ETV Bharat / state

Tapan Kandu murder case : তপন কান্দু খুনে সাড়ে সাত ঘণ্টা জেরা আইসিকে - তপন কান্দু হত্যা মামলা

তপন কান্দু খুনের মামলায় (Tapan Kandu murder case) ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে (IC Sanjib Ghosh interrogated) একই দিনে দু'দফায় সাড়ে সাত ঘণ্টা জেরা করল সিবিআই (CBI questions Jhalda Police Station in-charge) ৷

CBI questions Jhalda Police Station in-charge in Tapan Kandu murder case
তপন কান্দু খুনে সাড়ে সাত ঘণ্টা জেরা আইসিকে
author img

By

Published : Apr 15, 2022, 2:11 PM IST

পুরুলিয়া, 15 এপ্রিল: একইদিনে পর পর দু'বার । তপন কান্দু খুনের (Tapan Kandu murder case) ঘটনায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তাদের বেস ক্যাম্পে একই দিনে দু'বার তলব করল সিবিআই (IC Sanjib Ghosh interrogated)। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ ৷

গতকাল সকাল 10টা নাগাদ ঝালদার বন বিভাগের বাংলোতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সঞ্জীব ঘোষকে (CBI questions Jhalda Police Station in-charge)। দুপুর 1টা 30মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা । তারপর ফের বিকেল পাঁচটা নাগাদ তলব করা হয় আইসিকে। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা । অর্থাৎ দু'দফায় মোট সাড়ে সাত ঘণ্টা জেরা করা হয় আইসি সঞ্জীব ঘোষকে ।

আরও পড়ুন: Jhalda Councillor Murder Case : ঝালদা-কাণ্ডে আইসি সঞ্জীব ঘোষকে তলব সিবিআইয়ের

উল্লেখ্য, তপন কান্দু খুনের ঘটনায় ভাইরাল অডিয়োকে ঘিরে নাম জড়ায় ওই আইসির । এমনকী নিহতের স্ত্রী পূর্ণিমাদেবীও প্রথম থেকে বলে আসছেন যে, আইসি তাঁর স্বামীকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাপ দিতেন । আইসির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সারবত্তা আছে কি না তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা । ধৃত সত্যবান প্রামাণিকের সঙ্গে আইসিকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়েছে বলে সূত্র মারফত খবর ।

আরও পড়ুন : ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে ভাষাগত সমস্যায় বিপাকে সিবিআই

পুরুলিয়া, 15 এপ্রিল: একইদিনে পর পর দু'বার । তপন কান্দু খুনের (Tapan Kandu murder case) ঘটনায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তাদের বেস ক্যাম্পে একই দিনে দু'বার তলব করল সিবিআই (IC Sanjib Ghosh interrogated)। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ ৷

গতকাল সকাল 10টা নাগাদ ঝালদার বন বিভাগের বাংলোতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সঞ্জীব ঘোষকে (CBI questions Jhalda Police Station in-charge)। দুপুর 1টা 30মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা । তারপর ফের বিকেল পাঁচটা নাগাদ তলব করা হয় আইসিকে। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা । অর্থাৎ দু'দফায় মোট সাড়ে সাত ঘণ্টা জেরা করা হয় আইসি সঞ্জীব ঘোষকে ।

আরও পড়ুন: Jhalda Councillor Murder Case : ঝালদা-কাণ্ডে আইসি সঞ্জীব ঘোষকে তলব সিবিআইয়ের

উল্লেখ্য, তপন কান্দু খুনের ঘটনায় ভাইরাল অডিয়োকে ঘিরে নাম জড়ায় ওই আইসির । এমনকী নিহতের স্ত্রী পূর্ণিমাদেবীও প্রথম থেকে বলে আসছেন যে, আইসি তাঁর স্বামীকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাপ দিতেন । আইসির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সারবত্তা আছে কি না তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা । ধৃত সত্যবান প্রামাণিকের সঙ্গে আইসিকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়েছে বলে সূত্র মারফত খবর ।

আরও পড়ুন : ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে ভাষাগত সমস্যায় বিপাকে সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.