ETV Bharat / state

ছয় দফা দাবিতে পুরুলিয়া পৌরসভায় স্মারকলিপি BJP-র

author img

By

Published : Oct 19, 2020, 6:51 PM IST

পুরুলিয়া পৌরসভায় স্মারকলিপি জমা দিল শহর BJP-র বিশেষ প্রতিনিধিদল৷ ছয় দফা দাবি জানানো হয়েছে৷ যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রশাসক৷

bjp_deputation_at_purulia_municipality_amidst_covid_situation
ছয় দফা দাবিতে পুরুলিয়ায় স্মারকলিপি প্রদান বিজেপি-র

পুরুলিয়া, 19 অক্টোবর: পুরুলিয়া পৌরসভায় স্মারকলিপি জমা দিল শহর BJP-র বিশেষ প্রতিনিধিদল ৷ উৎসবের সময় পুরুলিয়া পৌরসভা এলাকায় বিশেষভাবে পরিষেবা প্রদান, শহরের যে সব জায়গায় ভিড়ের আশঙ্কা রয়েছে সেইসব এলাকা নিয়মিত স্যানিটাইজ় করা, ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে শহরের অলিতে গলিতে নিয়মিত ব্লিচিং ছড়ানো বা স্প্রে করা, পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করা-সহ ছয় দফা দাবিতে আজ স্মারকলিপি জমা দেওয়া হয় পুরুলিয়া পৌরসভার প্রশাসক শামিম দাদ খানের কাছে৷ এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর BJP-র উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী৷

সত্যজিৎ অধিকারী বলেন, "উৎসবের দিনগুলিতে ভিড়ে ঠাসা থাকে গোটা শহর ৷ আবর্জনায় ভরে থাকে শহরের রাস্তা l বর্তমানে কোরোনা পরিস্থিতিতে এইদিকে বিশেষ নজর দিতে হবে পুরুলিয়া পৌরসভাকে l এলাকা স্যানিটাইজ় করা, আবর্জনা পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার রাখা এবং সেই সঙ্গে ব্লিচিং ও স্প্রে করতেই হবে l পাশাপাশি উৎসবের সময় গোটা শহরের পানীয় জলের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, অকেজো স্ট্রিট লাইটগুলি সারাই করার দাবি নিয়ে স্মারকলিপি জমা দিলামl"

পুরুলিয়া পৌরসভার প্রশাসক শামিম দাদ খান এই সমস্ত ব্যাপারে আলোচনা করে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন l

পুরুলিয়া, 19 অক্টোবর: পুরুলিয়া পৌরসভায় স্মারকলিপি জমা দিল শহর BJP-র বিশেষ প্রতিনিধিদল ৷ উৎসবের সময় পুরুলিয়া পৌরসভা এলাকায় বিশেষভাবে পরিষেবা প্রদান, শহরের যে সব জায়গায় ভিড়ের আশঙ্কা রয়েছে সেইসব এলাকা নিয়মিত স্যানিটাইজ় করা, ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে শহরের অলিতে গলিতে নিয়মিত ব্লিচিং ছড়ানো বা স্প্রে করা, পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করা-সহ ছয় দফা দাবিতে আজ স্মারকলিপি জমা দেওয়া হয় পুরুলিয়া পৌরসভার প্রশাসক শামিম দাদ খানের কাছে৷ এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর BJP-র উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী৷

সত্যজিৎ অধিকারী বলেন, "উৎসবের দিনগুলিতে ভিড়ে ঠাসা থাকে গোটা শহর ৷ আবর্জনায় ভরে থাকে শহরের রাস্তা l বর্তমানে কোরোনা পরিস্থিতিতে এইদিকে বিশেষ নজর দিতে হবে পুরুলিয়া পৌরসভাকে l এলাকা স্যানিটাইজ় করা, আবর্জনা পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার রাখা এবং সেই সঙ্গে ব্লিচিং ও স্প্রে করতেই হবে l পাশাপাশি উৎসবের সময় গোটা শহরের পানীয় জলের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, অকেজো স্ট্রিট লাইটগুলি সারাই করার দাবি নিয়ে স্মারকলিপি জমা দিলামl"

পুরুলিয়া পৌরসভার প্রশাসক শামিম দাদ খান এই সমস্ত ব্যাপারে আলোচনা করে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.