পুরুলিয়া, 19 ফেব্রুয়ারি : মাওবাদী সংঘর্ষে ছত্তিশগড়ে প্রাণ হারালেন বাঙালি জওয়ান ৷ তিনি পুরুলিয়ার রঘুনাথপুরের লাছিয়া গ্রামের বাসিন্দা ৷ গুলিতে মৃত্যু হয় তাঁর ৷ গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে ছত্তিশগড়ে ৷ শহিদ জওয়ানের নাম কানাই মাজি ৷ তিনি CRPF-এর 208 কোবরা ফোর্সের কমান্ডো পদে ছিলেন ৷
পুরুলিয়ার পুলিশ সুপার এস সিলভামুরুগান জানান, ছত্তিশগড়ের সুকমা জেলায় গতকাল সন্ধ্যা নাগাদ কিস্তারাম থানার পালোদি গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে কোবরা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ৷ সেই সময় পালটা জবাব দেন জওয়ানরাও ৷ তখনই মাওবাদীদের দিক থেকে ছোড়া গুলি এসে লাগে কানাইয়ের ৷ ঘটনার পর চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে করে রায়পুর নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পথেই প্রাণ হারান ওই জওয়ান ৷
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, "আজ বিকেল নাগাদ কানাইয়ের গ্রামের বাড়িতে দেহ আনা হতে পারে ৷ সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হবে ৷''