ETV Bharat / state

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পুরুলিয়ায় পথ অবরোধ বাসিন্দাদের - গোলকুন্ডা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছবি
ছবি
author img

By

Published : Jun 2, 2020, 4:02 PM IST

পুরুলিয়া, 2 জুন : কালবৈশাখীর জেরে বেশ কয়েকদিনধরে বিদ্যুৎহীন এলাকা । প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । এবারবিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পুরুলিয়া মফস্বল থানার গোলকুন্ডা এলাকায়রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

বুধবারকালবৈশাখী ঝড়ে বিদ্যুতের তাঁর ছিঁড়ে যায় । বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে ।তারপর থেকেই বিদ্যুৎহীন পুরো এলাকা । ছ'দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায়পড়েছেন গোলকুন্ডা এলাকার লোকজন । স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে জানিয়েকোনও লাভ হয়নি । দু-একবার আশ্বাস মিলেছে । কিন্তু পরিষেবা স্বাভাবিক করতে কোনওপদক্ষেপ করা হয়নি প্রশাসনের তরফে । শেষ পর্যন্ত পরিষেবা সচল করার দাবিতে পথে নামেনস্থানীয়রা । পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভচলে । বিক্ষোভকারীদের দাবি, এলাকায়দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে । পাশাপাশি, বঙ্গাবাড়ি তাপবিদ্যুৎ এলাকার সঙ্গেতাদের এলাকার বিদ্যুৎ পরিষেবার সংযোগ করতে হবে । কারণ এই সমস্যা দীর্ঘদিনের । একটুঝড়বৃষ্টি হলেই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ।

অবরোধেরজেরে আজ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে বেশ কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে । খবরপেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ । পরে পুলিশ-প্রশাসনেরআশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । স্বাভাবিক হয় যানবাহন চলাচল ।

পুরুলিয়া, 2 জুন : কালবৈশাখীর জেরে বেশ কয়েকদিনধরে বিদ্যুৎহীন এলাকা । প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । এবারবিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পুরুলিয়া মফস্বল থানার গোলকুন্ডা এলাকায়রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

বুধবারকালবৈশাখী ঝড়ে বিদ্যুতের তাঁর ছিঁড়ে যায় । বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে ।তারপর থেকেই বিদ্যুৎহীন পুরো এলাকা । ছ'দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায়পড়েছেন গোলকুন্ডা এলাকার লোকজন । স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে জানিয়েকোনও লাভ হয়নি । দু-একবার আশ্বাস মিলেছে । কিন্তু পরিষেবা স্বাভাবিক করতে কোনওপদক্ষেপ করা হয়নি প্রশাসনের তরফে । শেষ পর্যন্ত পরিষেবা সচল করার দাবিতে পথে নামেনস্থানীয়রা । পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভচলে । বিক্ষোভকারীদের দাবি, এলাকায়দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে । পাশাপাশি, বঙ্গাবাড়ি তাপবিদ্যুৎ এলাকার সঙ্গেতাদের এলাকার বিদ্যুৎ পরিষেবার সংযোগ করতে হবে । কারণ এই সমস্যা দীর্ঘদিনের । একটুঝড়বৃষ্টি হলেই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ।

অবরোধেরজেরে আজ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে বেশ কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে । খবরপেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ । পরে পুলিশ-প্রশাসনেরআশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । স্বাভাবিক হয় যানবাহন চলাচল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.