পুরুলিয়া, 15 এপ্রিল: একইদিনে পর পর দু'বার । তপন কান্দু খুনের (Tapan Kandu murder case) ঘটনায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তাদের বেস ক্যাম্পে একই দিনে দু'বার তলব করল সিবিআই (IC Sanjib Ghosh interrogated)। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ ৷
গতকাল সকাল 10টা নাগাদ ঝালদার বন বিভাগের বাংলোতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সঞ্জীব ঘোষকে (CBI questions Jhalda Police Station in-charge)। দুপুর 1টা 30মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা । তারপর ফের বিকেল পাঁচটা নাগাদ তলব করা হয় আইসিকে। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা । অর্থাৎ দু'দফায় মোট সাড়ে সাত ঘণ্টা জেরা করা হয় আইসি সঞ্জীব ঘোষকে ।
আরও পড়ুন: Jhalda Councillor Murder Case : ঝালদা-কাণ্ডে আইসি সঞ্জীব ঘোষকে তলব সিবিআইয়ের
উল্লেখ্য, তপন কান্দু খুনের ঘটনায় ভাইরাল অডিয়োকে ঘিরে নাম জড়ায় ওই আইসির । এমনকী নিহতের স্ত্রী পূর্ণিমাদেবীও প্রথম থেকে বলে আসছেন যে, আইসি তাঁর স্বামীকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাপ দিতেন । আইসির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সারবত্তা আছে কি না তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা । ধৃত সত্যবান প্রামাণিকের সঙ্গে আইসিকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়েছে বলে সূত্র মারফত খবর ।
আরও পড়ুন : ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে ভাষাগত সমস্যায় বিপাকে সিবিআই