ETV Bharat / state

বুদ্ধ পূর্ণিমায় শিকার উৎসব নয়, সৌজন্যে কোরোনা - hunting festival in Ayodhya Hills

বুদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড়ে পালিত হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী শিকার উৎসব । কিন্তু কোরোনার কারণে এ'বছর শিকার উৎসবে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন ।

Ban on hunting festival
Ban on hunting festival
author img

By

Published : May 4, 2020, 4:42 PM IST

পুরুলিয়া, 4 মে : আগামী বৃহস্পতিবার, 7 মে বুদ্ধ পূর্ণিমা । আর এই বিশেষ দিনটিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বহু বছর ধরে পালিত হয়ে আসছে আদিবাসীদের ঐতিহ্যবাহী শিকার উৎসব । কিন্তু, এ'বছর বাধ সেধেছে কোরোনা । জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় এ'বছর বন্ধের মুখে ঐতিহ্যবাহী এই শিকার উৎসব । আজ থেকেই বন দপ্তরের পক্ষ থেকে এই শিকার উৎসব বন্ধ রাখার জন্য প্রচার চালানো হয় । অন্যদিকে, লকডাউনের জেরে অন্যান্য জেলা থেকে বা ভিনরাজ্য থেকেও আদিবাসী সাম্প্রদায়ের মানুষ ও পর্যটক আসতে পারবে না পাহাড়ে । তাই সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু উৎসব পালন করার পরামর্শ দিয়েছে বন দপ্তর । শিকারের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা ।

প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই জেলা এবং রাজ্যের বাইরে থেকেও আদিবাসী সাম্প্রদায়ের বহু মানুষ এই শিকার উৎসবে যোগদান করেন । অযোধ্যা পাহাড়ের জঙ্গলে বিভিন্ন পশুপাখি শিকার করে সেই তাদের মাংস রান্না করে আদিবাসীদের দেবদেবীদের অর্পণ করা হয় । তারপর শিকার করা সেইসব পশুপাখির রান্না করা মাংস সকলেই খেয়ে থাকেন । এছাড়াও, এই দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে । উৎসবে মেতে ওঠে গোটা অযোধ্যা পাহাড় । দূর-দূরান্ত থেকে বহু পর্যটক ভিড় জমান এই উৎসবে । এ'দিন গোটা পাহাড় জুড়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকে । এমনকী, শিকার উৎসবে কেউ আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থাও থাকে । যদিও বেশ কয়েক বছর ধরে এই শিকার উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করেছে পুরুলিয়া জেলা প্রশাসন । এই উৎসবের আগে বাঘমুণ্ডি এলাকায় শিকার করার নিষেধাজ্ঞায় ট্যাবলো প্রচারও চালানো হয় বন দপ্তরের তরফে । তবুও বন বিভাগ ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে আদিবাসীরা এই শিকার উৎসব পালন করে প্রতি বছর । যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন শিকার উৎসব আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব, তাই নিষেধাজ্ঞা জারি করলেও এদের বিরুদ্ধে এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে ।

বন দপ্তর সূত্রে খবর, আজ থেকেই শিকার উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করে পাহাড় এলাকায় প্রচার চালানো শুরু হয়েছে । শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে । লকডাউন জারি থাকায় বাইরে থেকে কোনও পর্যটক বা শিকারিদের প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে । আগামী বৃহস্পতিবার গোটা এলাকায় প্রচুর পুলিশও মোতায়েন থাকবে ।

পুরুলিয়া, 4 মে : আগামী বৃহস্পতিবার, 7 মে বুদ্ধ পূর্ণিমা । আর এই বিশেষ দিনটিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বহু বছর ধরে পালিত হয়ে আসছে আদিবাসীদের ঐতিহ্যবাহী শিকার উৎসব । কিন্তু, এ'বছর বাধ সেধেছে কোরোনা । জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় এ'বছর বন্ধের মুখে ঐতিহ্যবাহী এই শিকার উৎসব । আজ থেকেই বন দপ্তরের পক্ষ থেকে এই শিকার উৎসব বন্ধ রাখার জন্য প্রচার চালানো হয় । অন্যদিকে, লকডাউনের জেরে অন্যান্য জেলা থেকে বা ভিনরাজ্য থেকেও আদিবাসী সাম্প্রদায়ের মানুষ ও পর্যটক আসতে পারবে না পাহাড়ে । তাই সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু উৎসব পালন করার পরামর্শ দিয়েছে বন দপ্তর । শিকারের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা ।

প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই জেলা এবং রাজ্যের বাইরে থেকেও আদিবাসী সাম্প্রদায়ের বহু মানুষ এই শিকার উৎসবে যোগদান করেন । অযোধ্যা পাহাড়ের জঙ্গলে বিভিন্ন পশুপাখি শিকার করে সেই তাদের মাংস রান্না করে আদিবাসীদের দেবদেবীদের অর্পণ করা হয় । তারপর শিকার করা সেইসব পশুপাখির রান্না করা মাংস সকলেই খেয়ে থাকেন । এছাড়াও, এই দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে । উৎসবে মেতে ওঠে গোটা অযোধ্যা পাহাড় । দূর-দূরান্ত থেকে বহু পর্যটক ভিড় জমান এই উৎসবে । এ'দিন গোটা পাহাড় জুড়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকে । এমনকী, শিকার উৎসবে কেউ আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থাও থাকে । যদিও বেশ কয়েক বছর ধরে এই শিকার উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করেছে পুরুলিয়া জেলা প্রশাসন । এই উৎসবের আগে বাঘমুণ্ডি এলাকায় শিকার করার নিষেধাজ্ঞায় ট্যাবলো প্রচারও চালানো হয় বন দপ্তরের তরফে । তবুও বন বিভাগ ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে আদিবাসীরা এই শিকার উৎসব পালন করে প্রতি বছর । যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন শিকার উৎসব আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব, তাই নিষেধাজ্ঞা জারি করলেও এদের বিরুদ্ধে এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে ।

বন দপ্তর সূত্রে খবর, আজ থেকেই শিকার উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করে পাহাড় এলাকায় প্রচার চালানো শুরু হয়েছে । শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে । লকডাউন জারি থাকায় বাইরে থেকে কোনও পর্যটক বা শিকারিদের প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে । আগামী বৃহস্পতিবার গোটা এলাকায় প্রচুর পুলিশও মোতায়েন থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.