ETV Bharat / state

বাড়ি তৈরির পাথর নামাতে গিয়ে পুরুলিয়ায় মৃত্যু শিশুশ্রমিকের - বাড়ি তৈরির পাথর তুলতে গিয়ে মৃত্যু শিশুশ্রমিকের

পাথর নামাতে গিয়ে বুকে পাথরের আঘাত লাগে । গুরুতর আহত হয় ভোলানাথ । হাসপাতালে মৃত্যু হয় তার ।

purulia
purulia
author img

By

Published : Oct 31, 2020, 9:23 PM IST

পুরুলিয়া, 31 অক্টোবর : বাড়ি তৈরির পাথর নামাতে গিয়ে মৃত্যু শিশুশ্রমিকের । ভোলানাথ রাজোয়াড় (12) ষষ্ঠ শ্রেণিতে পড়ত । দিনমজুরের কাজ করত ভোলানাথ । ঘটনাটি শিমুলঘাটার ।

আজ পুরুলিয়া সদর হাসপাতালে ভোলানাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তার দেহ ।

শিমুলঘুটা এলাকার বাসিন্দা মনা রাজোয়াড় । তারই ছেলে ভোলানাথ । তেলকলপাড়া টাউন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে । কোরোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল । এমত অবস্থায় মনা রাজোয়াড়ের পরিবারে দেখা দেয় অভাব । বাড়ির অভাব দূর করতে ভোলানাথ স্থানীয় এলাকায় একটি বাড়িতে পাথর বসানোর কাজে যোগ দেয় ।

পুরুলিয়ায় মৃত্যু শিশুশ্রমিকের

গত সন্ধ্যায়ও সে অন্যান্য দিনের মতো কাজ করছিল । পাথর নামাতে গিয়ে বুকে পাথরের আঘাত লাগে । গুরুতর আহত হয় সে । গুরুতর আহত অবস্থায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ।

মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । দারিদ্রতার সুযোগ নিয়ে স্কুল পড়ুয়াকে দিয়ে কাজ করানো হচ্ছিল । ওই বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ এমনই । অভিযোগ তুলেছেন মৃতের বাড়ির সদস্যরাও ।

পুরুলিয়া, 31 অক্টোবর : বাড়ি তৈরির পাথর নামাতে গিয়ে মৃত্যু শিশুশ্রমিকের । ভোলানাথ রাজোয়াড় (12) ষষ্ঠ শ্রেণিতে পড়ত । দিনমজুরের কাজ করত ভোলানাথ । ঘটনাটি শিমুলঘাটার ।

আজ পুরুলিয়া সদর হাসপাতালে ভোলানাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তার দেহ ।

শিমুলঘুটা এলাকার বাসিন্দা মনা রাজোয়াড় । তারই ছেলে ভোলানাথ । তেলকলপাড়া টাউন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে । কোরোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল । এমত অবস্থায় মনা রাজোয়াড়ের পরিবারে দেখা দেয় অভাব । বাড়ির অভাব দূর করতে ভোলানাথ স্থানীয় এলাকায় একটি বাড়িতে পাথর বসানোর কাজে যোগ দেয় ।

পুরুলিয়ায় মৃত্যু শিশুশ্রমিকের

গত সন্ধ্যায়ও সে অন্যান্য দিনের মতো কাজ করছিল । পাথর নামাতে গিয়ে বুকে পাথরের আঘাত লাগে । গুরুতর আহত হয় সে । গুরুতর আহত অবস্থায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ।

মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । দারিদ্রতার সুযোগ নিয়ে স্কুল পড়ুয়াকে দিয়ে কাজ করানো হচ্ছিল । ওই বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ এমনই । অভিযোগ তুলেছেন মৃতের বাড়ির সদস্যরাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.