ETV Bharat / state

দাদুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাতি - দাদুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু নাতির

পুরুলিয়ার কংসাবতী নদীতে দাদুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল বারো বছরের গৌরাঙ্গ মাহাতর ৷ ডুব দিয়ে না ওঠায় শুরু হয় খোঁজ ৷ ওই নদীতে লাগানো পানীয় জলের মোটা পাইপে গৌরাঙ্গকে আটকে থাকতে দেখা যায়, পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

দাদুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে কংসাবতীতে তলিয়ে মৃত্যু নাতির
দাদুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে কংসাবতীতে তলিয়ে মৃত্যু নাতির
author img

By

Published : Jun 15, 2021, 3:34 PM IST

পুরুলিয়া, 15 জুন : পুরুলিয়ায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল বারো বছরের এক কিশোর ৷ ঘটনাস্থল পুরুলিয়ার আড়শা থানা এলাকার বামুনডিহা গ্রাম ৷ মৃতের নাম গৌরাঙ্গ মাহাত, বাড়ি বামুনডিহা গ্রামে ৷ দাদুর সঙ্গে স্নান করতে নেমেছিল গৌরাঙ্গ ৷

সোমবার দুপুরে নদীতে দাদু-নাতি স্নান করতে যায় ৷ জলে ডুব দিয়ে নাতি না ওঠায় দাদু চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে ৷ অনেক খোঁজাখুঁজির পর ওই নদীতে লাগানো পানীয় জলের মোটা পাইপে গৌরাঙ্গকে আটকে থাকতে দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুরুলিয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে ৷

গৌরাঙ্গের বাবা, শিশু পাল মাহাত বলেন, "ছেলে আমার মামাবাড়িতে থাকত ৷ এখন স্কুল বন্ধ থাকার জন্য বাড়ি এসেছিল ৷ বাবার সঙ্গে স্নান করতে গিয়েছিল ৷ বাবা যখন দেখেন ও নেই সঙ্গে সঙ্গে সবাই মিলে খোঁজাখুঁজি করে ৷ কিন্তু ছেলেকে বাঁচাতে পারলাম না ৷ জলের তোড়ে সে অনেকটা দূরে পাইপ লাইনে গিয়ে আটকে গিয়েছিল ৷ আমার সব শেষ হয়ে গেল ৷"

পুরুলিয়া, 15 জুন : পুরুলিয়ায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল বারো বছরের এক কিশোর ৷ ঘটনাস্থল পুরুলিয়ার আড়শা থানা এলাকার বামুনডিহা গ্রাম ৷ মৃতের নাম গৌরাঙ্গ মাহাত, বাড়ি বামুনডিহা গ্রামে ৷ দাদুর সঙ্গে স্নান করতে নেমেছিল গৌরাঙ্গ ৷

সোমবার দুপুরে নদীতে দাদু-নাতি স্নান করতে যায় ৷ জলে ডুব দিয়ে নাতি না ওঠায় দাদু চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে ৷ অনেক খোঁজাখুঁজির পর ওই নদীতে লাগানো পানীয় জলের মোটা পাইপে গৌরাঙ্গকে আটকে থাকতে দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুরুলিয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে ৷

গৌরাঙ্গের বাবা, শিশু পাল মাহাত বলেন, "ছেলে আমার মামাবাড়িতে থাকত ৷ এখন স্কুল বন্ধ থাকার জন্য বাড়ি এসেছিল ৷ বাবার সঙ্গে স্নান করতে গিয়েছিল ৷ বাবা যখন দেখেন ও নেই সঙ্গে সঙ্গে সবাই মিলে খোঁজাখুঁজি করে ৷ কিন্তু ছেলেকে বাঁচাতে পারলাম না ৷ জলের তোড়ে সে অনেকটা দূরে পাইপ লাইনে গিয়ে আটকে গিয়েছিল ৷ আমার সব শেষ হয়ে গেল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.