পুরুলিয়া, 25 জুন : পুরুলিয়া জেলা পরিষদের 2020-21আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেটবয়কট করল BJP l আজপুরুলিয়া শহরের রাঁচি রোডে বিশেষ সাংবাদিক বৈঠক করে একথা জানান বাঁকুড়ার সাংসদ সুভাষসরকার ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো l এছাড়াও এদিনের এই বাজেটে আমন্ত্রণপত্রে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ l পাশাপাশি জেলা পরিষদের বিরোধী বিরোধীনেতাদের গুরুত্ব না দেওয়ায় এই বাজেট বয়কট করা হয় বলে দাবি BJP-র l
জানাযায়, আজপুরুলিয়া জেলা পরিষদের 2020-21 আর্থিকবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ ও অনুমোদনের জন্য সভার আয়োজন করা হয় l উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূলের সকল কর্মাধ্যক্ষ সহ ওঅন্যান্য নেতাকর্মীরা l সেইআমন্ত্রণ পত্রে নাম রয়েছে জেলা পরিষদের বিরোধী নেতাদের, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও সুভাষসরকারেরও l জেলাপরিষদের বিরোধী নেতারা এবং সুভাষ সরকার আমন্ত্রণ পেলেও সাংসদ জ্যোতির্ময় সিংমাহাতোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ l
এইকারণে আজকে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে বাজেট বয়কট করার সিদ্ধান্ত জানান দুই সাংসদ ওজেলা পরিষদের BJP নেতারাl এছাড়াওউপস্থিত ছিলেন BJP-রজেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা l এদিনের সাংবাদিক বৈঠকে সুভাষ সরকারবলেন, "কোনওপরিকল্পনা ছাড়াই এই বাজেট পেশ করা হচ্ছে l এছাড়াও বাজেট পেশ করতে হলে একটি বাজেটকমিটি গঠন করে দরকার, তাও হয়নি l বাজেটের লক্ষ্য কী, তার একটা খসড়া বাজেট তৈরী করতে হয় l তার আগে 2019-20সালের বাজেটে কী কী খরচ খরচহয়েছে, সমস্তপঞ্চায়েত ও ব্লকের অডিট হয়েছে কি না সেই রিপোর্ট পেশ করতে হয়, কিন্তু সেগুলোর একটাও হয়নি l এভাবে তো আর বাজেট পেশ করা চলে না l তার মানে পুরো বিষয়টি অন্ধকারে রাখাহয়েছে l এরবিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি l"