পুরুলিয়া, 24 এপ্রিল : রেশনে দুর্নীতি প্রমাণিত হলেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । পাড়া ব্লক অফিসে রেশন ডিলারদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে হুঁশিয়ারি দিলেন জেলাশাসক রাহুল মজুমদার । বৈঠকে রেশন ডিলাররা ছাড়া উপস্থিত ছিলেন এলাকার মসজ়িদ কমিটির সদস্যরাও । সদস্যদেরও সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বাড়িতেই করার নির্দেশ দেন জেলাশাসক ।
পাড়া ব্লক অফিসে আয়োজিত এই বৈঠকে সামাজিক দূরত্ব মেনে এবং মুখে মাস্ক পরে যোগ দেন রেশন ডিলাররা ও মসজ়িদ কমিটির সদস্যরা । বর্তমান সময়ে রেশন বণ্টনের পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক । পাশাপাশি কোথাও কোনও অসুবিধে হলে সরাসরি ব্লক প্রশাসনের কাছে জানানোর নির্দেশ দেন তিনি । মসজ়িদ কমিটির সদস্যদেরও লকডাউন চলাকালীন সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বাড়িতেই করার নির্দেশ দেওয়া হয় ।
জেলাশাসকের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন মসজ়িদ কমিটির সদস্যরাও । রেশন ডিলাররাও তাঁদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন জেলাশাসকের কাছে । জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পাড়া ব্লক অফিসে রেশন ডিলার এবং মসজ়িদ কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক করা হয়েছে । বৈঠকে রেশন বণ্টন নিয়ে আলোচনা করা হয়েছে । পাশাপাশি মসজ়িদ কমিটির সদস্যদের কিছু নির্দেশ দেওয়া হয়েছে ।"
কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশজুড়েই জারি রয়েছে লকডাইন । দুস্থদের জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে । সরকারি তরফে মাথাপিছু নির্দিষ্ট পরিমাণও ধার্য করে দেওয়া হয়েছে । এদিকে রাজ্যের অনেক জায়গাতেই অসম রেশন বণ্টন নিয়ে উঠছে প্রশ্ন । কোথাও কোথাও কম রেশন দেওয়ার অভিযোগ উঠছে রেশন ডিলারদের বিরুদ্ধে । উঠছে দলবাজির অভিযোগও । রেশন নিয়ে এই দুর্নীতি বন্ধ করতে তৎপর হয়েছে প্রশাসন ।