ETV Bharat / state

বলরামপুরে নাবালককে খুনে অভিযুক্ত 5 জনের পুলিশ হেপাজত

author img

By

Published : May 13, 2020, 2:18 PM IST

বলরামপুর থানার গোপালপুর গ্রামের ঘটনা। সেখানকার বাসিন্দা সাহেব রাম মাহাতর ছেলে সুভাষ মাহাত (12) 8 মে বিকেল 5 টা নাগাদ গ্রামের সরলা লায়ার দোকানে ব্লেড কিনতে যায় l তারপর নিখোঁজ হয়ে যায়l

ছবি
ছবি

বলরামপুর, 13 মে : এক নাবালককে অপহরণ ও খুনের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ l গতকাল অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন l

বলরামপুর থানার গোপালপুর গ্রামের ঘটনা। সেখানকার বাসিন্দা সাহেব রাম মাহাতর ছেলে সুভাষ মাহাত (12) 8 মে বিকেল 5 টা নাগাদ গ্রামের সরলা লায়ার দোকানে ব্লেড কিনতে যায় l তারপর নিখোঁজ হয়ে যায়l বাবা সাহেব রাম বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেন l পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে গ্রামের দোকানদার সরলা লায়া ও যশোদা লায়া এই ঘটনার সঙ্গে যুক্ত । তাদেরকে আটক করা হয় l

জিজ্ঞাসাবাদের পর খুনের কথা স্বীকার করে তারা। উদ্ধার করা হয় সুভাষের মৃতদেহ l পুলিশ জানতে পারে, যশোদা লায়ার সাথে বচসা হয় সুভাষের। তাকে গলা টিপে খুন করে প্রথমে মৃতদেহ পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। রাতে সেই মৃতদহ 2 কিলোমিটার দূরে পাহাড়ের গুহায় ঢুকিয়ে দেয় যশোদার পরিবারের লোকজন l যদিও পুলিশ জানতে পারে, জমি সংক্রান্ত পুরানো ঝামেলা রয়েছে এই 2 পরিবারের মধ্যে ।

পরে পুলিশ খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যশোদা লায়া, স্বামী তারাপদ লায়া, শাশুড়ি সরলা লায়া, দেওর অভিমুন্য লায়া, লালমোহন লায়াকে গ্রেপ্তার করে l তাদের বিরুদ্ধে অপহরণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ আনা হয়েছে l গতকাল তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তারাপদ লায়াকে 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন l

বলরামপুর, 13 মে : এক নাবালককে অপহরণ ও খুনের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ l গতকাল অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন l

বলরামপুর থানার গোপালপুর গ্রামের ঘটনা। সেখানকার বাসিন্দা সাহেব রাম মাহাতর ছেলে সুভাষ মাহাত (12) 8 মে বিকেল 5 টা নাগাদ গ্রামের সরলা লায়ার দোকানে ব্লেড কিনতে যায় l তারপর নিখোঁজ হয়ে যায়l বাবা সাহেব রাম বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেন l পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে গ্রামের দোকানদার সরলা লায়া ও যশোদা লায়া এই ঘটনার সঙ্গে যুক্ত । তাদেরকে আটক করা হয় l

জিজ্ঞাসাবাদের পর খুনের কথা স্বীকার করে তারা। উদ্ধার করা হয় সুভাষের মৃতদেহ l পুলিশ জানতে পারে, যশোদা লায়ার সাথে বচসা হয় সুভাষের। তাকে গলা টিপে খুন করে প্রথমে মৃতদেহ পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। রাতে সেই মৃতদহ 2 কিলোমিটার দূরে পাহাড়ের গুহায় ঢুকিয়ে দেয় যশোদার পরিবারের লোকজন l যদিও পুলিশ জানতে পারে, জমি সংক্রান্ত পুরানো ঝামেলা রয়েছে এই 2 পরিবারের মধ্যে ।

পরে পুলিশ খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যশোদা লায়া, স্বামী তারাপদ লায়া, শাশুড়ি সরলা লায়া, দেওর অভিমুন্য লায়া, লালমোহন লায়াকে গ্রেপ্তার করে l তাদের বিরুদ্ধে অপহরণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ আনা হয়েছে l গতকাল তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তারাপদ লায়াকে 3 দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.