ETV Bharat / state

বিবেক উৎসবে যোগদানের পথে ছৌ-শিল্পীদের গাড়িতে ট্রাকের ধাক্কা, মৃত 1 - পথ দুর্ঘটনায় মৃত 1 আহত 14

ছৌ-শিল্পীদের গাড়িতে দ্রুত গতির ট্রাকের ধাক্কা ৷ ঘটনায় মৃত এক ছৌ-শিল্পী ৷ আহত আরও 14 জন ৷

image
দুর্ঘটনার কবলে ছৌ-শিল্পীদের গাড়ি
author img

By

Published : Jan 12, 2020, 10:55 AM IST

রঘুনাথপুর, 12 জানুয়ারি : দুর্ঘটনার কবলে ছৌ-শিল্পীদের গাড়ি ৷ মৃত এক, আহত 14 জন ছৌ-শিল্পী ৷ আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরের আনাড়া ফাঁড়ির অন্তর্গত দশেরবাঁধ মোড়ের কাছে ৷ বিবেক উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন ছৌ-শিল্পীরা ৷ পথে তাদের গাড়ির পিছনে ধাক্কা মারে একটি দ্রুত গতির ট্রাক ৷ ঘাতক ট্রাকটির চালক ও খালাসি দু’জনই পলাতক ৷

ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছৌ-শিল্পীদের গাড়িটি ৷ মৃত এক ছৌ শিল্পী, গুরুতর আহত হয়েছেন আরও 14 জন ৷ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷

দুর্ঘটনার কবলে ছৌ-শিল্পীদের গাড়ি

মৃত ছৌ-শিল্পীর নাম অশোক মাহাত (50) ৷ বাড়ি পাড়া থানার সুরুলিয়া গ্রামে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে ৷ দুর্ঘটনাস্থানে পৌঁছান পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি ৷ জানা যায়, পাড়া থানার সরবেড়িয়া থেকে ছৌ-শিল্পীদের দলটি আজ সকালে রঘুনাথপুরে বিবেক উৎসবে যোগ দেওয়ার জন্য রওনা দেয় ৷

দুর্ঘটনার খবর পেয়ে আনাড়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ৷ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

রঘুনাথপুর, 12 জানুয়ারি : দুর্ঘটনার কবলে ছৌ-শিল্পীদের গাড়ি ৷ মৃত এক, আহত 14 জন ছৌ-শিল্পী ৷ আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরের আনাড়া ফাঁড়ির অন্তর্গত দশেরবাঁধ মোড়ের কাছে ৷ বিবেক উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন ছৌ-শিল্পীরা ৷ পথে তাদের গাড়ির পিছনে ধাক্কা মারে একটি দ্রুত গতির ট্রাক ৷ ঘাতক ট্রাকটির চালক ও খালাসি দু’জনই পলাতক ৷

ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছৌ-শিল্পীদের গাড়িটি ৷ মৃত এক ছৌ শিল্পী, গুরুতর আহত হয়েছেন আরও 14 জন ৷ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷

দুর্ঘটনার কবলে ছৌ-শিল্পীদের গাড়ি

মৃত ছৌ-শিল্পীর নাম অশোক মাহাত (50) ৷ বাড়ি পাড়া থানার সুরুলিয়া গ্রামে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে ৷ দুর্ঘটনাস্থানে পৌঁছান পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি ৷ জানা যায়, পাড়া থানার সরবেড়িয়া থেকে ছৌ-শিল্পীদের দলটি আজ সকালে রঘুনাথপুরে বিবেক উৎসবে যোগ দেওয়ার জন্য রওনা দেয় ৷

দুর্ঘটনার খবর পেয়ে আনাড়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ৷ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Intro:পুরুলিয়া : রঘুনাথপুরে বিবেক উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ছৌ শিল্পীদের গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে দ্রুত গতিতে ধাক্কা মারলো একটি ট্রাক l ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছৌ শিল্পীদের গাড়িটি l আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে আনাড়া ফাঁড়ির অন্তর্গত দশেরবাঁধ মোড়ের কাছে l ঘটনায় মৃত এক ছৌ শিল্পী, গুরুতর আহত হয়েছেন আরও 14 জন ছৌ শিল্পী l আহতদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর l আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে l মৃত ছৌ শিল্পীর নাম অশোক মাহাত (50), বাড়ি পাড়া থানার সুরুলিয়া গ্রামে l ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l ঘটনার পরই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার বিধায়ক উমাপদ বাউরী lBody:জানা যায়, পাড়া থানার সরবেড়িয়া থেকে ছৌ শিল্পীদের একটি দল আজ সকালে রঘুনাথপুরে বিবেক উৎসবে যোগ দেওয়ার জন্য রওনা দেয় l মাঝপথে আনাড়া ফাঁড়ির দশেরবাঁধ মোড়ের কাছে পিছন দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে ছৌ শিল্পীদের গাড়িটিকে l ধাক্কা এতটাই জোরালো ছিল যে ছৌ শিল্পীদের গাড়িটি পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় l ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছৌ শিল্পীর, আহত হন আরও 14 জন শিল্পী l খবর পেয়ে আনাড়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়, মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় l

বাইট : উমাপদ বাউরি (পাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক)Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.