পুরুলিয়া, 17 জুলাই : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়ায় সাইকেল মিছিল করল জাতীয় কংগ্রেস ৷ আজ পুরুলিয়ার ঝালদাতে সাহু পেট্রোল পাম্প থেকে মিছিলটি শুরু হয় ৷ আছুরাম কলেজের নিকটস্থ পেট্রোল পাম্পে শেষ হয় মিছিল ৷
মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো ৷ এদিন নেপাল মাহাতো বলেন, ‘‘পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর জন্য কেন্দ্র সরকারের যেমন দায়িত্ত্ব আছে, ঠিক তেমনি রাজ্য সরকারেরও উচিত কর লাঘব করা ৷’’ উল্লেখ্য পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফে তিনদিনের সাইকেল মিছিলের কর্মসূচি নেওয়া হয় ৷ আজ ছিল তার শেষ দিন ৷
আরও পড়ুন : অকুতোভয় হলে তবেই কংগ্রেসে যোগ দিন, কৌশলী বার্তা রাহুলের
প্রথম দিন পুরুলিয়া শহরে কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল ৷ ভিক্টোরিয়া স্কুল মোড় হয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিল ৷ সেখানে অবস্থান বিক্ষোভও হয় ৷ দ্বিতীয় দিন এই মিছিল হয় কোটসিলা থানা এলাকাতে ৷ আর আজ ঝালদাতে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় ৷ তিন জায়গাতেই অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন পুরুলিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব ৷