পুরুলিয়া, 29 জুন : সমস্ত ধরনের ফি মকুব সহ একাধিক দাবিতে স্মারকলিপি দিল DSO l আজ পুরুলিয়া শহরে মিছিল করে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দেওয়া হয় l
তাদের দাবি, সমস্ত ধরনের ফি মকুব করতে হবে l এছাড়াও পড়ুয়াদের জন্য ফ্রি বাস পরিষেবা দিতে হবে, হস্টেল ফি মকুব করতে হবে l মিছিলে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া DSO-র জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার l
বিকাশ রঞ্জন কুমার বলেন, "বর্তমান কোরোনা পরিস্থিতিতে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে l বেশিরভাগ ছাত্রছাত্রীর পরিবার চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে l এই অবস্থায় সরকারের উচিত ছাত্র-ছাত্রীদের বিশেষ আর্থিক প্যাকেজের সুবিধা দেওয়া l কিন্তু তা করছে না রাজ্য সরকার l তাই সকল ছাত্র-ছাত্রীর কথা ভেবে সমস্ত ফি মকুব, ফ্রি বাস পরিষেবা সহ একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হল l দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে l"