পুরুলিয়া, 6 সেপ্টেম্বর: তৃণমূলের ব্লক যুব সভাপতি এবং ব্লক যুব সহ-সভাপতির দায়িত্ব পেলেন সিভিক ভলান্টিয়ারের চাকরিতে কর্মরত যুবকরা (Civic Volunteer in Charge of Block Youth President and Vice President of TMC)। সিভিক পুলিশের সরাসরি শাসক দলের (TMC)দায়িত্বশীল পদে বসতেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুরুলিয়ায়।
যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পুঞ্চা ব্লকের যুব সহ-সভাপতি তথা সিভিক ভলান্টিয়ার কর্মী শান্তি স্বরূপ। অন্য আর এক সিভিক ভলান্টিয়ার পাড়া ব্লকের ব্লক যুব সভাপতির তথা সিভিক ভলান্টিয়ার রাকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদেরকে পাওয়া যায়নি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।
এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, "প্রথম থেকেই আমাদের স্লোগান ছিল, পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমুলের ঝান্ডা ধরো । তারই বাস্তব রূপ দেখা যাচ্ছে পুরুলিয়ায়। এবার সরকারি সিভিক ভলেন্টিয়াররা তৃণমুলের ঝান্ডা তুলে কাজ করবে। এখানে সিভিক ভলান্টিয়ারের নিরপেক্ষতা বলে আর কিছু থাকল না।" যদিও এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "কে কোন কাজ করে তা জানা ছিল না, তবে বিষয়টি খতিয়ে দেখার পর দলগতভাবে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: পঞ্চায়েতের টিকিট দিতে সমীক্ষা করবে কোচবিহার জেলা তৃণমূল