রঘুনাথপুর, 12 জানুয়ারি : দুর্ঘটনার কবলে ছৌ-শিল্পীদের গাড়ি ৷ মৃত এক, আহত 14 জন ছৌ-শিল্পী ৷ আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরের আনাড়া ফাঁড়ির অন্তর্গত দশেরবাঁধ মোড়ের কাছে ৷ বিবেক উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন ছৌ-শিল্পীরা ৷ পথে তাদের গাড়ির পিছনে ধাক্কা মারে একটি দ্রুত গতির ট্রাক ৷ ঘাতক ট্রাকটির চালক ও খালাসি দু’জনই পলাতক ৷
ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছৌ-শিল্পীদের গাড়িটি ৷ মৃত এক ছৌ শিল্পী, গুরুতর আহত হয়েছেন আরও 14 জন ৷ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷
মৃত ছৌ-শিল্পীর নাম অশোক মাহাত (50) ৷ বাড়ি পাড়া থানার সুরুলিয়া গ্রামে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে ৷ দুর্ঘটনাস্থানে পৌঁছান পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি ৷ জানা যায়, পাড়া থানার সরবেড়িয়া থেকে ছৌ-শিল্পীদের দলটি আজ সকালে রঘুনাথপুরে বিবেক উৎসবে যোগ দেওয়ার জন্য রওনা দেয় ৷
দুর্ঘটনার খবর পেয়ে আনাড়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ৷ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷