোটা থেকে পঞ্চায়েত সদস্যার বাড়ি তৈরির ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখছি ।"