ETV Bharat / state

করোনায় বন্ধ অনুষ্ঠান, কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা ? - ছৌ নাচ

পুরুলিয়ার ছৌ শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া ৷ কিন্তু করোনার জেরে বিদেশ যাত্রাও এখন অতীত ৷ কোথাও বরাত না মেলায় কার্যত ধুঁকতে বসেছে ছৌ শিল্প ৷ অনুষ্ঠানের ডাক পেয়েও ভাগ্য সহায় হয়নি ৷ করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে সব অনুষ্ঠান ৷ কেমনভাবে দিন কাটছে তাঁদের ?

ছৌ
ছৌ
author img

By

Published : Jun 20, 2021, 5:22 PM IST

পুরুলিয়া, 20 জুন : করোনা পরিস্থিতি এলোমেলো করে দিয়েছে জীবন ৷ বদলে গেছে সব কিছু ৷ সংক্রমণের আশঙ্কায় বহুদিন ধরে বন্ধ অনুষ্ঠান ৷ বিভিন্ন পেশার শিল্পীদের কাছেই এই সময়টা কষ্টকর ৷

পুরুলিয়ার ছৌ শিল্পীদের কাছে করোনা যেন অভিশাপ হয়ে নেমে এসেছে ৷ অনুষ্ঠান বন্ধ থাকায় অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ করোনা কাঁটায় সঙ্কটে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ ৷

পুরুলিয়ার ছৌ শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া ৷ কিন্তু করোনার জেরে বিদেশ যাত্রাও এখন অতীত ৷ কোথাও বরাত না মেলায় কার্যত ধুঁকতে বসেছে ছৌ শিল্প ৷ অনুষ্ঠানের ডাক পেয়েও ভাগ্য সহায় হয়নি ৷ করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে সব অনুষ্ঠান ৷

পুরুলিয়ার বাঘমুন্ডির চরিদা, বালিগারা, ডিমডিহা, চাকরা, কচাহাতু প্রভৃতি গ্রামে বহু ছৌ শিল্পীর বাস ৷ বিভিন্ন অনুষ্ঠানে ছৌ নাচ পরিদর্শনের মাধ্যমে তাঁদের সংসার চলে ৷ অনুষ্ঠানের বরাতেই হাসি ফোটে মুখে ৷ হয় অন্নসংস্থান ৷ কিন্তু এই পরিস্থিতিতে প্রচণ্ড অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ কীভাবে সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না দুর্গা, কালী, সিংহ প্রভৃতির মুখোশ পরে আনন্দ দেওয়া সেই মানুষগুলো ৷

করোনা কাঁটায় ধুলো জমছে ছৌ শিল্পে ব্যবহৃত জিনিসপত্রে
করোনা কাঁটায় ধুলো জমছে ছৌ শিল্পে ব্যবহৃত জিনিসপত্রে

চাকরা মা বিষহরি হরিজন ছৌ নৃত্য পার্টির ম্যানেজার উত্তম সহিস জানান, সরকারিভাবে নাম নথিভুক্ত করে আবেদন করার পরেও মিলছে না শিল্পী ভাতা ৷

অনুষ্ঠান বন্ধ, পড়ে রয়েছে ছৌ মুখোশ
অনুষ্ঠান বন্ধ, পড়ে রয়েছে ছৌ মুখোশ

এই দলেরই অন্য এক শিল্পী সঞ্জয় সহিস বলেন, "আমরা সবাই এই ছৌ নাচের উপরই নির্ভরশীল ৷ বায়না পেয়েও করোনার জেরে সব বাতিল হয়ে গেছে ৷ সরকারি ভাতা পেতে আবেদন করলেও এখনও তা পাইনি ৷ এই পরিস্থিতিতে কোনও রকম সাহায্য না পেলে আমরা আর কিচ্ছু করতে পারব না ৷"

করোনায় বন্ধ অনুষ্ঠান, কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা ?

আরও পড়ুন : সাড়ে তিন বছর ধরে জেলবন্দি পুরুলিয়ার শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা

পুরুলিয়া, 20 জুন : করোনা পরিস্থিতি এলোমেলো করে দিয়েছে জীবন ৷ বদলে গেছে সব কিছু ৷ সংক্রমণের আশঙ্কায় বহুদিন ধরে বন্ধ অনুষ্ঠান ৷ বিভিন্ন পেশার শিল্পীদের কাছেই এই সময়টা কষ্টকর ৷

পুরুলিয়ার ছৌ শিল্পীদের কাছে করোনা যেন অভিশাপ হয়ে নেমে এসেছে ৷ অনুষ্ঠান বন্ধ থাকায় অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ করোনা কাঁটায় সঙ্কটে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ ৷

পুরুলিয়ার ছৌ শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া ৷ কিন্তু করোনার জেরে বিদেশ যাত্রাও এখন অতীত ৷ কোথাও বরাত না মেলায় কার্যত ধুঁকতে বসেছে ছৌ শিল্প ৷ অনুষ্ঠানের ডাক পেয়েও ভাগ্য সহায় হয়নি ৷ করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে সব অনুষ্ঠান ৷

পুরুলিয়ার বাঘমুন্ডির চরিদা, বালিগারা, ডিমডিহা, চাকরা, কচাহাতু প্রভৃতি গ্রামে বহু ছৌ শিল্পীর বাস ৷ বিভিন্ন অনুষ্ঠানে ছৌ নাচ পরিদর্শনের মাধ্যমে তাঁদের সংসার চলে ৷ অনুষ্ঠানের বরাতেই হাসি ফোটে মুখে ৷ হয় অন্নসংস্থান ৷ কিন্তু এই পরিস্থিতিতে প্রচণ্ড অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ কীভাবে সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না দুর্গা, কালী, সিংহ প্রভৃতির মুখোশ পরে আনন্দ দেওয়া সেই মানুষগুলো ৷

করোনা কাঁটায় ধুলো জমছে ছৌ শিল্পে ব্যবহৃত জিনিসপত্রে
করোনা কাঁটায় ধুলো জমছে ছৌ শিল্পে ব্যবহৃত জিনিসপত্রে

চাকরা মা বিষহরি হরিজন ছৌ নৃত্য পার্টির ম্যানেজার উত্তম সহিস জানান, সরকারিভাবে নাম নথিভুক্ত করে আবেদন করার পরেও মিলছে না শিল্পী ভাতা ৷

অনুষ্ঠান বন্ধ, পড়ে রয়েছে ছৌ মুখোশ
অনুষ্ঠান বন্ধ, পড়ে রয়েছে ছৌ মুখোশ

এই দলেরই অন্য এক শিল্পী সঞ্জয় সহিস বলেন, "আমরা সবাই এই ছৌ নাচের উপরই নির্ভরশীল ৷ বায়না পেয়েও করোনার জেরে সব বাতিল হয়ে গেছে ৷ সরকারি ভাতা পেতে আবেদন করলেও এখনও তা পাইনি ৷ এই পরিস্থিতিতে কোনও রকম সাহায্য না পেলে আমরা আর কিচ্ছু করতে পারব না ৷"

করোনায় বন্ধ অনুষ্ঠান, কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা ?

আরও পড়ুন : সাড়ে তিন বছর ধরে জেলবন্দি পুরুলিয়ার শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.