কলকাতা, 20 মে: হাইকোর্টের নির্ধারিত সময় অতিক্রান্ত, তবু এখনও পর্যন্ত ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্ত রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই (Tapan Kandu murder probe)। সূত্রের খবর, ঝাড়খন্ডের দুষ্কৃতীদের ধরার জন্য সিবিআই-এর একটি প্রতিনিধি দল ঝাড়খন্ডের বোকারোতে শিবির করেছে ।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (CBI investigation report) ঘটনায় 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । সেই নির্দেশে বলা ছিল যে, 45 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করে সেই রিপোর্ট নিম্ন আদালতে জমা করতে হবে । 4 এপ্রিল নির্দেশ হলেও সিবিআই দু দিন পর এই মামলার তদন্তভার হাতে নেয় । কিন্তু এখনও পর্যন্ত সিবিআই তদন্ত শেষ না করায় স্বাভাবিক ভাবেই বাড়ছে জল্পনা (Jhalda Murder Case)।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "সিবিআইকে সময় যেহেতু দেওয়া হয়েছে তাই তারা তদন্ত রিপোর্ট তো জমা করবেই । তবে এর আগে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা তো নিজেও স্বীকার করেছে যে এর পিছনে বড় মাথা রয়েছে । তাই আমি এটাই চাই যে, সিবিআই তাদের ভালো করে জেরা করে সেই সব বড় মাথাদের ধরুক। "
আরও পড়ুন: Congress councillor's Murder case: আদালতে গোপন জবানবন্দি দিলেন তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী
তিনি এও বলেন যে, "আমি সিবিআইয়ের উপরে পূর্ণ আস্থা রাখছি, কারণ আমি মনে করি সিবিআই যেহেতু তদন্ত করছে তাই দেরিতে হলেও আমি ভাল ফলাফল পাবই ।"